সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি মমতার
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার কলকাতায় তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। মমতা জানান, শীতকালীন অধিবেশনেই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।
সিপিএম, ভারতীয় জনতা দলসহ (বিজেপি) সব রাজনৈতিক দলকে এই প্রস্তাবের পক্ষে সমর্থন দেওয়ারও আহ্বান জানান মমতা। তৃণমূল সভানেত্রী বলেন, কংগ্রেস সরকার দেশজুড়ে লুটপাট শুরু করেছে। গ্যাস, সার, পেট্রলের দাম বাড়ছেই। দুর্নীতি রাশ নেই সরকারের কাছে। তাই এই সরকারের বিরুদ্ধে সরব হতে তৃণমূলের সঙ্গে অন্য সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন।
কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষে তৃণমূলের ২৭ জন প্রতিনিধি আছেন। গতকাল মমতা তাঁদের নিয়ে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, সংসদে দলের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় অনাস্থার প্রস্তাব তুলবেন।
কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষে তৃণমূলের ২৭ জন প্রতিনিধি আছেন। গতকাল মমতা তাঁদের নিয়ে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, সংসদে দলের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় অনাস্থার প্রস্তাব তুলবেন।
No comments