ফখরুলকে অতিথি করায় ফুটবল ম্যাচ পণ্ড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি করায় ম্যাচ বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ দুপুরে রাজধানী বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক ফুটবলারদের উদ্যোগে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সব ধরনের আয়োজন সম্পন্ন হওয়ার পরও ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হতে দেয়নি পুলিশ। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও খেলা উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, শনিবার বিকাল ৩টায় বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জাতীয় ফুটবল দলের সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা ফুটবল ম্যাচ উদ্বোধন করার কথা ছিল মির্জা আলমগীরের। এজন্য আয়োজক কমিটি গত ১০ই নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান ও বনানী থানা পুলিশের কাছ থেকে অনুমতি নেন। কিন্তু সকালে প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতি নিতে গেলে বনানী থানার পুলিশ মাঠে উপস্থিত হয়ে আসবাবপত্র সরিয়ে নিতে বলেন। এর কারণ জানতে চাইলে বনানী থানায় যোগাযোগ করতে আমাদের বলা হয়। বনানী থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, পাশেই আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসা। তাই সেখানে মির্জা আলমগীরকে দিয়ে ম্যাচটি উদ্বোধন করতে দেয়া যাবে না। খেলার আয়োজন করা হলে সবাইকে গ্রেপ্তারের হুমকি দেন ওই পুলিশ কর্মকর্তা। পরে আমাদের সরঞ্জাম ও লোকজনকে সরিয়ে দিয়ে মাঠের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ঘটনার নিন্দা জানান আমিনুল। সাবেক এই ফুটবলার বলেন, দেশে আজ গণতন্ত্র নেই বলেই পুলিশ একটি ফুটবল ম্যাচও আয়োজন করতে দিচ্ছে না। প্রকৃত গণতন্ত্র মানুষের অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করে। বাংলাদেশের বর্তমান অবস্থায় জনগণ হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়। সংবাদ সম্মেলনে খেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক ফুটবলার মেজবাহউদ্দিন মিজু, ইমতিয়াজ আহমেদ নকিব, মতিউর মুন্না, আমিন রানা উপস্থিত ছিলেন।
No comments