থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুন, নিহত ৪
থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটের একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর জানায়।
কর্মকর্তারা জানান, ভোর ৪টার দিকে ফুকেটের পাতং সৈকতের টাইগার ডিসকো নামের নাইট ক্লাবে আগুন লাগে। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কর্মকর্তারা ধারণা করছেন, বিদ্যুতের ট্রান্সফরমারে বজ্রপাতের ফলে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
ফুকেটের ডেপুটি গভর্নর চামরোয়েন তিপায়াপোংতাডা বলেন, 'অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন মারা গেছেন। তাঁরা বিদেশি নাগরিক হতে পারেন। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি।' তবে টাইগার ক্লাবে বিদেশি অতিথিদের নিয়মিত যাতায়াত আছে বলে সাংবাদিকরা জানান। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দেশি ও বিদেশি উভয় নাগরিকই রয়েছেন। সূত্র : এএফপি, রয়টার্স, বিবিসি।
ফুকেটের ডেপুটি গভর্নর চামরোয়েন তিপায়াপোংতাডা বলেন, 'অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন মারা গেছেন। তাঁরা বিদেশি নাগরিক হতে পারেন। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি।' তবে টাইগার ক্লাবে বিদেশি অতিথিদের নিয়মিত যাতায়াত আছে বলে সাংবাদিকরা জানান। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দেশি ও বিদেশি উভয় নাগরিকই রয়েছেন। সূত্র : এএফপি, রয়টার্স, বিবিসি।
No comments