এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় -শিক্ষা বোর্ডের সতর্কতা
কঠোর অ্যাকশনে যাচ্ছে শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করলেই তাদের বিরুদ্ধে এ অ্যাকশনে যাবে বোর্ড। বৃহস্পতিবার এ হুঁশিয়ারি সংত্রুান্ত একটি চিঠি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে রাজধানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি সরজমিনে পরিদর্শন করছে একটি তদন্ত দল। ৩ সদস্যের এই কমিটি আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। বৃহস্পতিবার ঢাকা বোর্ড থেকে জারি করা ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’তে লেখা ছিল ‘সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে সতর্ক করা যাচ্ছে যে, ফরমপূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’ তদন্তকারী দল রাজধানী কয়েকটি স্কুল সরজমিন পরিদর্শন করেছে বলে স্বীকার করে গঠিত কমিটির সদস্য উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আমরা ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেয়েছি। আরও প্রতিষ্ঠানে পরিদর্শন করে প্রতিবেদন আকারে জমা দেবো। তদন্ত কমিটিতে তার সঙ্গে আছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদা আক্তার ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম মোস্তফা। চিঠির বিষয়টি স্বীকার করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ বলেন, গতকাল সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠিয়েছি। কোন প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। চিঠিতে বলা হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত ফি চেয়ে বেশি আদায় করার জন্য আদালত স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কেউ নির্ধারিত টাকার চেয়ে বেশি আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ্র বলেন, অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ আছে। প্রতিষ্ঠানগুলো বোর্ডে ফরমের বাবদ নির্ধারিত টাকা নিলেও এর সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য কিছু বিষয় যোগ করে এই অতিরিক্ত টাকা আদায় করছে। অবিলম্বে অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এরপর অতিরিক্ত টাকা নেয়ার প্রমাণ পেলে কঠোর হওয়া ছাড়া বিকল্প কোন উপায় থাকবে না বলেও জানান তিনি। এসএসসি ফরম পূরণে বোর্ডের নির্ধারিত টাকা চেয়ে ৪ থেকে ৮ গুণ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার হাইকোর্ট একটি রুল জারি করে। এতে বিলম্ব ফি ছাড়া অন্য যে কোন ধরনের বাড়তি ফি নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামি চার সপ্তাহের মধ্যে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে এসএসসি পরীক্ষার ফরম পূরণ জন্য শিক্ষা বোর্ড সর্বোচ্চ ১৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা বোর্ড। কিন্তু দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান এ নীতিমালা মানছে না। নির্ধারিত এর চেয়ে ৪ থেকে ৮ গুণ বেশি টাকা আদায় করছে তারা। রাজধানীসহ মহানগর এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ৯ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। শিক্ষা মন্ত্রণালয়ে তথ্যমতে, এবার প্রায় ১৫ লাখের বেশি পরীক্ষার্থী ফরম পূরণ করছে। আগামী ১৯শে নভেম্বর পর্যন্ত ফরম পূরণের শেষ তারিখ।
No comments