বিদ্যার জাদু by ফয়সাল আহমেদ

লিউডের ছবিগুলো বরাবরই নায়কপ্রধান। এখানে নায়িকা নিয়ে যেন কারও কোনো মাথাব্যথা নেই। তাই নায়করা ছবিপ্রতি ২০ থেকে ৫০ কোটি রুপি পেলেও নায়িকাদের মাত্র ২ থেকে ৪ কোটি রুপি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অবশ্য এ ক্ষেত্রে ব্যতিক্রম একজনকে এতদিনে খুঁজে পেয়েছে বলিউড। তিনি বিদ্যা বালান। তার ছবিতে নায়ক না থাকলেও যেন চলে! ব্যবসাসফল কিংবা দর্শকপ্রিয়তা পেতে বিদ্যা একাই নাকি যথেষ্ট!


'ইশকিয়া', 'নো ওয়ান কিল্ড জেসিকা'য় এর প্রমাণ পাওয়া গেছে আগেই। আর গত ২ ডিসেম্বর মুক্তি পাওয়া 'দ্য ডার্টি পিকচার' ছবির মাধ্যমে কথাটা একপ্রকার প্রতিষ্ঠিতই হয়ে গেল। 'দ্য ডার্টি পিকচার'-এর প্রথম তিন দিনে আয় হয়েছে ২৫ কোটি রুপির ওপরে। নায়িকাপ্রধান ছবিও যে বলিউডের বক্স অফিসে হিট হতে পারে, তা তো বিদ্যাই দেখিয়ে দিলেন। এর প্রতি শোতেই প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ দর্শক উপস্থিতি ছিল। এসব দেখে বিদ্যা বেজায় খুশি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'দর্শকদের ছবিটা যে ভালো লেগেছে তা বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে, আমি সার্থক।' সত্যিই তো বিদ্যা বালান অভিনীত ছবিতে নায়কের প্রয়োজন নেই। সে জন্যই তাকে এখন ডাকা হচ্ছে 'নারী আমির খান'! চলচ্চিত্র বিশ্লেষকরা যতই বিদ্যাকে আমির খানের সঙ্গে তুলনা করুন, তার ইচ্ছা শাহরুখ খানের সঙ্গে ছবি করা। এ নিয়ে বিদ্যা হাসতে হাসতে বলেন, 'শাহরুখ খানের সঙ্গে ডার্টি [পড়ূন রোমান্টিক] হতে চাই। কারণ তিনিই আমার স্বপ্নের নায়ক।'
২ ডিসেম্বর ছিল সিল্ক স্মিথার জন্মদিন। আর তার জীবন কাহিনী নিয়েই 'দ্য ডার্টি পিকচার' ছবির গল্প। কে না জানে, আশির দশকে স্বল্পবসনা হয়ে পর্দায় এসে ঝড় তুলেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে ৩২ বছর বয়সী বিদ্যা বলেন, 'যতটুকু খোলামেলা না হলেই নয়, আমি ঠিক ততটুকুই কাজ করেছি এ ছবিতে। চরিত্রের বাইরে এমন কোনো দৃশ্যে অভিনয় করিনি, যা দেখে দর্শক আমাকে কুনজরে দেখতে পারে। আবার ছবির চুম্বন দৃশ্যগুলো যাতে এক টেকেই ওকে হয়ে যায় সেদিকেও খেয়াল রেখেছিলাম। তবে আমি মনে করি, যাদের বয়স আঠারো বছরের ওপরে শুধু তাদেরই ছবিটি দেখা উচিত।'
'দ্য ডার্টি পিকচার' ছবির রগরগে দৃশ্যে বিদ্যা বালানকে দেখা গেছে বলেই এত মাতামাতি হচ্ছে। কারণ দর্শক এতদিন তাকে জানতেন পরিপাটি ভদ্র নায়িকা হিসেবে। কিন্তু ছবি মুক্তির আগে বাপ্পি লাহিড়ি আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'উলালা' গানের সঙ্গে তার সাহসী অঙ্গভঙ্গি দেখে অনেকের চোখ প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে, এটা বিদ্যা! তার মা-বাবার ক্ষেত্রেও নাকি এমন হয়েছিল। তবে তারা মেয়ের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন। অবশ্য এত অন্তরঙ্গ দৃশ্য কোনোভাবেই মেনে নিতে পারেননি বিদ্যার কথিত মনের মানুষ সিদ্ধার্থ রায় কাপুর [প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি মোশন পিকচার্সের অন্যতম স্বত্ত্বাধিকারী]। তিনি ছবি মুক্তির আগে একতা কাপুর এবং বিদ্যার কাছে অনুরোধ করেছিলেন যেন কিছু অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়া হয়। কিন্তু সেটা আর হয়নি। বিদ্যা জানান, 'সিদ্ধার্থ আমার ভালো বন্ধু। কিন্তু ইদানীং কিছু লোক তাকে আমার মনের মানুষ হিসেবে আখ্যায়িত করছেন, যা মিথ্যা। আর আগেই বলেছি গল্পের প্রয়োজন ছাড়া এখানে এমন দৃশ্য নেই, যা বাদ দেওয়া যায়।'
