স্কয়ারের তালিকাভুক্ত দুই কোম্পানির দরপতন
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত। কোম্পানি দুটি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার টেক্সটাইল। নতুন বছরের শুরু থেকেই কোম্পানি দুটির শেয়ারের দামের ঊর্ধ্বগতি ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার এই দুটি কোম্পানির শেয়ারেরই দরপতন ঘটেছে। দিন শেষে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম আগের দিনের এক টাকা ৫০ পয়সা কমে নেমে এসেছে ২৪২ টাকা ১০ পয়সায়। আর স্কয়ার
টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে দুই টাকা ৪০ পয়সা কমে নেমে এসেছে ১২৪ টাকায়। দুই কোম্পানিরই অভিহিত মূল্য ১০ টাকা।
লেনদেন শুরুর আগেই গতকাল স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও মূল কর্ণধার স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। ফলে বিনিয়োগকারীসহ শেয়ারবাজার-সংশ্লিষ্টদের মধ্যেও এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকাল স্কয়ার গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানির দরপতনের পেছনে প্রতিষ্ঠানের কর্ণধারের মৃত্যুর সংবাদটি মনস্তাত্ত্বিক প্রভাব হিসেবে কাজ করে থাকতে পারে। স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের শিল্পায়নের অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত।
পর্যালোচনায় দেখা যায়, বছরের প্রথম কার্যদিবসে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ছিল ২৩৮ টাকা ৯০ পয়সা। বুধবার তা বেড়ে দাঁড়ায় ২৪৩ টাকা ৬০ পয়সায়। ওই দিন কোম্পানিটির প্রায় নয় কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়। সেখানে গতকাল লেনদেন হয়েছে পাঁচ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।
একইভাবে বছরের প্রথম কার্যদিবসে স্কয়ার টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম ছিল ১১৭ টাকা ৮০ পয়সা। বুধবার তা বেড়ে দাঁড়ায় ১২৬ টাকা ৪০ পয়সায়। ওই দিন কোম্পানিটির প্রায় সাড়ে চার কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম কমেছে দুই টাকা ৪০ পয়সা। এদিন কোম্পানিটির দুই কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
No comments