বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে
দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠছে। ভিড়বাট্টা এড়িয়ে আগেভাগে পছন্দের পণ্য কিনতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেলায় আসছেন। গতকাল বৃহস্পতিবার মেলার পঞ্চম দিন বিকেলে গিয়ে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী মেলায় এসেছেন। বিভিন্ন স্টল ঘুরেফিরে দেখে পছন্দের পণ্যটি কিনে ঘরে ফিরছেন। তবে গত রোববার উদ্বোধনের পর আজ প্রথম শুক্রবার থেকেই মেলা
পুরোপুরি জমে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এবারের মেলায় নাভানার দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে করোলা ব্র্যান্ডের মোটরগাড়ি ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করছে। অনেকেই আগ্রহ নিয়ে খোঁজখবর নিচ্ছেন। আর মেলা উপলক্ষে আজকে টয়োটা ব্র্যান্ডের ‘এভানজা’ প্রাইভেট কার নিয়ে আসছে নাভানা।
নাভানা গ্রুপের উপব্যবস্থাপক (বিক্রয়) এস এম রিজভী বলেন, মেলা উপলক্ষে ৫০ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। মেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রামের নাভানার নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকেও এই সুবিধা পাওয়া যাবে।
রিজভী আরও জানান, টয়োটা ব্র্যান্ডের এভানজা ১৩০০ সিসির গাড়ির দাম ২৪ লাখ ২৫ হাজার এবং ১৫০০ সিসির দাম ৩৭ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া করোলা জিএলআই ব্র্যান্ডের ১৫০০ সিসির গাড়ির দাম ৪১ লাখ টাকা।
নাভানা গ্রুপের ফার্নিচারের প্যাভিলিয়নেও অনেক দর্শনার্থীকে ভিড় করতে দেখা যায়। রুচিশীল ক্রেতাদের কথা চিন্তা করে এবারের মেলায়ও বেশ কিছু নতুন আসবাব নিয়ে এসেছে নাভানা। এমনকি ক্রেতাদের আকৃষ্ট করতে ৭ থেকে ১৭ শতাংশ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবারের মেলায় নতুন বেডরুম, সোফা ও ডাইনিং সেট নিয়ে এসেছে নাভানা। এ ছাড়া অফিস টেবিল, চেয়ার, আলমারি, দরজা, কিচেন কেবিনেট, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
নাভানার জ্যেষ্ঠ নির্বাহী সীমা রায় বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হয়েছে। মানুষ আবার কাঠের আসবাবের দিকে ঝুঁকছে। বিষয়টি মাথায় রেখেই বিভিন্ন ধরনের কাঠের আসবাব নিয়ে এসেছি আমরা।’ মেলা উপলক্ষে আনা নতুন সব আসবাব ও মূল্যছাড়ের সুবিধা সারা দেশের বিক্রয়কেন্দ্র থেকে পাওয়া যাবে বলেও জানান তিনি।
অটবির প্রিমিয়ার প্যাভিলিয়নে এবার আছে বিশেষ চমক। মেলা উপলক্ষে ১১০ ধরনের কাঠের নতুন আসবাব নিয়ে এসেছে তারা। দৃষ্টিনন্দন এসব আসবাব কিনলে ক্রেতারা সাত শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন বলে জানান ব্যবস্থাপক মঈনুর রহমান খান।
মঈনুর রহমান আরও জানান, বাণিজ্য মেলা উপলক্ষে নতুন আসবাবপত্র ও মূল্যছাড় সারা দেশের অটবির বিক্রয়কেন্দ্র থেকেও পাবেন ক্রেতারা।
No comments