বেনগাজির দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছিল: পেট্রাউস
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড
পেট্রাউস বলেছেন, লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে হামলা ছিল
সন্ত্রাসীদের কাজ। ক্যাপিটল হিলে গত শুক্রবার তাঁর বিরুদ্ধে দুটি তদন্তের
শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
ইতিপূর্বে সিআইএর এই সাবেক প্রধান ইসলামকে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ওই হামলা হয়েছিল বলে ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন।
ডেভিড পেট্রাউস শুক্রবার হাউস ইন্টেলিজেন্স কমিটি ও সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে নিজ বক্তব্যের সমর্থনে তথ্যপ্রমাণ হাজির করেন। বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে পদত্যাগ করার এক সপ্তাহ পর বেনগাজির ঘটনায় এ শুনানি অনুষ্ঠিত হলো।
শুনানিতে পেট্রাউস কংগ্রেসের আইনপ্রণেতাদের বলেন, তিনি তাঁর জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই সিআইএর পদ ছেড়েছেন। বেনগাজির হামলার ঘটনাটি সিআইএ যেভাবে মোকাবিলা করেছে, তার সঙ্গে এই পদত্যাগের কোনো সম্পর্ক নেই।
গত ১১ সেপ্টেম্বর বেনগাজির হামলায় লিবিয়ায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন মার্কিন কর্মকর্তা নিহত হন। বিবিসি।
ডেভিড পেট্রাউস শুক্রবার হাউস ইন্টেলিজেন্স কমিটি ও সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে নিজ বক্তব্যের সমর্থনে তথ্যপ্রমাণ হাজির করেন। বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে পদত্যাগ করার এক সপ্তাহ পর বেনগাজির ঘটনায় এ শুনানি অনুষ্ঠিত হলো।
শুনানিতে পেট্রাউস কংগ্রেসের আইনপ্রণেতাদের বলেন, তিনি তাঁর জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই সিআইএর পদ ছেড়েছেন। বেনগাজির হামলার ঘটনাটি সিআইএ যেভাবে মোকাবিলা করেছে, তার সঙ্গে এই পদত্যাগের কোনো সম্পর্ক নেই।
গত ১১ সেপ্টেম্বর বেনগাজির হামলায় লিবিয়ায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন মার্কিন কর্মকর্তা নিহত হন। বিবিসি।
No comments