ছবিটি মুক্তির আগে ভারতের সব টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে অংশ নিয়ে হাড়খাটুনি কষ্ট করেছেন বিদ্যা। এর আগে ছবিটিতে অভিনয়ের জন্য তাকে প্রায় দশ কেজি ওজন বাড়াতে হয়েছে। শরীরে ওজন বাড়ার কারণে বিদ্যার সমস্যাও হয়েছে অনেক। একটি দৃশ্যে দেখা গেছে, নাসিরুদ্দিন শাহ আর তিনি গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে পড়ছেন। তখন নাকি বিদ্যা বুঝেছেন মোটা হওয়ার কী জ্বালা। এ ছাড়া ছবিতে ইমরান হাশমি তাকে 'মোটি' বলে সম্বোধন করেছেন। তাই বিদ্যাকে যখন প্রশ্ন করা হলো, মোটি বললে আপনার খারাপ লাগে না? তখন 'পরিণীতা' দিয়ে বলিউডে আসা এই অভিনেত্রীর উত্তরটা ছিল বেশ মজার। 'মোটি ডাকটা আমার বেশ প্রিয়। কারণ ছোটবেলায় খুব মোটা ছিলাম। এমন মোটা যে মা আমাকে কোলে নিত পারত না! তাই মোটি ডাক শুনলে আমার খারাপ লাগে না।' ছবিতে কে বেশি ডার্টি? ইমরান হাশমি, নাসিরউদ্দিন শাহ না তুষার কাপুর। বিদ্যার সাবলীল উত্তর_ 'আমি নিজেই সবচেয়ে বেশি ডার্টি!'
বিদ্যার বন্ধুদের খুব পছন্দের নায়ক ইমরান হাশমি। আর ইমরানের সঙ্গে এটাই তার প্রথম ছবি। এতে অভিনয়ের পর বন্ধুমহলের সবাই বিদ্যার কাছে জানতে চেয়েছিল ইমরান মানুষ হিসেবে কেমন? তিনি জানান, 'দুষ্ট প্রকৃতির। তবে খুব মজার। খুব গম্ভীর হয়ে এমন সব মজার কথা বলে, যা শোনার পর হাসতে হাসতে খুন হতে হয়!' ছবিতে অভিনয় করতে গিয়েও নাকি বিদ্যা বালান এতটা হেসেছেন যে, অনেক দৃশ্য আছে যার দৃশ্যায়ন করতে অনেক সময় লেগেছে। 'আগের দিনের ছবিগুলোতে দেখা যায়, হঠাৎ গান শুরু হয়ে গেছে। আর তা দেখে আমরা অনেক হাসতাম।'
এদিকে 'দ্য ডার্টি পিকচার' দেখার পর বলিউডের প্রথম সারির তারকারা বিদ্যাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এ তালিকায় আছেন অমিতাভ, শাহরুখ থেকে শুরু করে করণ জোহরের মতো নামিদামি তারকারা। সবাই ছবিতে বিদ্যার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। এত প্রশংসা আর সুনাম কুড়ানোর ফলে বিশ্লেষকরা মনে করছেন, সব পুরস্কারই নাকি বিদ্যা আর তার 'দ্য ডার্টি পিকচার' নিয়ে যেতে পারে। ভারতীয় ঔপন্যাসিক শোভা দে এরই মধ্যে বলে দিয়েছেন, 'আমার ধারণা বিদ্যাই সব পুরস্কার পাবে!'
এদিকে 'ডার্টি পিকচার'-এর সাফল্যের পর তার পারিশ্রমিক এখন প্রায় দ্বিগুণ। আগে ছবিপ্রতি তিনি পারিশ্রমিক নিতেন দেড়-দুই কোটি রুপি। কিন্তু ফারহান আখতারের সঙ্গে 'পেয়ার কে সাইড ইফেক্টস' ছবির পরবর্তী পর্ব 'শাদি কি সাইড ইফেক্টস'-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ছবিপ্রতি তাকে এখন থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক দিতে হবে। অবশ্য তার আগেই তিনি অভিনয় করে ফেলেছেন 'কাহানি' নামের ছবিতে। এবার তাকে দেখা যাবে স্বামীকে খুঁজে বেড়ানো অন্তঃসত্ত্বা এক নারীর ভূমিকায়। এর পোস্টারের ওপরে শুধু একটা নামই লেখা_ বিদ্যা বালান!

No comments

Powered by Blogger.