মহাকরণে মমতার ঘোষণা ইউপিএর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল
ভারতে
কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের বিরুদ্ধে
অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল
তৃণমূল কংগ্রেস। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে এ
প্রস্তাব আনা হবে।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার পশ্চিমবঙ্গের
সচিবালয় মহাকরণে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন। লোকসভার শীতকালীন অধিবেশন
শুরু হবে ২২ নভেম্বর।
সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘কেন্দ্রীয় ইউপিএ সরকার দুর্নীতিতে ডুবে গেছে। সর্বত্র লুটপাট চলছে। এ সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই এই সরকারের এখনই চলে যাওয়া উচিত।’
অনাস্থা প্রস্তাবের পক্ষে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বাম দলগুলোর সমর্থন প্রত্যাশা করে এই সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেন, ‘এই সরকার খুচরা ব্যবসায় বিদেশি পুঁজির অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের পঙ্গু করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে অনাস্থা আনতে হবে।’
৫৪৫ আসনের লোকসভায় মমতার দল তৃণমূল কংগ্রেসের রয়েছে মাত্র ১৯ আসন। মমতার এই ঘোষণার পর পশ্চিমবঙ্গে বিরোধী দল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দাবি করেছেন, বামফ্রন্টই মূলত খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের (এফডিআই) বিরুদ্ধে আন্দোলন করছে। তিনি বলেন, ‘আমরা আছি কর্মসূচির আন্দোলনে আর মমতা আছেন ঘোষণার রাজনীতিতে। ১৯ সাংসদ নিয়ে তো অনাস্থা আনা যাবে না। আগে ঠিক হোক, কারা কারা অনাস্থার পক্ষে থাকবে।’ আর কংগ্রেস নেত্রী ও কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি বলেন, ‘অনাস্থা ওরা আনতেই পারে।’
কেরালার এম করুণানিধির নেতৃত্বাধীন ডিএমকে, উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি জানিয়েছে, তারা সংসদে খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করলেও অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকবে না।
সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘কেন্দ্রীয় ইউপিএ সরকার দুর্নীতিতে ডুবে গেছে। সর্বত্র লুটপাট চলছে। এ সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই এই সরকারের এখনই চলে যাওয়া উচিত।’
অনাস্থা প্রস্তাবের পক্ষে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বাম দলগুলোর সমর্থন প্রত্যাশা করে এই সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেন, ‘এই সরকার খুচরা ব্যবসায় বিদেশি পুঁজির অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের পঙ্গু করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে অনাস্থা আনতে হবে।’
৫৪৫ আসনের লোকসভায় মমতার দল তৃণমূল কংগ্রেসের রয়েছে মাত্র ১৯ আসন। মমতার এই ঘোষণার পর পশ্চিমবঙ্গে বিরোধী দল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দাবি করেছেন, বামফ্রন্টই মূলত খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের (এফডিআই) বিরুদ্ধে আন্দোলন করছে। তিনি বলেন, ‘আমরা আছি কর্মসূচির আন্দোলনে আর মমতা আছেন ঘোষণার রাজনীতিতে। ১৯ সাংসদ নিয়ে তো অনাস্থা আনা যাবে না। আগে ঠিক হোক, কারা কারা অনাস্থার পক্ষে থাকবে।’ আর কংগ্রেস নেত্রী ও কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি বলেন, ‘অনাস্থা ওরা আনতেই পারে।’
কেরালার এম করুণানিধির নেতৃত্বাধীন ডিএমকে, উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি জানিয়েছে, তারা সংসদে খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করলেও অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকবে না।
No comments