আফরিনে তুর্কি অভিযানের দ্বিতীয় অধ্যায় শুরু
সিরিয়ার
আফরিনে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ওয়াইপিজি সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্কের
'অপারেশন অলিভব্রাঞ্চ'র দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। শুক্রবার আফরিনের রাজু
সেন্টারে এ অভিযান শুরু করে তুর্কি সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি
(এফএসএ)। খবর ডেইলি সাবাহর। তুরস্ক ঘোষিত সন্ত্রাসী সংগঠন ওয়াইপিজি এর
বিরুদ্ধে গত জানুয়ারি থেকে আফরিনে সামরিক অভিযান শুরু করে তুরস্ক।
ইতিমধ্যে
তুর্কি বাহিনী ওয়াইপিজি থেকে বেশকিছু এলাকা মুক্ত করেছে। তারা আফরিনের
উত্তর-পশ্চিম এলাকা ইলদিব প্রদেশ থেকে আলেপ্পো শহরের আজাজ এলাকার মধ্যে
নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করেছে। এই এলাকা দিয়েই তুর্কির সঙ্গে
সড়কপথে যোগাযোগ রক্ষা করছে দেশটির সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি।
অভিযানের দ্বিতীয় অধ্যয়ে শুক্রবার সিরিয়ার অটমানলি, মাসকানলি এবং মামালি
গ্রাম মুক্ত করে তুর্কি বাহিনী। ওই তিন গ্রাম মুক্ত করার পর ওয়াইপিজি
সন্ত্রাসীরা রাজু সেন্টারে আশ্রয় নেয়। এরপরই রাজু সেন্টারে অভিযান শুরু করে
তুর্কি বাহিনী। তুর্কি বাহিনী কর্তৃক গঠিত বিশেষ বাহিনীকে সেখানে মোতায়েন
করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ওই এলাকাও ওয়াইপিজি থেকে মুক্ত করা হবে
বলে তুর্কি সেনারা ঘোষণা দিয়েছে।
No comments