ওগো বৃষ্টি তোমার
রংপুর: বর্ষাকে বরণ করে নিতে ১৫ জুন রংপুর
বন্ধুসভা স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করে বর্ষা উৎসবের।
‘মেঘেরো ডমরু ঘন বাজে’—পার্থপ্রতিম রায়ের কণ্ঠে গানটি চমৎকার আষাঢ়ের পরিবেশ
তৈরি করে; যদিও সেদিন আকাশ ছিল নীল।
মেঘের ছিটেফোঁটা ছিল
না কোথাও। সূর্য তার উত্তাপ ছড়িয়ে দিচ্ছিল অকৃত্রিমভাবে। এই দুর্বিষহ
পরিবেশে বর্ষার হিমেল পরশ নিয়ে আসার জন্যই যেন রংপুর বন্ধুসভার এই আয়োজন।
বন্ধুরা একে একে বর্ষার গান ও কবিতা দিয়ে পুরো মিলনায়তন বর্ষার আমেজে
মাতিয়ে তোলেন। ‘ওগো বৃষ্টি তোমার...’ গানটি গেয়ে শোনান বন্ধু রওশনারা
সোহেলি। তবলায় তাঁকে সহযোগিতা করেন তাঁরই ছেলে উদাস। আরও গান গেয়েছিলেন
জাহাঙ্গীর কবির, কথা, প্রিয়াংকা ও হিমু।
আবৃত্তি শুনিয়েছেন জুবায়ের খান, সাদিয়া কবির, প্রিয়াংকা ঘোষ, নাজমুল আলম, রেদওয়ান ও জি এম নজু।
নাজমুল আলম, রংপুর বন্ধুসভা
আবৃত্তি শুনিয়েছেন জুবায়ের খান, সাদিয়া কবির, প্রিয়াংকা ঘোষ, নাজমুল আলম, রেদওয়ান ও জি এম নজু।
নাজমুল আলম, রংপুর বন্ধুসভা
No comments