রাজনীতিরও যাত্রাবিরতি-মন্ত্রিত্ব ছাড়লেন সুরঞ্জিত

১৬ এপ্রিল পদত্যাগ
সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ব্যর্থতার দায়ভার কেবল আমারই। তাই আমি পদত্যাগ করছি
৯ এপ্রিল কেলেঙ্কারি
রেলমন্ত্রীর এপিএস, রেলের পূর্বাঞ্চলীয় জিএম ও কমান্ড্যান্ট বিপুল পরিমাণ টাকাসহ বিজিবি সদর দপ্তরে ধরা পড়েন। এ টাকা রেলমন্ত্রীর বাসায় নেওয়া হচ্ছিল অভিযোগ তুলে বিভিন্ন মহল থেকে তাঁর পদত্যাগের দাবি ওঠে
২৮ নভেম্বর শপথ
৫৫ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো মন্ত্রিত্বের শপথ নেন গত বছরের ২৮ নভেম্বর। মন্ত্রিত্ব পাওয়ার পর রেল খাতে লোকসানের পেছনের কালো বিড়ালকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন
মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির সব দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এর মাধ্যমে তাঁর ১৪১ দিনের সংক্ষিপ্ত মন্ত্রিজীবনের সমাপ্তি হলো। ‘যাত্রাবিরতি’ হলো ৫৫ বছরের রাজনৈতিক জীবনেরও।
গতকাল সোমবার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের অভিপ্রায় গ্রহণ করি। উনি সাগ্রহে সম্মতি দিয়েছেন। তাই আমি সমস্ত ব্যর্থতার দায়দায়িত্ব মাথায় নিয়ে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমার পত্র পাঠিয়ে দিয়েছি।’
প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, ‘তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণিত করে আবারও রাজনীতিতে ফিরে আসব।’ তাহলে কি আপনি রাজনীতি থেকেও সরে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক অঙ্গন থেকে যাত্রাবিরতি।’ এরপর আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই তিনি চলে যান।
গত রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে গণভবনে ডেকে নেন। এর পর থেকেই তাঁর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি পদত্যাগ করতে চাননি। তিনি মন্ত্রী থেকেই লড়তে চেয়েছিলেন। সর্বশেষ পদত্যাগের পরও দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকা যায় কি না, তাঁর পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে।
গতকাল সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা রেল ভবনে অপেক্ষা করতে থাকেন। একটি কালো জিপে করে তিনি রেল ভবনে আসেন দুপুর ১২টা ৪৮ মিনিটে। তখনো তাঁর গাড়িতে পতাকা উড়ছিল। সংবাদ সম্মেলনকক্ষে আসেন বেলা একটা ১৫ মিনিটে। পরনে ছিল সাদা পাঞ্জাবি ও বাদামি কোট, হাতে কিছু কাগজ। বক্তব্য দেওয়ার সময় কাগজে চোখ রাখছিলেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সুরঞ্জিত সেনগুপ্তের পাশে ছিলেন রেল বিভাগের সচিব ফজলে কবির এবং রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের। পদত্যাগের পর সুরঞ্জিত সেনগুপ্ত রেল ভবনের ষষ্ঠ তলায় যান। সেখানে রেলের কর্মকর্তা-কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তাঁকে। বেলা তিনটার পরপরই গাড়ির পতাকা নামিয়ে রেল ভবন ত্যাগ করেন তিনি।
সকাল থেকেই সুরঞ্জিতের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলের অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী রেল ভবনে আসেন। তাঁদের জিজ্ঞাসা ছিল, সত্যিই কি দাদা পদত্যাগ করবেন! পদত্যাগ করার পর অনেকেই মন খারাপ করেন, কাউকে কাউকে কাঁদতেও দেখা যায়। তাঁদের একজন বলেছেন, ‘দাদা রাজনীতিতে পোড় খাওয়া হলেও প্রশাসন চালাতে অদক্ষতার পরিচয় দিয়েছেন।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘৯ এপ্রিলের অনভিপ্রেত ঘটনা আমাকে হকচকিত করেছে। এ ঘটনায় আমার এপিএস এবং রেলওয়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ রেলের আরেকজন কর্মচারী নিয়োজিত ছিলেন। সুতরাং, এ দায়িত্ব অবশ্যই আমাদের মন্ত্রণালয়ে বর্তায়। আমার স্বল্প সময়ে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে স্বচ্ছতা, প্রগতিশীলতা আনতে গিয়ে যেভাবে হোঁচট খেয়েছি, এর সকল ব্যর্থতার দায়ভার কেবল আমারই।’
