ডিকেন্সকে অনুভব করুন
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট এলাকায় অবস্থিত ব্লিক হাউস ব্রডস্টেয়ারস হোটেলটি বিখ্যাত উনিশ শতকের ব্রিটিশ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্য। অবকাশ যাপনে হোটেলটিতে বহুদিন কাটিয়েছেন তিনি। এখানে বসেই লিখেছেন ডেভিড কপারফিল্ড উপন্যাসসহ চিরায়ত সব রচনা। ব্লিক হাউস উপন্যাসের শুরুও এখানেই।
হোটেলটির নাম ফোর্ট হাউস হলেও ডিকেন্সের কারণেই এটি ব্লিক হাউস ব্রডস্টেয়ারস হিসেবে প্রসিদ্ধি পায়। সম্প্রতি হোটেলটি বিলাসবহুল বুটিক হোটেলে রূপান্তর করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ ডিকেন্সের ব্যবহৃত ঘরটিকে (স্যুট) সাজিয়েছেন আগের মতোই। ঘোষণা করেছেন, পয়সা খরচ করে যে কেউ ইচ্ছা করলেই সেখানে গিয়ে অনুভব করতে পারবেন ডিকেন্সের উপস্থিতি, বসতে পারবেন তাঁর পড়ার টেবিলে, এমনকি শোয়ার ঘরটিতে রাতও কাটাতে পারবেন। ডিকেন্সের দ্বিশত জন্মবার্ষিকীকে স্মরণ করতেই এই উদ্যোগ নিয়েছে তারা। ডিকেন্সের জন্ম ১৮১২ সালে এবং মৃত্যু ১৮৭০ সালে। এই হোটেলটিতে রানি ভিক্টোরিয়াও একবার রাত কাটিয়েছিলেন। সূত্র ও ছবি : দ্য সান।
No comments