বাণিজ্যমেলা-বড় আয়োজনে বিঘ্ন
নতুন বছরের শুরুতে বাণিজ্যমেলার আয়োজন রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছে। বাহারি পণ্যের পসরা সাজিয়ে দেশ-বিদেশের উৎপাদক ও বিক্রেতারা এ মেলায় আসেন। আর ক্রেতারাও মুখিয়ে থাকেন মেলায় গিয়ে কেনাকাটা করার জন্য।
রাজধানীবাসী শুধু নয়; দেশের বিভিন্ন স্থান থেকে বাণিজ্যমেলায় যোগ দিতে আসেন অনেকে। মেলাটি এতটাই জনপ্রিয় যে, সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তো কথাই নেই। বাণিজ্যমেলার আশপাশের রাস্তাগুলোতেও রীতিমতো জ্যাম লেগে যায়। প্রতি বছরের মতো এবারও বাণিজ্যমেলা শুরু হয়েছে ঘটা করে। মেলা উপলক্ষে ২০১২-এর শেষ সপ্তাহ থেকেই শেরেবাংলা নগরের মেলাস্থল সেজে উঠতে শুরু করেছে। আর বছরের শুরুর দিনে মেলাস্থলে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রথম দিনেই জমে উঠেছে মেলা। কিন্তু লোকসমাগম ভিড়ের পর্যায়ে যায়নি। কেননা, এখনও পুরোপুরি সেজে ওঠেনি মেলার স্টল ও প্যান্ডেলগুলো। এরই মধ্যে একটি দুর্ঘটনাও ঘটে গেল। শুরুর দিনেই আগুন লেগে পুড়ে গেল কয়েকটি দোকান। নিশ্চয় ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীরা এতে উদ্বিগ্ন। বাণিজ্যমেলার মতো বড় আয়োজনগুলোতে ফায়ার সার্ভিসের সেবা সবসময় মজুদ থাকা দরকার। ক্রেতা সমাবেশের কথা তো মাথায় রাখতেই হবে; সঙ্গে আছে মূল্যবান সম্পদহানির আশঙ্কাও। আগুন বা অন্য যে কোনো দুর্ঘটনার শুরুতেই পদক্ষেপ নিতে হবে। শুরুর দিনেই আগুন লাগার ঘটনা দুঃখজনক। এ ঘটনার তদন্ত করে আগুন লাগার কারণটি খুঁজে বের করা দরকার। কারণ খুঁজে পেলে বিহিত করাও সহজ। পাশাপাশি, ভবিষ্যতে যাতে অগি্নকাণ্ড না ঘটে, সে জন্য প্রস্তুতিও দরকার। মেলায় অগি্ননির্বাপণ ব্যবস্থা থাকুক। ফায়ার সার্ভিসের সেবাও দ্রুত পেঁৗছানোর ব্যবস্থা করা দরকার। দেশে বাণিজ্যের প্রসার ও পণ্যের প্রচারের জন্য বাণিজ্যমেলার বিকল্প নেই। জনপ্রিয় এ মেলাটিকে কাজে লাগিয়ে ক্রেতারা নিত্যনতুন পণ্যের সঙ্গে পরিচিত হবেন, বিক্রেতারাও মানসম্মত পণ্য নিয়ে হাজির হবেন_ সেটিই প্রত্যাশিত। আর কোনো দুর্ঘটনা ও দুর্ভাবনা ছাড়াই বাণিজ্যমেলা সফল হোক_ এটাই আমাদের চাওয়া।
No comments