স্বপ্ন নয় লাশ হয়ে ফিরছেন রফিকুল
উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে ৩ বছর
আগে কানাডা পাড়ি জমিয়েছিলেন রফিকুল ইসলাম (২৭)। এ মাসের শেষের দিকে তার
দেশে ফেরার কথা ছিল। মা তার ছেলের ফিরে আসার পথের দিকে তাকিয়ে প্রহর
গুনছিলেন। কিন্তু পবিত্র ঈদুল আযহার দিনে নামাজ পড়তে যাওয়ার পথে তাকে প্রচ-
জোরে আঘাত করে একটি কালো ফোর্ড এসকেপ। সঙ্গে সঙ্গে তা ঘটনাস্থল ত্যাগ করে।
মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল ইসলাম। কানাডার রেজিনা এলাকায় এ ঘটনায় তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর পাওয়ার পর বাংলাদেশে তার মা অহরাত্র কান্না
করছেন। তার দাবি- আমি আর কিছুই চাই না। আমি অর্থ চাই না। আমি শুধু আমার
ছেলেকে ফেরত চাই। তার সেই আর্তি পৌঁছেছে কানাডায় রফিকুল ইসলামের দু’ বন্ধু
মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ হাসানের কানে। তারা মায়ের এই ইচ্ছা পূরণে
পথে নেমেছেন। অর্থ সংগ্রহ করছেন রফিকুল ইসলামের মৃতদেহ দেশে ফেরত পাঠানোর
জন্য। হাসান বলেন, আমরা এর মাধ্যমে তার পরিবারকে সাহায্য করতে চাই। রফিকুল
ছিলেন তার পরিবারের একমাত্র আয়ের উৎস। বিদেশ থেকে দেশে পিতামাতার কাছে অর্থ
পাঠাতেন। সেই অর্থে পিতামাতা ও ভাইবোনের খরচ চলত। রফিকুল ইসলাম বসবাস
করতেন রফিকুল ইসলামের সঙ্গে। তারা দেশে স্কুল জীবন থেকেই বন্ধু। এখন তিনিই
এগিয়ে এসেছেন। আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে লোকজনের কাছ থেকে অর্থ অনুদান
তুলছেন। তারা আশা করছেন এভাবে ১৫০০০ থেকে ২০০০০ ডলার সংগ্রহ করতে পারবেন।
এতে বেশি সাড়া দিচ্ছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়। পুলিশ এখন কালো রঙের
ফোর্ড এসকেপ খুঁজছে।
No comments