এবার সফল হয়েছেন সোনাক্ষি সিনহা
ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় দক্ষতার
প্রমাণ দিয়েছেন শত্রুঘন সিনহা কন্যা সোনাক্ষি সিনহা। ভাল অভিনয়ের পাশাপাশি
তার পারফরমেন্স ও আবেদনও নজর কাড়ে সবার। সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে একটি
ভাল অবস্থানও তৈরি করেন এই অভিনেত্রী। তবে ওজন নিয়ে আরও একটু সচেতন হওয়ার
জন্য বলিউডের অনেকেই তাকে পরামর্শ দিয়েছেন। নিজের ওজন নিয়ে শংকার মধ্যে
ছিলেন খোদ সোনাক্ষিও। আর তাই তো শুরু থেকেই তিনি ডায়েট ও ব্যায়ামে অভ্যস্ত
হয়ে পড়েন। কিন্তু ফলাফল মিলেছে গড়পড়তাই। তেমন একটা ওজন কমাতে সক্ষম হননি।
তবে সম্প্রতি যেন জাদুই দেখালেন সোনাক্ষি। এবার সফল হয়েছেন তিনি। গত দুই
মাসে ওজন কমিয়েছেন ১০ কেজি। ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিতে অভিনয়ের জন্যই তিনি এই
ওজন কমালেন। ছবির আগেই সোনাক্ষিকে পরিচালক প্রভুদেবা নির্দেশনা দিয়েছিলেন
ওজন কমানোর। আর তার জন্য একজন জিম ইন্সট্রাকটরও ঠিক করে দেন প্রভুদেবা।
এরপর থেকেই শুরু হয়ে যায় সোনাক্ষির ওজন কমানোর মিশন। ওজন কমানোর পর আরও
অনেক বেশি আবেদনময়ী মনে হচ্ছে এ অভিনেত্রীকে। আর নিজের এই নতুনরূপেই
সম্প্রতি অস্ট্রিয়ায় ‘অ্যাকশন জ্যাকসন’ ছবির শুটিং করার সময় ক্যামেরাবন্দি
হয়েছেন সোনাক্ষি। এ ছবিতে ছিপছিপে সোনাক্ষিকেই আবিষ্কার করতে পারবেন দর্শক।
ছবিতে সোনাক্ষির চরিত্রটি দারুণ গ্ল্যামারনির্ভর। খোলামেলা হয়ে কিছু
নাচনির্ভর গানে পারফর্ম করতে দেখা যাবে তাকে। প্রভুদেবা সোনাক্ষির এই
পরিবর্তনে দারুণ খুশি। তার ওজন কমানো উপলক্ষে এরই মধ্যে একটি পার্টিও
দিয়েছেন তিনি। নিজের ছিপছিপে গড়নের নতুনরূপ প্রসঙ্গে সোনাক্ষি বলেন,
সবকিছুর জন্য প্রভুদেবাকে অনেক ধন্যবাদ। কারণ, তিনি শর্ত না দিলে মনে হয়
ওজন কমানোই সম্ভব হতো না আমার। বলিউডের অনেক অভিনেত্রীকেই বিকিনি পরতে দেখে
আমারও এমন দৃশ্যে কাজ করতে ইচ্ছে হতো। কিন্তু ওজনের কারণে সেটি হয়নি। এখন
আমি বিকিনির জন্য উপযুক্ত। অনেক হ্যাপি আমি।
No comments