নৃত্যশিল্পী লাঞ্ছিত-এরাই তবে ছাত্রনেতা!

সাতক্ষীরায় একজন নৃত্যশিল্পীকে লাঞ্ছিত করে জেলার ছাত্রলীগ নেতারা যে ঘৃণ্য অপরাধ করেছেন তার নিন্দা জানানোর ভাষা জানা নেই। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসা শিল্পীর স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করার চেষ্টা ভয়ঙ্কর অপরাধ। জেলার এসব ছাত্রনেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা ইতিপূর্বে নানা অভিযোগ জানিয়েছেন শীর্ষ পর্যায়ে। কেন তাদের বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি? যেসব ছাত্রনেতা বা কর্মী হত্যা, গুম, খুন,


নারীর সম্ভ্রমহানিসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ে, তাদের ব্যাপারে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সরকারের উচিত কঠোর অবস্থান নেওয়া। মনে রাখা প্রয়োজন যে, গণতন্ত্রে যেহেতু নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিতে হয় তাই অপরাধীদের আশকারা দিয়ে কোনো দল জনসমর্থন লাভের চিন্তা করতে পারে না। তাই জনগণের সমর্থন ধরে রাখতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই নির্দেশনা জরুরি ভিত্তিতেই পেঁৗছা দরকার যে, এসব গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা ও শাস্তি দেওয়ার ব্যাপারে তাদের ব্যক্তিগত এবং সংগঠন পরিচিতি কোনো বাধা হবে না। সাতক্ষীরায় এসব ছাত্রনেতা ইতিপূর্বে জঘন্যতম অপরাধ করে পার পেয়ে গেছে। পুলিশের উচিত ছিল তাদের বিরুদ্ধে অনেক আগেই আইনানুগ ব্যবস্থা নেওয়া। কিন্তু পুলিশ তা করেনি। পুলিশ কেন ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহিত হয় না, তা কারও অজানা নয়। আমরা এহেন নাজুক ও ক্লেশকর পরিস্থিতির অবসান চাই। সাতক্ষীরায় নৃত্যশিল্পী ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

No comments

Powered by Blogger.