ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মোলুকা সমুদ্রাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি আঘাত হানার পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এদিকে সুনামিটি ইন্দোনেশিয়াসহ ফিলিপাইন, পালাউ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, জাপান ও তাইওয়ানের কয়েকটি অংশে আঘাত হানতে পারে বলে সুনামি সতর্কতায় উল্লেখ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সর্বোচ্চ ১ মিটার বা ৩ দশমিক ৩ ফুট উঁচু পর্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’ জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। ভূমিকম্পের ব্যাসার্ধের ৩০০ কিলোমিটার এলাকা-সংলগ্ন সমুদ্র উপকূলে এ জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মালুকু দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-গর্ভের ৪৬ কিলোমিটার গভীরে। সুনামির প্রথম ঢেউটি পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ২০০৪ সালে বান্দা আচেহ সমুদ্র উপকূলে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছিল ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগে।
No comments