রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির প্রথম সফর বাংলাদেশে
ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির প্রথম বিদেশ সফর হবে বাংলাদেশে। এ বছরের কোনো এক সময় তিনি ঢাকায় আসছেন। ঢাকা ও দিল্লির কূটনীতিকেরা গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছেন, এ বছরের প্রথমার্ধেই ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করবেন।
মূলত ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণের জন্য ঢাকায় আসবেন তিনি।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণপত্র ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দিই। ভারতের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।’
প্রণব মুখার্জিকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রপতি তাঁর প্রথম বিদেশ সফরটি বাংলাদেশে করার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী ২০১৩ সালে সস্ত্রীক তিনি বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আলাদাভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, প্রণব তাঁর প্রথম বিদেশ সফর বাংলাদেশে করার ঘোষণা দিয়েছেন। তবে এ সফরের সময়সূচি এখনো ঠিক হয়নি।
প্রণব মুখার্জি গত বছরের ২৫ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণপত্র ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দিই। ভারতের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।’
প্রণব মুখার্জিকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রপতি তাঁর প্রথম বিদেশ সফরটি বাংলাদেশে করার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী ২০১৩ সালে সস্ত্রীক তিনি বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আলাদাভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, প্রণব তাঁর প্রথম বিদেশ সফর বাংলাদেশে করার ঘোষণা দিয়েছেন। তবে এ সফরের সময়সূচি এখনো ঠিক হয়নি।
প্রণব মুখার্জি গত বছরের ২৫ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
No comments