সমকামী বিয়ের পক্ষে বেশির ভাগ বৃটিশ
সমকামী বিয়ের বৈধতার পক্ষে বেশির ভাগ বৃটিশ। ১০৫২ জন প্রাপ্তবয়স্ক বৃটিশ নাগরিকের মধ্যে চালানো এক জরিপে পাওয়া গেছে এ তথ্য। জরিপটি পরিচালনা করে দ্য অবজারভার। মাত্র কয়েক মাস আগে যুক্তরাজ্যে সমকামী বিয়ে বৈধ ঘোষিত হয়েছে। সেবার বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দাবি করেছিলেন, সমকামী বিয়েকে বৈধতা দানের আইন পাসের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয়েছে। সেটি হচ্ছে, সমকামী হোক বা বিপরীতকামী, সবার জন্য রয়েছে সমানাধিকার। কিন্তু এরপরও ৬ ভাগের এক ভাগ অর্থাৎ ১৮ শতাংশ বৃটিশ নাগরিক মনে করেন সমকামিতা অবৈধ ঘোষিত হওয়া উচিত। লন্ডন ও সাউথ ইস্টের রক্ষণশীলদের মধ্যে ২১ ভাগ মনে করেন, এটি অবৈধ হওয়া উচিত। তবে জরিপ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এরপরও দেশটিতে এ সপর্শকাতর বিষয় নিয়ে উদার দৃষ্টিভঙ্গি বেড়েছে মানুষের। ২০০৮ সালে দ্য অবজারভার একই ধরনের একটি জরিপ করে। সেবার এখনকার চেয়ে ৮ শতাংশ বেশি মানুষ সমকামী বিয়ে অবৈধ ঘোষণার পক্ষে ছিল। এছাড়া, সমকামী জুটিদের বিয়ে করার অধিকার রয়েছে এমনটা বিশ্বাস করেন ৬৩ শতাংশ বৃটিশ নাগরিক। ছয় বছর আগে এ সংখ্যা ছিল ৫৩ শতাংশ। এর মধ্যে বর্তমানে ৬১ শতাংশ মানুষ সমকামী জুটিদের সন্তান দত্তক নেয়ার ব্যাপারে সমর্থন জানিয়েছে। সে জরিপে আরও কিছু তথ্য উঠে এসেছে। যেমন- প্রতি মাসে গড়ে প্রতি বৃটিশ ৪ বার যৌনক্রিয়া করেন। এর আগে দেখা গেছে গড়ে প্রতিমাসে ৭ বার যৌনক্রিয়ায় লিপ্ত হতো বৃটিশরা।
No comments