শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই তা ধ্বংস করে দিবে ‘বাভার-৩৭৩’
ইরানের
তরুণ বিজ্ঞানীদের উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা ব্যবস্থা ‘বাভার-৩৭৩’ রাশিয়ার এস-৩০০ ব্যবস্থার চেয়েও বেশি
কার্যকর বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর খতামুল আম্বিয়া (সাঃ) বিমান
প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি।
শুক্রবার
ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের এক সামরিক অনুষ্ঠানে তিনি এ দাবি
করেন। তিনি জানান, ইরানি বিজ্ঞানীরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের
দিক দিয়ে উন্নত বিশ্বের কাতারে স্থান করে নিয়েছেন। অনুষ্ঠানে ইরানের এ
ব্যবস্থার সাথে তুলনা করার জন্য রাশিয়ায় তৈরি এস-২০০ ও এস-৩০০ ক্ষেপণাস্ত্র
ব্যবস্থার নমুনা প্রদর্শন করা হয়। ইরানে তৈরি বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে চলমান যেকোনো ক্ষেপণাস্ত্র ও বিমানকে শনাক্ত করে
তা ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে এ ব্যবস্থা সব ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ
ক্ষেপণাস্ত্রসহ দূরপাল্লার যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে অত্যন্ত
কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত একই ধরনের ক্ষেপণাস্ত্রের মতো
বাভার-৭৩৭ ব্যবস্থায়ও রয়েছে অত্যাধুনিক রাডার, যা আগেভাগেই শত্রুর
নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা শত্রুর যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে। এরপর সেই
ক্ষেপণাস্ত্র বা বিমান লক্ষ্য করে এই ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
করে আকাশেই সেগুলো ধ্বংস করা সম্ভব।
No comments