চূড়ান্ত ভোটযুদ্ধে তিন প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ ॥ কাপাসিয়া উপনির্বাচন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার তিন প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে তিন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়।


চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত সিমিন হোসেন রিমি, তার চাচা স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ আসাদুল্লাহ বাদল। শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, গাজীপুর-৪ (কাপাসিয়া) উপ-নির্বাচনে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। ওই সময়সীমার মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের নির্বাচনে প্রার্থী হিসেবে গণ্য করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের ভাওয়াল মিলনায়তনে ওই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার কার্যক্রম শুরু করা হবে। প্রতীক পাওয়ার পরই তারা আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের প্রচারণার কাজে অংশ নিতে পারবেন।
এদিকে উপনির্বাচনে চাচা-ভাতিজী তাদের মনোনয়নপত্র জমা দেয়ায় গত কয়েকদিন ধরে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনকে ঘিরে জেলার সর্বত্র নানা জল্পনাকল্পনা চলছিল। শেষ পর্যন্ত চাচা-ভাতিজী নির্বাচন যুদ্ধে থাকছেন কিনা তা নিয়েই নানা আলোচনা চলছিল। এটি ছিল গাজীপুরের টক্ অব দি ডে। বৃহস্পতিবার একাধিক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত তাদের মোবাইল ফোন বন্ধ রেখেছেন। কোন প্রার্থীই এদিন নির্বাচনী এলাকায় যাননি ।

No comments

Powered by Blogger.