ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ ও বিকশিত করে : বাদশাহ আব্দুল্লাহ
ভারতের
রাজধানী নয়াদিল্লিতে ইসলামিক হেরিটেজ, প্রমোটিং আন্ডারস্টান্ডিং অ্যান্ড
মডারেশন শীর্ষক সম্মেলনে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেন, ধর্মীয় মতবাদের
সঙ্গে যেন মানবতার সংযোগ থাকে। ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ, বিকশিত করে।
যে মতবাদ ঘৃণা ছড়ায়, তাকে প্রত্যাখ্যান করা উচিত সবার। তিনি আরো বলেন,
অশান্তির বিরুদ্ধে সবাইকে সঙ্গে নেওয়াই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
মিডিয়াকে তিনি ঘৃণা-বিদ্বেষকে বিন্দুমাত্র স্থান না দেওয়ার আহ্বান জানান।
টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘৃণা-বিদ্বেষের ভাবনা মুছে ফেলতে হবে।
যারা ধর্মের নাম নিয়ে হিংসা ছড়ায়, তাদেরকে চিহ্নিত এবং প্রত্যাখ্যান করতে
হবে। ধর্মীয় বিশ্বাস আমাদেরকে হিংসা শেখায় না বরং হিংসার বিরুদ্ধে বিকাশের ও
সমৃদ্ধির পথে চালিত করে। জর্ডানের রাজা তিন দিনের ভারত সফরের উদ্দেশে
মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে পৌঁছান। প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাকে
আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার
ভারতের প্রধানমন্ত্রী ও জর্ডানের রাজার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ সময়
উভয় দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষ আলোচনা
হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে প্রতিরক্ষাসহ ১২টি চুক্তি সই হয়।
No comments