সিরিয়ায় গণবিক্ষোভে 'নেইল বোমা' ব্যবহারের অভিযোগ
আরব লীগ পর্যবেক্ষকদের উপস্থিতিতেই সিরিয়ার বিভিন্ন শহরে সরকারবিরোধী কমপক্ষে আড়াই লাখ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে। এ সময় হোমস শহরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়। তবে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর লক্ষাধিক মানুষ আসাদবিরোধী বিক্ষোভ করে। এদিকে আরব লীগের পর্যবেক্ষকরা দেশটির বিভিন্ন শহরে পরিস্থিতি
পর্যবেক্ষণ করছেন। বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জন নিহত হয়। খবর : বিবিসি, আলজাজিরা, এএফপি।
সিরিয়ায় বিদ্রোহী সেনারা বলছে, দেশে আরব লীগের পর্যবেক্ষক দল থাকার সময় তারা সরকারি বাহিনীর ওপর হামলা স্থগিত রাখবে। পর্যবেক্ষকদের কাজ হচ্ছে আরব লীগের সঙ্গে সিরিয়া সরকারের সমঝোতা চুক্তির বাস্তবায়ন সরেজমিনে দেখা। তবে এই পর্যবেক্ষক দলের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। মানবাধিকারকর্মীরা অভিযোগ করেন, বিক্ষোভ দমাতে দুমা শহরে সেনাবাহিনী নেইল বোমা ব্যবহার করছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার কর্মীরা জানান, নেইল বোমায় কমপক্ষে ২৪ জন আহত হয়। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গতকালের গণবিক্ষোভকালে দুমা শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দেশটিতে আরব লীগের পর্যবেক্ষক দলের উপস্থিতির মধ্যেই এ বিক্ষোভ হয়। বিশ্লেষকরা বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতি বিক্ষোভকারীদের আরও সাহস জুগিয়েছে।
এদিকে মানবাধিকারকর্মীরা জানান, বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪০ জন নিহত হয়। পর্যবেক্ষক দলের সদস্যরা পরিদর্শন করবেন এমন সম্ভাব্য এলাকাগুলোতে সরকারবিরোধীরা গতকাল জড়ো হলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আরব লীগের মিশন বিক্ষোভকারীদের জন্য আলোকবর্তিকা নিয়ে এসেছে। তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হামস শহরে পর্যবেক্ষক দলের উপস্থিতি বিক্ষোভকারীদের ভয় ভেঙে দিয়েছে।
মানবাধিকারকর্মীরা জানান, সিরিয়ায় গত সোমবার পর্যবেক্ষক দলের আগমনের পর থেকে কমপক্ষে ১৪০ বিক্ষোভকারী নিহত হয়। জাতিসংঘ এ মাসের প্রথম দিকে জানায়, গত মার্চে শুরু হওয়া বিক্ষোভে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে।
সিরিয়ায় বিদ্রোহী সেনারা বলছে, দেশে আরব লীগের পর্যবেক্ষক দল থাকার সময় তারা সরকারি বাহিনীর ওপর হামলা স্থগিত রাখবে। পর্যবেক্ষকদের কাজ হচ্ছে আরব লীগের সঙ্গে সিরিয়া সরকারের সমঝোতা চুক্তির বাস্তবায়ন সরেজমিনে দেখা। তবে এই পর্যবেক্ষক দলের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। মানবাধিকারকর্মীরা অভিযোগ করেন, বিক্ষোভ দমাতে দুমা শহরে সেনাবাহিনী নেইল বোমা ব্যবহার করছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার কর্মীরা জানান, নেইল বোমায় কমপক্ষে ২৪ জন আহত হয়। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গতকালের গণবিক্ষোভকালে দুমা শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দেশটিতে আরব লীগের পর্যবেক্ষক দলের উপস্থিতির মধ্যেই এ বিক্ষোভ হয়। বিশ্লেষকরা বলেন, পর্যবেক্ষকদের উপস্থিতি বিক্ষোভকারীদের আরও সাহস জুগিয়েছে।
এদিকে মানবাধিকারকর্মীরা জানান, বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪০ জন নিহত হয়। পর্যবেক্ষক দলের সদস্যরা পরিদর্শন করবেন এমন সম্ভাব্য এলাকাগুলোতে সরকারবিরোধীরা গতকাল জড়ো হলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আরব লীগের মিশন বিক্ষোভকারীদের জন্য আলোকবর্তিকা নিয়ে এসেছে। তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হামস শহরে পর্যবেক্ষক দলের উপস্থিতি বিক্ষোভকারীদের ভয় ভেঙে দিয়েছে।
মানবাধিকারকর্মীরা জানান, সিরিয়ায় গত সোমবার পর্যবেক্ষক দলের আগমনের পর থেকে কমপক্ষে ১৪০ বিক্ষোভকারী নিহত হয়। জাতিসংঘ এ মাসের প্রথম দিকে জানায়, গত মার্চে শুরু হওয়া বিক্ষোভে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে।
No comments