কারাগারে স্ত্রীকে খুন করলেন এক বন্দী
আফগানিস্তানের সামানগান প্রদেশের রাজধানী আইবাকে গত সোমবার এক কারাবন্দী তাঁর স্ত্রীকে খুন করেছেন। দীন মোহাম্মদ নামের ওই কারাবন্দীর অভিযোগ, কারাবন্দী হওয়ার পর স্ত্রী তাঁর বিশ্বাসভঙ্গ করেছে।
সামানগান পুলিশ জানায়, আইবাকের একটি কারাগারে ২০ বছরের কারাদণ্ডাদেশ ভোগ করছেন দীন মোহাম্মদ। গত সোমবার দীন মোহাম্মদের সঙ্গে তাঁর স্ত্রী দেখা করতে আসেন। পুলিশের কাছে অনুমতি নিয়ে দীন মোহাম্মদ স্ত্রীর সঙ্গে দেখা করতে নির্দিষ্ট কক্ষে যান। সেখানেই স্ত্রীকে খুন করেন তিনি।
সামানগান পুলিশের প্রধান ইকরাম নিকজাদ জানান, দীন মোহাম্মদ স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন। পুলিশি তদন্তের উদ্ধৃতি দিয়ে ইকরাম জানান, দীন মোহাম্মদকে তাঁর মা জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য একজনের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। জিজ্ঞাসাবাদের জন্য দীন মোহাম্মদের মাকেও আটক করা হয়েছে।
শাশুড়ি, এক শ্যালক ও এক শ্যালিকাকে খুন করার দায়ে দুই বছর আগে দীন মোহাম্মদের ২০ বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। এএফপি।
সামানগান পুলিশের প্রধান ইকরাম নিকজাদ জানান, দীন মোহাম্মদ স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন। পুলিশি তদন্তের উদ্ধৃতি দিয়ে ইকরাম জানান, দীন মোহাম্মদকে তাঁর মা জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য একজনের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। জিজ্ঞাসাবাদের জন্য দীন মোহাম্মদের মাকেও আটক করা হয়েছে।
শাশুড়ি, এক শ্যালক ও এক শ্যালিকাকে খুন করার দায়ে দুই বছর আগে দীন মোহাম্মদের ২০ বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। এএফপি।
No comments