ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাজারীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য, বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এসব ত্রাণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি। আজ রোববার রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।


বেসরকারি টিভি চ্যানেল আইতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অগ্নিকাণ্ডে কারা ক্ষতিগ্রস্ত, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আগামী মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত দেশে আগুন লাগার প্রবণতা বেশি থাকে। তাই তিনি বিভিন্ন এলাকায় বসবাসকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।
ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে কাজে নিয়োজিত, তাতে সময়ক্ষেপণ করার মতো সুযোগ নেই। তিনি বলেন, দেশের মানুষ আপনাদের ওপর আস্থা রাখে। তাই দায়িত্ব পালনে শৈথিল্য যেন না হয়। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক করার পাশাপাশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও জোর দেন।

No comments

Powered by Blogger.