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের ৪০ বছরের গণতান্ত্রিক ইতিহাসে গণতন্ত্রের কেবল সুবিধা ভোগই আমরা করেছি। কিন্তু গণতন্ত্রের সংকটে আত্মত্যাগ করতে আসিনি। আজকে এই পরীক্ষার সম্মুখে এসে, জীবনের সায়াহ্নে এসে আমি দৃঢ়ভাবে বলতে চাই, ওই ঘটনার সঙ্গে আমার পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোনো সংশ্লিষ্টতা নেই। তার পরও আমি আজ গণতন্ত্রকে পরিশীলিত ও পরিমার্জিত করার জন্য একটি সাহসী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি আমার জীবনে এ রকম অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছি। কখনো নিঃসঙ্গভাবে নিয়েছি, কখনো আশেপাশে বন্ধুবান্ধবকে পেয়েছি। আজকে নিঃসঙ্গভাবেই আমি এ সিদ্ধান্ত, দায়িত্ব নিতে চাই।’
পদত্যাগের কথা বলতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পেছনে ফিরে যান। বলেন, ‘আমার নিজের বিবেক, রাজনৈতিক চেতনা, অতীতের সকল রাজনীতির ধারাবাহিকতা এবং আমার একটি স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য আছে, তার কারণে আমাকে অনেক সুহূদ সাংবাদিক, শুভানুধ্যায়ী এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।’
বর্তমান সময়কে সংকটময় রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, ‘আমি একটি দ্বন্দ্বের মুখোমুখি। আমার সামনে কঠিন পথ। প্রচলিত গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা—এ রকম সময় সবার রাজনৈতিক জীবনে আসে না। আমি উচ্চকণ্ঠে বলতে চাই, আমি দল, সরকার, আমার দলের প্রধান নেত্রীর দায় হতে চাই না। আমি কারও বোঝা হতে চাই না। আমার যে পদক্ষেপে দল, সরকার ও নেত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেটাই করি।’
রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক ৯ এপ্রিল মধ্যরাতে বিপুল টাকাসহ ধরা পড়েন। সেদিন সারা রাত তাঁদের বিজিবি সদর দপ্তর পিলখানায় আটকে রেখে পরদিন ছেড়ে দেওয়া হয়। তবে গাড়িচালক আজম খানের কোনো খোঁজ পাওয়া যায়নি। টাকার অঙ্ক সম্পর্কেও তিন রকম তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন ৩০ লাখ, কেউ বলছেন ৭০ লাখ আবার কারও মতে, আরও বেশি।
এ ঘটনার বর্ণনা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণমাধ্যম, বুদ্ধিজীবী মহল, সুশীল সমাজ এবং দলেরও দু-একজন ছাড়া সবাই তদন্ত প্রভাবমুক্ত হবে কি না, সেই প্রশ্ন তুলেছেন। অনেকেই মনে করেন, তিনি দায়িত্বে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে। পদত্যাগের মাধ্যমে এই শঙ্কা, সংশয় ও সন্দেহ দূর হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ৯ এপ্রিলের ঘটনা নিয়ে গণমাধ্যমে আর কোনো বক্তব্য দেবেন না তিনি। কারণ, এতে তদন্ত প্রভাবিত হতে পারে। দ্রুত তদন্ত দাবি করে তিনি বলেন, দ্রুত তদন্ত হলে এ নিয়ে কারও রাজনীতি করার সুযোগ থাকবে না।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর পদত্যাগ করার কারণ ব্যাখ্যা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ তৈরি করে দেওয়ার জন্যই তিনি সময় নিয়েছেন। এর মধ্যে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। গত রোববার কমিটির প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। নইলে তাঁরা আদালতে গিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করতে পারতেন।
গণমাধ্যমের সহযোগিতা চেয়ে পদত্যাগী এই মন্ত্রী বলেন, ‘সব সময় গণমাধ্যমের সঙ্গে আমার হূদ্যতা ছিল। কখনো নিজেই সংবাদ সৃষ্টি করে সহযোগিতা করেছি। কখনো কখনো নিজেই সংবাদের শিরোনাম হয়েছি। আজ আবারও শিরোনাম হয়ে আপনাদের সহযোগিতা করলাম।’
বিদায়বেলায় সুরঞ্জিত সেনগুপ্ত রেলের কর্মকর্তাদের প্রশংসা করেন। বলেন, রেলওয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সৎ ও নিষ্ঠাবান। তাঁরা নিরলস পরিশ্রম করেন। কতিপয় দুর্নীতিবাজ লোকের জন্য সবার বদনাম করা ঠিক নয়।
==========
প্রথম আলো'র পাঠকদের মন্তব্য সহ......
