‘যে যেখানে আছি ভাই ময়মনসিংহ বিভাগ চাই’

ময় ঠিক দুপুর ১২টা। হঠাৎ সারা শহরে বাঁশির আওয়াজ। রিকশাসহ সব যানবাহনের চাকা মুহূর্তেই থেমে গেল। শিক্ষক-শিক্ষার্থী ক্লাস ছেড়ে ও বিভিন্ন পেশার মানুষ কর্মস্থল থেকে সড়কে বেরিয়ে এলেন। ঠিক ১০ মিনিট পর আবারও সেই একই বাঁশি। সবকিছু আগের অবস্থায় ফিরে গেল। এ চিত্রটি ছিল গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত। সারা শহরের মানুষ এভাবেই ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের পূর্বঘোষিত ১০ মিনিট কর্মবিরতি কর্মসূচির সঙ্গে


একাত্মতা পোষণ করেন। ‘যে যেখানে আছি ভাই, ময়মনসিংহ বিভাগ চাই’ স্লোগানে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে কর্মবিরতির কারণে ১০ মিনিট স্থবির হয়ে পড়ে ময়মনসিংহ শহর।
বিভাগ বাস্তবায়ন, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, শিক্ষা বোর্ড স্থাপন, ব্রহ্মপুত্র নদ খনন, আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ১০ দফা দাবিতে ওই কর্মসূচি ডাকা হয়। এতে শহরের সব স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী-ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি চলাকালে গাঙ্গিনারপাড় মোড়ে বক্তৃতা করেন নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নূরুল আমিন, সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির প্রমুখ। একই সময় জেলা পরিষদের সামনে আরেক সমাবেশে বক্তব্য দেন নাগরিক আন্দোলনের সহসভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী দুজনেই বিগত সময় জনসভায় ময়মনসিংহকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ৩১ জানুয়ারির মধ্যে বিভাগের দাবি মানা না হলে ফেব্রুয়ারিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তা ছাড়া বিভাগের আগে সিটি করপোরেশন ঘোষণা করা হলে তা প্রত্যাখ্যান করা হবে বলেও তাঁরা জানান।

No comments

Powered by Blogger.