নিজেকে নিলামে তুললেন এক ব্রিটিশ

এক মাস আগে চাকরি হারান ব্রিটেনের অ্যান্ডি মার্টিন। এর পর থেকেই ইন্টারনেটে নতুন চাকরির সন্ধান শুরু। এটি করতে করতেই নতুন আইডিয়া মাথায় আসে মার্টিনের। মনে হয়, ইন্টারনেটে অনেক কিছুই তো বিক্রি হয়, নিলামে ওঠে। নিজেকে বিক্রি করলে কেমন হয়?


যেমন ভাবা তেমন কাজ। অনলাইনে নিলামে কেনাবেচার ওয়েবসাইট ই-বেতে নিজেকে বিক্রি করার চেষ্টা করেন তিনি। ই-বেতে তিনি নিজের দাম ধরেছেন প্রায় ৩১ হাজার ডলার।
তিন সন্তানের জনক মার্টিন ডেইলি মেইলকে বলেন, ‘জানতাম চাকরি হারানোর পর পরিবারের দায়িত্ব আর অন্য সবকিছু মিলে আমার মেজাজ খিটখিটে হয়ে যাবে। আর তাই জীবনকে আমি কিছুটা গতিশীল করতে চাইলাম। এ কারণেই নতুন কিছু করতে চাইলাম।’
শুধু সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যোগাযোগ করা নয়, তিনি ব্লগেও চাকরি খুজতে শুরু করেন। ওয়েবসাইটগুলোতে তিনি জীবনবৃত্তান্ত জমা দেওয়াও শুরু করেন। এভাবেই একপর্যায়ে নিজেকে তিনি নিলামে তোলেন।

No comments

Powered by Blogger.