ভারী তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ
ভারী
তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশিরভাগ অংশের জনজীবন। বৈরী
আবহাওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায় এরইমধ্যে নিহতের সংখ্যা ৫৫ জনে ঠেকেছে।
পোল্যান্ডেই মারা গেছেন ২১ জন; তাদের মধ্যে অনেকেই প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও
খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেছিলেন।
শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি
অনলাইন জানিয়েছে, হিমবাহ ও ভারী তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে
রাস্তা-ঘাট, রেল পরিসেবা এবং স্কুল বন্ধ রাখা হয়েছে। এর প্রভাবে বাতিল
হয়েছে বিভিন্ন বিমানবন্দরের কয়েকশ' ফ্লাইট। অস্বাভাবিক ঠাণ্ডার প্রকোপ
অনুভূত হচ্ছে ভূমধ্যসাগরের দক্ষিণেও। এরইমধ্যে এ নিয়ে সতর্কতা জারি করেছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা বলছে, এই তীব্র ঠাণ্ডায়
হতদরিদ্র, গৃহহীন ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর একটা বড় বিপদ আসছে। কারণ
আশ্রয়ের অভাবে তারা খোলা আকাশের নিচেই থাকছেন। ফলে প্রচণ্ড ঠাণ্ডায় এসব
লোকজন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে
বলা হয়েছে, যারা ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন, বিশেষ করে বয়স্ক ও শিশুরা এবং
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি বা যাদের শারীরিক ও মানসিক সমস্যা
রয়েছে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তুষারপাতের প্রকোপ বেড়ে
যাওয়ায় বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের কার্যক্রম
বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে তুষার সরিয়ে ফের বিমানবন্দরের
কার্যক্রম চালু করা হয়। অপরদিকে ফ্রান্সের মনপেল্লিয়ের শহরের কাছে একটি
সড়কে প্রায় দুই হাজার গাড়ি নিয়ে আটকা পড়েন চালকরা। বেশিরভাগ চালকই অভিযোগ
করেছেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের রাস্তায় আটকা থাকতে হয়েছে।
No comments