প্রকাশ হলো দর্শক নন্দিত চলচ্চিত্র ‘মনের মানুষ’-এর চিত্রনাট্যের বই
স্টাফ রিপোর্টার: সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মনের মানুষ’ ছবির নানাদিক নিয়ে প্রকাশ হলো চিত্রনাট্যের বই ‘মনের মানুষ, চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’। দর্শক নন্দিত এই চলচ্চিত্রের বইটির গ্রন্থনা ও ভূমিকা তৈরি করেছেন আবুল আহসান চৌধুরী। বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ২৫১ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ১৯৯ ইউএস ডলার। এটি সর্বত্র পাওয়া যাচ্ছে। বইটির প্রকাশনা উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে গতকাল এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বক্তব্য রাখেন ‘মনের মানুষ’-এর পরিচালক গৌতম ঘোষ, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সৈয়দ সালাউদ্দিন জাকী, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশে ছবিটির পরিবেশক হাবিবুর রহমান খান, বইটির গ্রন্থকার আবুল আহসান চৌধুরী, পাক্ষিক ম্যাগাজিন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লুৎফর রহমান রিটন। বইটি প্রকাশ প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, নিঃসন্দেহে বলতে পারি ‘মনের মানুষ’ সকল শ্রেণীর দর্শকের মনের মানুষ হয়েছে। ছবিটি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনা করে আমরা আনন্দিত। এর আগেও আমরা যৌথ প্রযোজনার ছবি করেছি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম, আখন্দ সানোয়ার মোর্শেদ ও শাহ আলম কিরণ, মনের মানুষের অভিনেতা আহসানুল হক মিনু, রোকেয়া প্রাচী, শর্মি, তাথই প্রমুখ। বইটি প্রকাশ সম্পর্কে গৌতম ঘোষ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার জানা নেই ক’টা চলচ্চিত্রের ভাগ্য হয়েছে চিত্রনাট্য ‘বই’ হয়ে প্রকাশ পাওয়া। আমাদের লোক-সংস্কৃতি এতো ব্যাপক সেটা অনুধাবন করা সম্ভব নয়। চলচ্চিত্রটি নিয়ে আমারও অনেক কিছু সমালোচনা রয়েছে। কোথায় কোথায় আমার ভুল হয়েছে সেটা সমালোচনা করা আমার কর্তব্য। সে কারণেই এমন একটি বই প্রকাশের প্রয়োজন ছিল। যেটা দেখে চলচ্চিত্র বোদ্ধারা উপলব্ধি করবেন। উপকৃত হবেন আগামী প্রজন্ম এবং সমালোচনাও তৈরি করতে পারবেন। আমি চেয়েছি মনের মানুষ- এ আনন্দ দিতে, অনুভূতি দিতে। ‘মনের মানুষ’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, আশীর্বাদ চলচ্চিত্র ও রোজবেলী ফিল্মস নেটওয়ার্ক (কলকাতা)। সৈয়দ সালাউদ্দিন জাকী প্রকাশনা সম্পর্কে বলেন, বইটির প্রকাশনা আমাকে খুব নাড়া দিয়েছে। কারণ আমাদের চলচ্চিত্রের চিত্রনাট্যের কোন বই পাওয়া যায় না। প্রযোজকের মূল ভাবনা ধারণ করে চলেছে সাগর। তারই প্রতিফলন ঘটালেন তিনি। এ সময় তিনি ‘মনের মানুষ’ নির্মাতা গৌতম ঘোষকে অনুরোধ করেন প্রয়াত সেলিম আল-দীনকে নিয়ে একটি কাজ করার জন্য। ছবিটি মুক্তি পেয়েছিল দুই বাংলায় একই দিন। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এক যুগান্তকারী সাফল্য। যা আগে ঘটেনি। ‘মনের মানুষ’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই অর্জন করেছিল ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ এ জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্র ক্যাটিগরিতে মর্যাদাপূর্ণ নার্গিস দত্ত পুরস্কার। বইটির সম্পাদক আবুল আহসান চৌধুরী এর প্রকাশনা সম্পর্কে বলেন, লালনকে নিয়ে নির্মিত ‘মনের মানুষ’-এর চিত্রনাট্যের বই সম্পাদনা করতে পেরে আমি গর্বিত। আমি কৃতজ্ঞ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে। এছাড়াও ছবিটি এযাবৎ অর্জন করেছে অসংখ্য পুরস্কার। ছবিটি নিবেদন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। ছবিটি সাফল্যের সঙ্গে দুই বাংলার বিভিন্ন সিনেমা হলে ১০০ দিনেরও বেশি প্রদর্শিত হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালের ৩রা ডিসেম্বর।
No comments