কেনিয়ায় ভুল রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার, চিকিৎসক বরখাস্ত
মস্তিষ্কে
রক্ত জমাট বেধেছে এমন এক রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসক
ভুল করে মাথা ফুলে গেছে এমন এক রোগীর অস্ত্রোপচার করে বসে আছেন। অথচ তার
কিনা কাটা-ছেঁড়ার নিচে যাওয়ারই কথা ছিল না। খবর গার্ডিয়ান অনলাইনে। কেনিয়ার
সবচেয়ে বড় হাসপাতালটিতে এই কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। বিভৎস্য এ কাহিনী
দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেকেই স্তম্ভিত হয়ে
যাওয়ার কথা জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক, দুই নার্স ও
অনুভূতিনাশক প্রয়োগকারীকে বরখাস্ত করা হয়েছে। এই কেলেঙ্কারির পর হাসপাতালের
প্রধান নির্বাহী কর্মকর্তাকেও বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সিসিলি
কারিউইকি। দেশটির দ্য ডেইলি নেশন পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা
হয়েছে, রোববার দুই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের মস্তিষ্কে রক্ত
জমাট বেধে গেলে তা অপসারণে অপারেশন করতে হতো। আর অন্যজনের মাথা ফুলে
গিয়েছিল। তাকে ওষুধ দিলেই ভাল হয়ে যেতেন।
পত্রিকার খবরে বলা হয়, অপারেশনের
কয়েক ঘণ্টা পর চিকিৎসক বুঝতে পারেন, তারা ভুল লোককে বেছে নিয়েছেন। যার
অপারেশন করা হয়েছে, তার মাথায় কোনো রক্ত জমাট বাধেনি। স্থানীয় গণমাধ্যমগুলো
বলছে, রোগীদের পরিচিতিমূলক ট্যাগে ওলটপালট হওয়ায় একজনের বদলে অন্যজনকে
অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয়। সন্তান জন্ম দেওয়া নতুন মায়েরা যৌন হয়রানির
শিকার হচ্ছেন, কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির বিরুদ্ধে এ
অভিযোগের তদন্ত করার ঘোষণা দেওয়ার মাত্র দেড় মাসের মাথায় ভুল রোগীর
মস্তিষ্কে অপারেশনের এ ঘটনা ঘটল। হাসপাতালটির প্রধান নির্বাহী লিলি কোরোস এ
ঘটনায় দুঃখ প্রকাশ করে অপারেশন হওয়া রোগীর সুস্থতার জন্য সম্ভাব্য সব কিছু
করার নিশ্চয়তা দিয়েছেন। এদিকে চিকিৎসকসহ হাসপাতালকর্মীদের বরখাস্তের
প্রতিবাদ জানিয়েছেন তার সহকর্মীরা। ট্যাগ ওলট পালটকারী ব্যক্তিই এই ভুল
অপারেশনের জন্য প্রধানত দায়ী উল্লেখ করে তার শাস্তিরও দাবি তুলেছেন তারা।
No comments