কর্মসৃজন প্রকল্পে হরিলুট- নজরদারি নেই কেন?
দেশের বিভিন্ন স্থানে সরকার গৃহীত কর্মসৃজন প্রকল্পের অর্থ নয়ছয়ের অভিযোগ প্রায়শই উঠছে। সংবাদমাধ্যমেও এসব অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে।
আমরাও সম্প্রতি সরাইলে কর্মসৃজন প্রকল্পের অর্থ কীভাবে আত্মসাৎ করা হচ্ছে এবং এ জন্য কর্তৃপক্ষের কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, সে ব্যাপারে আমাদের পরামর্শ তুলে ধরেছিলাম। কিন্তু এতে কোনো ফল হয়েছে বলে আমাদের জানা নেই। অথচ নির্দিষ্ট সময়ে কর্মহীনদের বেকারত্ব ঘোচানো এবং অভাবের সময় তাদের আয়ের পথ করে দিয়ে দারিদ্র্য দূরীকরণের মহতী উদ্যোগের অংশ হিসেবে সরকার এই প্রকল্প চালু করেছে। সরকারের উদ্দেশ্য যে মহৎ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সারাদেশে কর্মসৃজন প্রকল্প সংশ্লিষ্টদের অনেকের অর্থলিপ্সা গরিব মানুষের জীবনমান উন্নয়নের সরকারি উদ্যোগ ও মানুষের প্রত্যাশা ব্যর্থ করে দিচ্ছে। সোমবার সমকালে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে উঠে এসেছে গফরগাঁওয়ে কর্মসৃজন প্রকল্পে হরিলুটের খণ্ডচিত্র। মজার ব্যাপার হলো, প্রকল্পটির অর্থ যেভাবে লোপাট করা হয় তা সাধারণ মানুষও জানে। নির্দিষ্ট প্রকল্পে কম লোক নিয়োগ করা, অথচ বেশি লোক দেখিয়ে বাড়তি লোকদের নামে অর্থ তুলে আত্মসাৎ; কোথাও কোথাও কাজ না করেই পুরো টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রতিবেদনটিতে দেখা যায়, কলেজ ও স্কুলের শিক্ষক, তাদের পরিবার, ব্যবসায়ী, আওয়ামী লীগের সামর্থ্যবান নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান-মেম্বার, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত অনেকেই এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। উলি্লখিতদের অনেকেই গরিবের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের জন্য 'দিনমজুর' হয়ে যেতে পারেন অবলীলায়। আশ্চর্যের বিষয় হলো, এভাবে গরিবের আমানত খেয়ানত করতে এসব সামর্থ্যবান মানুষের বিবেক সামান্যও বাধে না! এমনকি তাদের লোকলজ্জার বালাই পর্যন্ত নেই। এতে বোঝা যায় আমাদের সমাজের ওপরতলায় পচনটা কত ব্যাপক। যারা কর্মসৃজন প্রকল্পের অর্থ লুটের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সরকারের নিজের স্বার্থেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ, জনগণকে সক্ষম করে তোলা ও দারিদ্র্য দূরীকরণের ব্যাপারে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য কর্মসৃজন প্রকল্পের সাফল্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সরকারের উচিত এই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে 'জিরো টলারেন্স' দেখানো এবং সরকারের কঠোর মনোভাবের বার্তাটি যাতে সর্বস্তরে পেঁৗছায়, তার ব্যবস্থা করা। সরকার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা করে এ ধরনের জনহিতকর প্রকল্প বাস্তবায়নে সাফল্য আশা করতে পারে।
No comments