অপূর্বর বিপরীতে ফিরলেন তিন্নি
তিন্নিকে নাটকে ফেরানোর চ্যালেঞ্জটা নিয়ে সত্যি সত্যিই জয়লাভ করে ফেললেন দর্শক সমাদৃত নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। অবশেষে নাটকে ফিরেছেন সময়ের জনপ্রিয় মডেল, নাট্যাভিনেত্রী তিন্নী। তিন্নি কথা দিয়েছিলেন তিনি ফিরবেন নাটকে। তিন্নি তাঁর কথা রেখেছেন।
জনপ্রিয় নাট্যাভিনেতা অপূর্বর সঙ্গে জুটি বেঁধে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘এই মায়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাটকের মেয়ে তিন্নি নাটকে ফিরলেন। গতকাল ঢাকার বসুন্ধরার ইউটিসি’ বিল্ডিংয়ে নাটকটির শুটিং শুরু হয়েছে। অপূর্ব এবং তিন্নী মিডিয়াতে কাজ করার আগে থেকেই দু’জন বেশ ভাল বন্ধু। নাটকে তারা প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন ফারুক শ্রাবণ পরিচালিত ‘ছকের বাইরে’ নাটকে। নাটকটি ২০০৫-এর একেবারে শেষের দিকে এনটিভিতে প্রচার হয়েছিল। এরপর অপূর্বর মূল গল্পে ‘স্বপ্নের নীল পরী’ ও ‘ভালোবাসার শুরু’ নাটকেও তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন। নাটক দুটি নির্দেশনা দিয়েছিলেন চয়নিকা চৌধুরী। সর্বশেষ তারা দু’জন ২০১০ সালে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘সায়াহ্নে’ , ‘চক্ষে আমার তৃষ্ণা’ ও ‘আলোকের এই ঝরনা ধারা’ নাটকেও অভিনয় করেন। আবারো একসঙ্গে নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কী রিয়েল স্টারিজমটা তিন্নির মধ্যে আছে। খুব আবেগী একজন মানুষ, সেই সঙ্গে অনেক গুণী একজন শিল্পী। আমার অনেক ভাল একজন বন্ধু তিন্নি। তার সঙ্গে খুব কম কাজ হলেও প্রতিটি নাটকই খুব দর্শকনন্দিত হয়েছে। আশা করি এই নাটকটিও দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।’ তিন্নি বলেন, ‘সত্যিকারের হিরোইজমটা অপূর্বর মাঝে অনেক বেশি বিদ্যমান। তার এই হিরোইজমটাই দর্শক বেশি পছন্দ করেন। অসম্ভব ভাল একজন অভিনেতাও। নতুন করে তারই বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছি, এটা সত্যিই আমার অনেক ভাল লাগার বিষয়। সেই সঙ্গে চয়নিকা দিদির কাছে কৃতজ্ঞ যে আমাকে তিনি অনেক আন্তরিকতা নিয়েই নাটকে ফিরিয়েছেন। নাটকে নিয়মিত হবার যথেষ্ট ইচ্ছে আছে।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘নতুন বছরে নতুন একটি নাটকের কাজ করব এটা আসলে হঠাৎ করেই করা। এক্ষেত্রে অপূর্ব সিডিউল দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেছেন। সেইসাথে তিন্নী কাজ করছেন, তার কাছেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’ এ নাটকে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, কুমকুম হাসান এবং মিস বাংলাদেশ মুন। চয়নিকা চৌধুরী জানান এখনো নির্ধারিত হয়নি নাটকটি কোন চ্যানেলে কবে প্রচার হবে। আনন্দকণ্ঠ ডেস্ক
No comments