A.W.Haq
A.W.Haq
২০১২.০৪.১৭ ০২:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।মাইক্রোবাসের চালক আলী আজম কোথায় তার পরিবারের মত আমরাও জানতে চাই। এখন দুদকের কাজ হবে চালক আলী আজমকে খোজে বের করা আর এই বিশাল অপরাধ চক্রের সাথে জড়িত সবাইকে বিচারের জন্য আইনের কাঠগড়ায় আনা ও দোষীদের সাজা দেওয়া । ।সুরঞ্জিত সেনগুপ্ত থেকে ,ওমর ফারুক,ইউসুফ আলী মৃধা,এনামুল ও অন্যান্য সব অপরাধিদের গ্রেপ্তার,ব্যাংক- ধনসম্পত্তি বাজেয়াপ্ত করা ।
z kabir
z kabir
২০১২.০৪.১৭ ০২:১৪
আজকের পূর্বে কখনও আপনাকে সুস্থ মস্তিস্কধারি মনে হয়নি, আর মনে হওয়ার খুব কারনও জানা ছিলনা। তারপরও বাংলাদেশে আজ আপনি যে দ্রিস্টান্ত আপনি স্থাপন করলেন তার জন্য আপনাকে স্যালুট না জানিয়ে পারছিনা। আপনার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই। হয়তো আপনি দুষী প্রমানিত হবেন অথবা নির্দোষ, যাই হোক না কেন আপনার সাহসিকতার জন্য আবারও স্যালুট আপনাকে।
২০১২.০৪.১৭ ০২:২৩
ঘটনা যাই হোক না কেন, দাদা এক ভিণ্ণ উদাহরন সৃষটি করলেন, যা এর আগে কোন মন্ত্রী করেননি। শুভ কামনা।
Sarwar
Sarwar
২০১২.০৪.১৭ ০২:২৭
পদত্যাগ করে মহৎ দৃষ্টান্ত রেখেছেন কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী প্রতিশোধ নিয়েছেন । কালো বিড়াল মনে হয় উনাকে-ই কামড় দিছে । আর এই কাল বিড়াল প্রধানমন্ত্রী ই পুষেছেন । কালো বিড়ালের কামড়ে রেলমন্ত্রী আহত ।
ROB
ROB
২০১২.০৪.১৭ ০২:২৮
I am not surprised!!!!
Muhammad Shah Alam
Muhammad Shah Alam
২০১২.০৪.১৭ ০২:৩০
Someone needs to begin !
Many can learn !
Good for Democracy,
Example for the Nation !
Shipon
Shipon
২০১২.০৪.১৭ ০২:৩৫
Great man! excellent decision!! now we should learn from him, specially who are link with politics. this is the first time in Bangladesh who is willingly left ministry. we should proud for him. thanks dada.
প্রকৌশলী মোঃ  লিয়াকত আলি খান
প্রকৌশলী মোঃ লিয়াকত আলি খান
২০১২.০৪.১৭ ০২:৪১
বোধ করি সংবাদটার শিরোনাম হওয়া উচিত ছিল "মন্ত্রিত্ব গেলো সুরঞ্জিতের"" কেননা উনিতো আর সেচ্ছায় ম্যাজিক চেয়ারটি ছারেন নাই। পুরাপুরি বাধ্য হয়েই ওনাকে চেয়ারটির মায়া ছাড়তে হয়েছে।
Mehedi Hasan Rony
Mehedi Hasan Rony
২০১২.০৪.১৭ ০২:৫২
আরো আগে একে দল থেকে বের করে দেওয়া উচিত ছিল।
syed mobnu
syed mobnu
২০১২.০৪.১৭ ০২:৫৩
আঙ্কেলকে ধন্যবাদ মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার জন্য। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি যে আঙ্কেলকে রাজি করিয়ে সরিয়ে দিয়েছেন। তবে ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট লাগছে আঙ্কেলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কলঙ্ক দেখে।
afsar ahmed
afsar ahmed
২০১২.০৪.১৭ ০৩:০৮
আমরা জানিনা আসলেই কি হয়ে ছিল । তবে যাই হোক আপনার কাছ থেকে আমরা কোনো দিন ই তা আসা করি নি ।
Nehal
Nehal
২০১২.০৪.১৭ ০৩:১৪
Sounds like this is a gift from PM for minus two formula !!!
mohammad rahman
mohammad rahman
২০১২.০৪.১৭ ০৩:৩৬
শেখ হাসিনা আর খালেদার বিরুদধে অনৈতিকতার একাধিক মামলা রয়েছে ! তাদের উচিত রাজনীতি থেকে সাময়িক অবসর নিয়ে অতি দ্রুতট্রাইব্যুনালে ১ বছরের মধ্যে মামলা নিষপওিতে সাহায্য করা ! বিচার কার্য প্রণালী সরাসরী মানুষক অব হিত করা উচিত ! এখানে উললেখ্য আগরতলা মামলার দৈননদিন কার্য প্রণালী তখন পএ পএিকায় প্রকাশিত হত রোজ । বাংলাদেশের গনতানএিক সরকার ভিাইপি মামলার কার্য প্রণালী মিডিয়ার মারফতে মানুষকে অবহিত করতে পারে !
