প্রিমিয়ার ক্রিকেট লিগ-মিরপুরে মুশফিক-আলো

প্রথম দুই ম্যাচে শেখ জামালের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। মোহামেডান ও আবাহনীর বিপক্ষে সেই দুই ম্যাচে রান করেছিলেন ১৭ ও ১। কাল ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালকে নেতৃত্ব দিলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। আর তাতেই কি না ব্যাট হাতে নিজেকে ফিরে পেলেন জাতীয় দলের অধিনায়ক। হার না-মানা সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মুশফিক। মিরপুরে তাঁর দল শেখ জামাল ৭ উইকেটে জিতেছে ব্রাদার্সের বিপক্ষে।


ব্যাটসম্যানদের দিনে কাল আরও জিতেছে বিমান ও ওল্ড ডিওএইচএস। বিকেএসপিতে বিমান ৭ উইকেটে সিসিএসকে এবং ফতুল্লায় ওল্ড ডিওএইচএস ৪০ রানে কলাবাগানকে হারিয়েছে। মুশফিকের মতো সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন বিমানের পাকিস্তানি খেলোয়াড় ফয়সাল ইকবালও (১০৪)। ফতুল্লায় সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন আরেক পাকিস্তানি কলাবাগানের রিফাত উল্লাহ (৯৫)। রান পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল (৮৮*) ও রকিবুল হাসান (৮৬) ও জুনায়েদ সিদ্দিকও (৬৭)।
মিরপুরে টস জিতে ফিল্ডিং নেয় ব্রাদার্স। নাজিমউদ্দিন (৪৯) ও নাফিস ইকবালের (১২) উদ্বোধনী জুটিতে ৪৪ রান উঠলেও এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্রাদার্স। পরের ১১৭ রানের মধ্যে পড়ে যায় ৯ উইকেট। শেষ উইকেট জুটিতে সাকের আহমেদ (২৩*) ও রহমান রনির (২০*) ৪৬ রানের সৌজন্যে তবু ২০০ পেরোয় ব্রাদার্স। জবাবে ১৬ রানের মাথায় এক বলের ব্যবধানে শামসুর রহমান ও মেহরাব জুনিয়রকে হারায় শেখ জামাল। এর পরই ভারতের দীপক জুনের (৭২) সঙ্গে মুশফিকুরের ১৩২ রানের জুটি। ১২৪ বলে ১০৫ রান করা মুশফিকুর ফিরে যেতে পারতেন ৩৮ রানেই। কিন্তু তানভির আহমেদের বলে স্কয়ার লেগে ক্যাচটা নিতে পারেননি নাজিমউদ্দিন। এক বল পর আকিল আহমেদ ক্যাচ ছেড়েছেন দীপকেরও। তিন ম্যাচে জামালের এটা দ্বিতীয় জয়, ব্রাদার্সের দ্বিতীয় হার।
ফতুল্লায় অধিনায়ক আশরাফুলের ব্যাটিং ও ফয়সাল হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। আশরাফুল, নাসির জামসেদ (৫৪) ও ফয়সালের (৪১) ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে ২৪৮ রান করে ডিওএইচএস। এরপর ফয়সাল নেন ৪৫ রানে ৫ উইকেট। কলাবাগান অলআউট ২০৮ রানে।
বিকেএসপিতে সিসিএসের ২৭৩ রান টপকে পাওয়া জয়টি যেমন বিমানের প্রথম, তেমনি সিসিএসের প্রথম হারও। দুই চার আর তিন ছক্কায় ৯১ বলে ৮৬ করেছেন সিসিএসের অধিনায়ক রকিবুল। ২৯ বল হাতে রেখেই বিমান জেতে ৭ উইকেটে। রান পেয়েছেন বিমানের প্রায় সব ব্যাটসম্যানই। ফয়সালের সেঞ্চুরির পাশে ফিফটি করেছেন জুনায়েদ সিদ্দিক।

সং ক্ষি প্ত স্কো র
শেখ জামাল-ব্রাদার্স
ব্রাদার্স: ৫০ ওভারে ২০৭/৯ (নাজিমউদ্দিন ৪৯, আফতাব ২৬, সাকের ২৩*, সোহেল তানভির ২৩, রনি ২০*; আরাফাত ৩/২২, আরিফুল ২/২৩)। শেখ জামাল: ৪৪.২ ওভারে ২১১/৩ (মুশফিকুর ১০৫*, দীপক ৭২; সোহেল তানভির ২/৩২)।
ফল: শেখ জামাল ৭ উইকেটে জয়ী।

বিমান-সিসিএস
সিসিএস: ৫০ ওভারে ২৭৩/৮ (রকিবুল ৮৬, সুলেমান ৬৪, জুবায়ের ৩৪; রেজাউল ৩/৪০, কাশিফ ২/৩৮, ফাওয়াদ ২/৬৮)। বিমান: ৪৫.১ ওভারে ২৭৬/৩ (ফয়সাল ইকবাল ১০৪*, জুনায়েদ ৬৭, কাশিফ ৪৪, অভিষেক ৩০, ফাওয়াদ ২৫*)।
ফল: বিমান ৭ উইকেটে জয়ী।

ওল্ড ডিওএইচএস-কলাবাগান
ওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৪৮/৫ (আশরাফুল ৮৮*, জামশেদ ৫৪, ফয়সাল ৪১, তানভীর ২২*; রকিবুল ২/৫৪)। কলাবাগান: ৪৭.১ ওভারে ২০৮ (রিফাত ৯৫, নাসিরউদ্দিন ৪০; ফয়সাল ৫/৪৫, এনামুল ৩/২৫)।
ফল: ওল্ড ডিওএইচএস ৪০ রানে জয়ী।

No comments

Powered by Blogger.