রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেনের
ইউক্রেন সংকট নিরসনে এগিয়ে না এলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে শুক্রবার হুমকি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একই সঙ্গে তিনি ইউক্রেন-সংক্রান্ত মস্কোর পদক্ষেপকে তার ভাষায় অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
অস্ট্রেলিয়ার সংসদে ভাষণ দেয়ার জন্য ক্যানবেরা গিয়েছিলেন ক্যামেরন। সেখান থেকে ব্রিসবেনে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, পশ্চিমা দেশগুলো এ পর্যন্ত যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার অর্থনীতির ওপর তার প্রভাব পড়ছে। তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা এবং নিজ দায়িত্বের প্রতি যদি রাশিয়া ইতিবাচক পদক্ষেপ নেয় তবে পশ্চিমা দেশগুলো আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে; কিন্তু রাশিয়া যদি পরিস্থিতির আরও অবনতি ঘটাতে থাকে তবে আরোপিত নিষেধাজ্ঞা আরও বাড়বে। এদিকে ব্রিসবেনের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনেরও যোগ দেয়ার কথা রয়েছে। এপি
অস্ট্রেলিয়ার সংসদে ভাষণ দেয়ার জন্য ক্যানবেরা গিয়েছিলেন ক্যামেরন। সেখান থেকে ব্রিসবেনে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, পশ্চিমা দেশগুলো এ পর্যন্ত যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার অর্থনীতির ওপর তার প্রভাব পড়ছে। তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা এবং নিজ দায়িত্বের প্রতি যদি রাশিয়া ইতিবাচক পদক্ষেপ নেয় তবে পশ্চিমা দেশগুলো আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে; কিন্তু রাশিয়া যদি পরিস্থিতির আরও অবনতি ঘটাতে থাকে তবে আরোপিত নিষেধাজ্ঞা আরও বাড়বে। এদিকে ব্রিসবেনের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনেরও যোগ দেয়ার কথা রয়েছে। এপি
No comments