হোয়াইট হাউসে অনুপ্রবেশে নিরাপত্তা ব্যর্থতা দায়ী
হোয়াইট হাউসের কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনায় ভবনটির নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির ওপর অভ্যন্তরীণ পর্যালোচনায় গোয়েন্দা সার্ভিসের বেশ কিছু ব্যর্থতার বিষয় উঠে এসেছে। সেপ্টেম্বর মাসে ওমর গঞ্জালেস নামের এক ব্যক্তি এই অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউটির ওই পর্যালোচনাটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দায়িত্বরত কর্মকর্তার অবহেলা এবং প্রাতিষ্ঠানিক ও কারিগরি ব্যর্থতার কারণেই ইরাক যুদ্ধ ফেরত ওমর গঞ্জালেস নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে ভবনে প্রবেশ করতে পেরেছে। পর্যালোচনায় আরও বলা হয়, ৪২ বছর বয়সী গঞ্জালেসকে সিক্রেস সার্ভিসের কর্মকর্তারা আটকাতে পারতেন। তার ওই সময়ে উত্তর লনে কুকুরসহ পাহারা দেয়ার কথা ছিল। খবর এএফপির।
No comments