কাশ্মীরে জঙ্গি হামলা, দুই পুলিশ নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের
গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গতকাল শনিবার জঙ্গিদের ছোড়া গুলিতে দুই
পুলিশ সদস্য নিহত হয়েছেন। নগরীর জাহাঙ্গীর চক এলাকায় এ ঘটনা ঘটে। কোনো
গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
প্রধানমন্ত্রী মনমোহন
সিংয়ের কাশ্মীর সফরের তিন দিন আগে এ হামলার ঘটনা ঘটল। নতুন একটি পথে ট্রেন
চলাচল উদ্বোধন করতে আগামী মঙ্গলবার মনমোহনের কাশ্মীর যাওয়ার কথা।
পুলিশ জানায়, গতকাল হাবিলদার মোহাম্মদ মকবুল ও পুলিশ সদস্য নাজির আহমেদকে লক্ষ্য করে গুলি করে করে জঙ্গিরা। মকবুল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নাজির মারা যান অস্ত্রোপচারের সময়।
পুলিশ আরো জানায়, হামলায় সাইলেন্সার বসানো পিস্তল ব্যবহার করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সূত্র : পিটিআই, এএফপি, বিবিসি।
পুলিশ জানায়, গতকাল হাবিলদার মোহাম্মদ মকবুল ও পুলিশ সদস্য নাজির আহমেদকে লক্ষ্য করে গুলি করে করে জঙ্গিরা। মকবুল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নাজির মারা যান অস্ত্রোপচারের সময়।
পুলিশ আরো জানায়, হামলায় সাইলেন্সার বসানো পিস্তল ব্যবহার করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সূত্র : পিটিআই, এএফপি, বিবিসি।
No comments