উগান্ডাকে আর সহায়তা দেবে না ব্রিটেন
উগান্ডা সরকারকে আর্থিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইউরোপের আরো কয়েকটি দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পাওয়া অর্থ নিয়ে উগান্ডা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দেশগুলো এ সিদ্ধান্ত নিল। ২০১৩ সালের মার্চের মধ্যে উগান্ডাকে এক কোটি ১০ লাখ পাউন্ড দেওয়ার কথা ছিল ব্রিটেনের।
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক বিভাগের (ডিএফআইডি) প্রতিবেদন অনুযায়ী, গত মাসে উগান্ডার প্রধানমন্ত্রী আমামা এমবাবাজির কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রী এমবাবাজি অর্থ চুরির ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতার বিষয় প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় উগান্ডার পুনর্গঠনের জন্য পাঠানো অর্থের অপব্যবহারের আশঙ্কা করা হয়েছে বলে মনে করছে ব্রিটিশ সরকার। সুইডেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্ক সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে।
ডিএফআইডির এক মুখপাত্র জানান, 'সহায়তার অর্থ উগান্ডার দারিদ্র্য দূরীকরণে ব্যবহার করা হচ্ছে_উগান্ডার সরকার এটা প্রমাণ না করা পর্যন্ত আমাদের এ সিদ্ধান্ত বহাল থাকবে।' সূত্র : বিবিসি।
প্রধানমন্ত্রী এমবাবাজি অর্থ চুরির ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতার বিষয় প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় উগান্ডার পুনর্গঠনের জন্য পাঠানো অর্থের অপব্যবহারের আশঙ্কা করা হয়েছে বলে মনে করছে ব্রিটিশ সরকার। সুইডেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্ক সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে।
ডিএফআইডির এক মুখপাত্র জানান, 'সহায়তার অর্থ উগান্ডার দারিদ্র্য দূরীকরণে ব্যবহার করা হচ্ছে_উগান্ডার সরকার এটা প্রমাণ না করা পর্যন্ত আমাদের এ সিদ্ধান্ত বহাল থাকবে।' সূত্র : বিবিসি।
No comments