মাটির নিচে বিদ্রোহী, উপরে সেনা, মাঝে জনগণ
সিরিয়ার
পূর্ব ঘৌটায় মাটির নিচে সুড়ঙ্গ ঘাঁটি তৈরি করে সেখানে অবস্থান করছে হাজার
হাজার বিদ্রোহী। গোপন এসব সুড়ঙ্গ ব্যবহার করেই যাতায়াত করছে, তথ্য
আদান-প্রদান করছে, যুদ্ধ সরঞ্জাম এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছে দিচ্ছে।
ঘৌটায় এখন চার বিদ্রোহী দলের ২০ হাজারেরও বেশি সরকারবিরোধী বিদ্রোহী
রয়েছে।
এদের মধ্যে সৌদি সমর্থিত ‘আর্মি
অব ইসলাম’র সদস্য সংখ্যা ১০ হাজার। কাতার ও তুর্কি সমর্থিত ‘ফাইলাক
আল-রাহমান’র ৮ হাজার। ‘আহ্রার আল-শাহ’র ১২শ’ ও ‘লেভান্ত লিবারেশন কমিটি’র
৬শ’ বিদ্রোহী সেনা সদস্য রয়েছে। অন্যদিকে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে
প্রতিষ্ঠিত সেনাঘাঁটিতে আরও ৬০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আল-তানাফ
এলাকায় প্রতিষ্ঠিত সেনাঘাঁটিতে সাঁজোয়া যানসহ সম্প্রতি ৬০০ মার্কিন সেনা
প্রবেশ করেছেন। দুই বছর আগে দামেস্কের অনুমতি ছাড়া ওই সেনাঘাঁটি নির্মাণ
করে যুক্তরাষ্ট্র এবং সেনাঘাঁটির আশপাশের ৫৫ কিলোমিটার এলাকা দখল করে
রেখেছে। আল-তানাফ এলাকায় মার্কিন সেনারা বিদ্রোহীদের প্রশিক্ষণও দিচ্ছেন।
সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায়
প্রায় ২০টি সামরিকঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : দৈনিক ইয়েনি অ্যাকিত, রিয়া নোভোস্তি ,পালমিরা মনিটর, স্পুৎনিক
সূত্র : দৈনিক ইয়েনি অ্যাকিত, রিয়া নোভোস্তি ,পালমিরা মনিটর, স্পুৎনিক
No comments