সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সেই খুদে বোলারের আবদার
এক
খুদের বোলিং অ্যাকশন সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। তার নাম হাসান
আখতার। বয়স মাত্র ৬ বছর। পাঞ্জাবের চিচাওয়াতনি জেলার বাসিন্দা। তার
বোলিংয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর ওয়াসিম আকরাম নিজে প্রশংসা করেছেন। এরপর
থেকেই ছোট্ট ছেলেটি এক রাতের মধ্যেই বিখ্যাত হয়ে গেছে।
এই বিস্ময় বালক
জানিয়েছে, তার আদর্শ ওয়াসিম আকরাম। গত কয়েকদিন ধরে তার ভিডিও'র মাধ্যমে
পুরো সোশ্যাল মিডিয়া দেখেছে, কীভাবে বাঁ-হাতি হাসানের এক-একটা ডেলিভারি
দেয়ালে বুলেটের মত আছড়ে পড়ছে। একটি স্টাম্প রেখে বল করে ৬টি ডেলিভারির
মধ্যে কমপক্ষে তিনবার সে উইকেটে হিট করেছে। যা দেখে অনেকে তাকে ‘খুদে
ওয়াসিম আকরাম’ বলে চিহ্নিত করেন। এমনকী, হাসানের প্রশংসায় মুখ খোলেন স্বয়ং
‘সুলতান অফ সুইং’ ওয়াসিম আকরামও। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম হাসানের
সাথে তার বাড়ি গিয়ে কথা বলে। খুদে জানায়, নিজের অ্যাকশন ঠিক করার জন্য সে
নিয়মিত চার-ঘণ্টা বল করে। তার ভাষ্য, 'আমি স্কুলে প্রথম থেকেই ক্রিকেট
খেলি। আমার প্রিয় ক্রিকেটার ওয়াসিম আকরাম। তাকে দেখেই আমি অনুপ্রাণিত
হয়েছি।' হাসান জানায়, তার আইডল ওয়াসিম আকরাম যদি তাকে কোচিং করায়, তাহলে সে
নিজেকে ভাগ্যবান বলে মনে করবে। জানা গেছে, পেশায় কৃষক হাসানের বাবা তার
ছেলেকে সবসময় ক্রিকেট খেলায় উৎসাহ দেন। ছোট বয়স থেকেই যে হাসানের বোলিংটা
ভালো, তা জানেন তিনিও। বলেন, হাসানের বল তার চেয়ে বয়সে বড় ক্রিকেটাররাও ভয়
পায়। এলাকায় ইতোমধ্যেই পেস সেনসেশন হয়ে উঠেছে ছয় বছরের এই বালক।
No comments