টাঙ্গাইলের সমাবেশে মির্জা ফখরুল- শরিয়া আইনে বিচারের কথা বলে প্রধানমন্ত্রী দ্বিমুখী নীতি নিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিয়া আইনে বিচারের কথা বলে দ্বিমুখী নীতি নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধি প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
একই দিন ঢাকায় অপর এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শরিয়া আইন প্রয়োগের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চাইছেন।
গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারীদের সতর্ক করে বলেছিলেন, ‘বাড়াবাড়ি করলে বিকল্প পথ জানা আছে। দরকার হলে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিসাস তো আছেই।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতারা এসব মন্তব্য করেন।
টাঙ্গাইলের সমাবেশে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। আবার অন্যদিকে শরিয়া আইনে ফিরে যাওয়ার কথা বলছেন। মওলানা ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্বে করেন জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান। আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সাংসদ মাহমুদুল হাসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এদিকে, বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম এক অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। গত ১৭ এপ্রিল থেকে ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। তাঁকে সরকার গুম করেছে বলে বিএনপি অভিযোগ করে আসছে।
গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারীদের সতর্ক করে বলেছিলেন, ‘বাড়াবাড়ি করলে বিকল্প পথ জানা আছে। দরকার হলে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিসাস তো আছেই।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতারা এসব মন্তব্য করেন।
টাঙ্গাইলের সমাবেশে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। আবার অন্যদিকে শরিয়া আইনে ফিরে যাওয়ার কথা বলছেন। মওলানা ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্বে করেন জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান। আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সাংসদ মাহমুদুল হাসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এদিকে, বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম এক অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। গত ১৭ এপ্রিল থেকে ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। তাঁকে সরকার গুম করেছে বলে বিএনপি অভিযোগ করে আসছে।
No comments