দক্ষিণ আফ্রিকায় নতুন দল 'আগাং'
দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট জ্যাকব জুমার
নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রতিদ্বন্দ্বী একটি
নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নাম দেওয়া হয়েছে আগাং। সেপেদি
ভাষায়ি আগাং শব্দের অর্থ 'নির্মাণ'।
নতুন দলটি আরো কর্মসংস্থান তৈরি ও নেতাদের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছে।
আগাংয়ের নেতা মাম্ফেলা রাম্ফেলে বিশ্বব্যাংকের একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি হত্যাকাণ্ডের শিকার বর্ণবাদবিরোধী সক্রিয় কর্মী স্টিভ বিকোর সঙ্গী ছিলেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটো রাজনীতিতে রাম্ফেলের আগমনকে স্বাগত জানিয়েছেন।
এএনসির বিরুদ্ধে সুশাসনের অভাব, আবাসন, পানি ও কর্মসংস্থানের মতো মৌলিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।
রাম্ফেলে বর্ণবাদবিরোধী নেতাদের আদর্শে নির্মিত গণতান্ত্রিক ভিত্তিকে পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। সূত্র : বিবিসি।
আগাংয়ের নেতা মাম্ফেলা রাম্ফেলে বিশ্বব্যাংকের একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি হত্যাকাণ্ডের শিকার বর্ণবাদবিরোধী সক্রিয় কর্মী স্টিভ বিকোর সঙ্গী ছিলেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটো রাজনীতিতে রাম্ফেলের আগমনকে স্বাগত জানিয়েছেন।
এএনসির বিরুদ্ধে সুশাসনের অভাব, আবাসন, পানি ও কর্মসংস্থানের মতো মৌলিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।
রাম্ফেলে বর্ণবাদবিরোধী নেতাদের আদর্শে নির্মিত গণতান্ত্রিক ভিত্তিকে পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। সূত্র : বিবিসি।
No comments