কী হয়েছে তামিমের!

কী হয়েছে তামিমের? বাংলাদেশ ওপেনারের হাসিখুশি মুখটা কোথায় উধাও হয়ে গেল? ব্যাটিংয়ের সেই আগ্রাসী ভাবটা কোথায় হারিয়ে গেল? বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মনে কমন এ প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। 'রান পাচ্ছি না... রান পেলেই সব ঠিক হয়ে যাবে।' তামিম না বললেও সমর্থকরা জানেন রান পেলেই মুখে আবার হাসি ফিরবে। কিন্তু রান কেন আসছে না, এর আগে এতটা সংগ্রাম তো তামিমকে কখনোই করতে হয়নি।


তাহলে কি পর্দার আড়ালে কিছু হচ্ছে? গত কয়েকদিনের খবর, মাঠের বাইরেও কিছু কিছু ব্যাপারে তামিম মানসিকভাবে আঘাত পেয়েছেন। টি২০ ম্যাচে হাঁটু ব্যথার কারণে খেলতে পারেননি। কিন্তু ফিজিও বলেছিলেন, হাঁটুতে তেমন কোনো সমস্যা নেই, তামিম নিজেই খেলার আত্মবিশ্বাস পাচ্ছেন না। এর আগেও ঘাড়ে ব্যথা আছে বলে জাতীয় লীগ খেলেননি তামিম, যা শুনে ভালো লাগেনি বিসিবি সভাপতির। দ্বিতীয় ওয়ানডের পর কোচ, বিসিবি এবং বিসিবির দুই পরিচালককে ডেকে তিনি অফ ফর্মে থাকা তামিমকে দলের বাইরে রাখার কথা বলেন। রুদ্ধদ্বার সে মিটিংয়ের খবর তামিমের কানে গেলে মনে কষ্ট পান তিনি। এমনকি তৃতীয় ওয়ানডেও না খেলার সিদ্ধান্ত নেন। পরে টিম ম্যানেজমেন্টের অনুরোধে ম্যাচটি খেললেও প্রথম বলেই বোল্ড হয়ে যান। বিসিবির কারও কারও ধারণা, সব মিলিয়ে ম্যাচের দিকে মনসংযোগ দিতে পারছেন না তামিম।

No comments

Powered by Blogger.