ছোট খবর
প্যারিসজনপদে বাঘপ্যারিসের কাছে বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঘুরে বেড়ায়। দমকল কর্মী ও পুলিশ সদস্যরা দিনব্যাপী বাঘটির খোঁজে ব্যাপক নিষ্ফল তল্লাশি চালানোর পর রাতে তল্লাশি অভিযান স্থগিত করেছে। শহরের আতংকিত মানুষকে বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। বাঘটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপির।সকাল বেলা ডিজনিল্যান্ড প্যারিসের খুব কাছের শহর মঁতেভ্রেঁর এক সুপার মার্কেটের কার পার্কিংয়ে বাঘটিকে দেখে স্থানীয় এক মহিলা চিৎকার করে ওঠেন। এরপর আরও কয়েকজন লোকও বাঘটিকে দেখতে পান। তারা জানান, তারা বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছেন। এএফপিকিয়েভহোয়াইট উইডো খুনশেষ পর্যন্ত খুন হলেন বিশ্বের মোস্টওয়ান্টেড মহিলা জঙ্গি হোয়াইট উইডো। ইউক্রেনের রাস্তায় মুখোশধারী এক বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন সামান্থা লিউথোয়াট ওরফে হোয়াইট উইডো।সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সামান্থা দুসপ্তাহ আগে ইউক্রেনে এসেছিলেন। সরকারপন্থী দল আইদার-যের গুপ্তচর হয়েই কাজ করছিলেন তিনি। ব্রিটিশ সন্ত্রাসবাদী হোয়াইট উইডোর হত্যাকারী রাশিয়ান গুপ্তচরের মাথার দাম ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘোষণা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস। ২০১১ সালে কেনিয়ার মোম্বাসাতে হোটেল ও শপিং সেন্টার ধ্বংসের পরিকল্পনার পেছনে প্রধান মাথা ছিলেন এই মহিলা জঙ্গি। এএফপিকলকাতাআত্মহত্যার চেষ্টাঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের আলোচিত সারদা-চিটফান্ডের টাকা আত্মসাতের অন্যতম অভিযুক্ত ও বহিষ্কৃত তৃণমূল সংসদ সদস্য কুনাল ঘোষ। বৃহস্পতিবার রাতে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।কুনাল ঘোষ দৈনিক পত্রিকা সংবাদ প্রতিদিনের কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে সারদা আর্থিক কেলেংকারির বিষয়টি প্রকাশ পেলে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তিনি মমতা ব্যানার্জিসহ তার দলের একাধিক নেতা-মন্ত্রী জড়িত থাকার অভিযোগ করেন। জিনিউজকাবুলপ্রেসিডেন্ট পাকিস্তানেআফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দুই দিনের সফরে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন। নূর খান বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। ইসলামাবাদে পৌঁছেই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তান বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। এদিনই পাক প্রেসিডেন্ট মামনুন হোসেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৬-৪৭) দুজনের সাক্ষাতের খবর পাওয়া যায়নি। এএফপিজেরুজালেমবয়সসীমা প্রত্যাহারজেরুজালেমের আল-আকসা মসজিদ বা বাইতুল মোকাদ্দাসে এখন থেকে সব বয়সের মুসল্লি জুমার নামাজ আদায়ের সুযোগ পাবেন। ইসরাইল জুমার নামাজ পড়ার ক্ষেত্রে বয়সসীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো এ সুযোগ সৃষ্টি হল। পুলিশ মুখপাত্র মিকি রোসেনফেল্ড এএফপিকে বলেন, আমরা আশা করছি এ মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে এখন থেকে বয়সসীমা সংক্রান্ত বিধি-নিষেধ না থাকায় ওই মসজিদ এলাকাটি শান্ত থাকবে। নামাজ পড়ার ক্ষেত্রে মুসল্লিদের বয়সের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে কয়েক মাস ধরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ এলাকা বারবার অশান্ত হয়ে ওঠে। এএফপি
No comments