চীন প্রয়োজনে যুদ্ধে যাবে : বেইজিং
তাইওয়ানের
সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে পাস হওয়া বিলে মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প সই করলে চীন প্রয়োজনে যুদ্ধে যাবে বলে বেইজিং হুঁশিয়ারি
উচ্চারণ করেছে। স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের অবিচ্ছেদ্য অঙ্গ
বলে মনে করে। মার্কিন সিনেট বুধবার সর্বসম্মতিক্রমে ‘তাইওয়ান ট্র্যাভেল
অ্যাক্ট’ বিল পাস করে।
এর ফলে এখন প্রেসিডেন্ট ট্রাম্প সই করলেই এটি
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হবে। বিলে বলা হয়েছে, তাইওয়ানের
শীর্ষস্থানীয় কর্মকর্তারা ‘সম্মানজনক মর্যাদা নিয়ে’ আমেরিকা সফর করতে এবং
শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সেইসঙ্গে
যেকোনো পর্যায়ের মার্কিন কর্মকর্তা তাইওয়ান সফরে গিয়ে তাদের সমকক্ষদের
সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তবে বেইজিং মনে করছে, এ বিষয়টি ‘এক চীন’ নীতির
পরিপন্থি এবং এ কারণে এরইমধ্যে সিনেটে বিল পাসের প্রতিবাদ জানিয়েছে চীন।
বিলটি আইনে পরিণত হলে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই দ্বীপটির ওপর
আরো বেশি সার্বভৌম ক্ষমতা প্রয়োগের চেষ্টা করবেন। তাইওয়ানের পক্ষে কথা বলার
জন্য আমেরিকা যদি তার অভ্যন্তরীণ আইনের অজুহাত তোলে তাহলে চীন তার নিজস্ব
আইন প্রয়োগ করবে এবং সার্বিক পরিস্থিতি অতি সহজে নরকে পরিণত হবে।
সূত্র : চায়না ডেইলি
সূত্র : চায়না ডেইলি
No comments