রাজধানীতে ঈদের জামাত যেখানে যখন

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহ উদ্দিন।


রাষ্ট্রপতি, মন্ত্রী, বিভিন্ন দেশের কূটনীতিক, পদস্থ সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এ উপলক্ষে জাতীয় ঈদগাহকে নতুন রূপে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়। এ ছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় অনুষ্ঠিত হবে আরো চারটি জামাত।
এ ছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে চারটি করে মোট ৩৯৫টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। সংগঠনটির প্রচার সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ কামাল জানান, এ জামাতে পুরান ঢাকার বংশাল বড় মসজিদের খতিব মাওলানা জিল্লুল বাসেত ইমামতি করবেন।
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ১০টায়। খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল মাঠে সকাল পৌনে ৮টা ও সাড়ে ৮টায় দুটি জামাত, তেজগাঁও চ্যানেল আই ভবনসংলগ্ন জামে মসজিদে সকাল ১১টা ৪৫ মিনিটে, নয়া পল্টন জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, তেজগাঁও আম্বর শাহ শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, তেজগাঁওয়ে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি মাঠে সকাল ৯টায়, ফার্মগেটে বায়তুশ শরফ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ব্রাদার্স ইউনিয়নের খেলার মাঠে সকাল ৮টায়, মতিঝিল দেওয়ানবাগ শরিফে সকাল ৮টা, ৯টা ও সাড়ে ৯টায় এবং দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.