সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক মিশনের সমাপ্তি
সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা 'যুদ্ধের পথ বেছে নিয়েছে' অভিযোগ করে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনে ইতি টানার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের সহকারী শান্তিরক্ষা প্রধান এডমন্ড মুলেট। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় অবস্থান করা তাঁদের বাকি কয়েক ডজন পর্যবেক্ষক আগামী ২৪ আগস্টের মধ্যে দামেস্ক ছাড়বেন।
মুলেট বলেন, 'দুই পক্ষই সরাসরি সংঘাত ও যুদ্ধের পথ বেছে নিয়েছে, সেটা স্পষ্ট। এ অবস্থায় সহিংসতা কমাতে রাজনৈতিক আলোচনা ও মধ্যস্থতার সুযোগ প্রায় নেই বললেই চলে।'
সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক বৃহৎ শক্তিগুলোর পরস্পরবিরোধী অবস্থানের কারণে জাতিসংঘের শান্তি প্রচেষ্টা কোনো গতি পায়নি। এতে হতাশ হয়ে দুই সপ্তাহ আগে শান্তি প্রচেষ্টায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা ত্যাগ করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তাঁর চার মাসের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। সূত্র : রয়টার্স।
No comments