ডালাসে জরুরি অবস্থা ঘোষণা-ওয়েস্ট নাইল ভাইরাসে ১৭ জনের মৃত্যু

'ওয়েস্ট নাইল' নামক একটি মশাবাহিত ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা যাওয়ার পর গত বুধবার নগরীর মেয়র মাইকেল রলিংস এ ঘোষণা দেন।


শহর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিমান থেকে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমও শুরু করে। গত ৪৫ বছরের মধ্যে এবারই প্রথম এমন উদ্যোগ নিল কর্তৃপক্ষ।
মাইকেল রলিংস ভাইরাস সম্পর্কে বলেন, 'ডালাসে ব্যাপকভাবে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের কারণে শহরে অসুস্থতা এবং প্রাণহানির সংখ্যা বাড়ছে।' যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিষেধক কেন্দ্র (সিডিসি) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর মশাবাহিত রোগে যে ৬৯৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে তাদের প্রায় অর্ধেকই টেক্সাসের। প্রশাসন ডালাসের বাসিন্দাদের এই ভাইরাস থেকে বাঁচতে মশার ওষুধ ব্যবহার করার নির্দেশ দিয়েছে। সূত্র : আল-জাজিরা।

No comments

Powered by Blogger.