ফিরে দেখা by ইমরান রহমান
বিখ্যাত ওয়েলশ কবি ও লেখক ডিলান মার্লিয়ান থমাস ১৯৫৩ সালের ৯ নভেম্বর মাত্র ৩৯ বছর বয়সে নিউইয়র্কে পরলোক গমন করেন। তার জন্ম হয় ১৯১৪ সালের ২৭ অক্টোবর যুক্তরাজ্যের সাউথ ওয়েলসে। মূলত ইংরেজি লেখক ছিলেন তিনি। কবিতার পাশাপাশি ছোটগল্প, নাটক ও সিনেমার কাহিনী লিখতেন তিনি। এছাড়া ভরাট সুললিত কণ্ঠ তার ব্যক্তিত্বে আলাদা মাত্রা যোগ করেছিল। তার পিতা ডেভিড জন থমাস স্থানীয় গ্রামার স্কুলে ইংরেজি সাহিত্য পড়াতেন।
মা হান্না থমাস সেলাইয়ের কাজ করতেন। ডিলানের শৈশবের অধিকাংশই কাটে সোয়ানসোতে। গ্রীষ্মে গ্রামে খালাদের বাড়িতে বেড়াতে যেতেন। তার ছোটগল্পে সোয়ানসি শহরেরও গ্রামীণ জীবনের বৈশাদৃশ্যের নিপুণ চিত্র ফুটে উঠেছে। আন্ডার মিল্ক উড তার একটি বিখ্যাত নাটক। মৃত্যু পথযাত্রী বাবার উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা ডু নট গো জেন্টল টন টু দ্যাট গুড নাইট বিশ্বসাহিত্যের একটি অমূল্য রত্ন। ফার্ন হিল তার আরেকটি বিখ্যাত কবিতা। ১৯২৫ সালে ডিলান সোয়ানসি গ্রামার স্কুলে ভর্তি হন। ১৯৩৬ সালে নৃত্যশিল্পী ক্যাটলিন ম্যাকনামারার সঙ্গে তার পরিচয় ঘটে। ডিলান তাকে বিয়ের প্রস্তাব দেন। ১৯৩৭ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। পানাসক্ত ডিলান ১৯৫৩ সালের এইদিনে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে মস্তিষ্কে রক্তক্ষরণ তার মৃত্যুর কারণ বলে দাবি করা হলেও মাত্রাতিরিক্ত মদ্য পানেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
No comments