Habibullah Mizan
Habibullah Mizan
২০১২.০৪.১৭ ০৩:৪৪
গত রবিবার তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে,মধ্য রাতের এ কেলেংকারির দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করবেন কি না। উত্তরে দাদা সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেছিলেন যে,তাঁর পদত্যাগের প্রশ্ন উঠছে কেন। তার একদিন পরেই দাদা পদত্যাগ করলেন ঠিকই,তবে প্রধানমন্ত্রীর কড়া ধমক খেয়ে। কিন্তু শেষ বেলায়ও দাদা একটা চরম মিথ্যা কথা বলে গেলেন। প্রিয় বন্ধুরা,আপনারা বলেন তু দেখি সুরঞ্জিত দা'র ঐ শেষ মিথ্যা কথাটি কি?
Tutul
Tutul
২০১২.০৪.১৭ ০৩:৪৪
৫৫ বসরের রাজনৈতিক জীবন মাত্র ৫ মাসে শেষ.পদত্যাগ যখন করবেন প্রথম দিন কেন করেননি.আসলে সেন বাবু মন্ত্রিত্বের লোভ ছাড়তে পারেননি.দেখা যাক উনি আবার রাজনীতিতে ফিরতে পারেন কিনা.
Chowdhury
Chowdhury
২০১২.০৪.১৭ ০৩:৫৫
শেষ পযন্ত ধাক্কা দিয়ে বের করতে হল আপনাকে। "তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণিত করে "" কি করে নিজেকে নির্দোষ প্রমান করবেন ?? চালক ফারুক এপিএস, রেলের পূর্বাঞ্চলীয় জিএম ও কমান্ড্যান্টকে দিয়ে বক্তব্য দেওয়াবেন যে, এই ঘটনায় মন্ত্রীর কোন হাত নাই ? তাদের এই রকম বক্তব্য জনগন মেনে নিবে, বিসবাস করবে ?, আপনার রাজনৈতিক জীবন এখানেই শেষ। গুড়বাই।
Abdul Halim Miah
Abdul Halim Miah
২০১২.০৪.১৭ ০৪:০৩
সুরঞ্জিত সেনগুপ্তর পদত্যাগে আমি সহ বাংলার কোটি জনতা যারপর নাই খুশী হয়েছি। দেরীতে হলেও স্বাগতম।
Mohammed
Mohammed
২০১২.০৪.১৭ ০৪:০৫
Politics is an ugly game played by wearing beautiful masks!
salim
salim
২০১২.০৪.১৭ ০৪:১০
যুদ্ধে পঙ্গু সৈনিকের কোনো মূল্য নেই, সরকারের শেষ সময়ের যুদ্ধে সেনাপতি (প্রধানমন্ত্রী) সেটা অনুধাবন করতে পেরেছেন,এটাই জয়ের পথের আলোকবর্তিকা...ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনাকে।
mofashir
mofashir
২০১২.০৪.১৭ ০৪:১৫
বাংলাদেশর রাজনীতিতে রেলমন্ত্রী সুরঞ্জিতের পদত্যাগের মাধ্যমে নতুন অধ্যাইয়ের সৃষ্টি হল ।আর পদত্যাগের মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেলেন তা বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে ।
Abdullah Al-Mamun. রংপুর ।
Abdullah Al-Mamun. রংপুর ।
২০১২.০৪.১৭ ০৪:২২
রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় বাবু সুরন্ঞ্জিত সেন গুপ্তকে ধন্যবাদ । পদত্যাগের মাধ্যমে গনতন্ত্রের বিজয় হয়েছে । ইচ্ছায় হোক আর ইচ্ছার বিরুর্দ্ধে হোক ,নবগঠিত রেল মন্ত্রানালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে পদত্যাগ করাটা ইতিহাস সৃষ্টি এবং নতুন দৃষ্টান্ত স্থাপনের সূচনা করলো । পদত্যাগ সুষ্ঠু তদন্তের স্বার্থে হোক আর দূর্নীতিতে জড়িত থাকার কারনেই হোকনা কেন বিষয়টি আগামীতে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে বাধ্য । যদিও এপিএস এবং রেল কর্মকর্তাদের তাকে ঘিরে অর্থ কেলেঙ্কারীর কারনে তার পদত্যাগ করা অবধারিত হয়ে উঠছিল । পদত্যাগের ফলে ঘটে যাওয়া ঘটনার দ্বিতীয় অধ্যায় শুরু হল মাত্র । বাংলাদেশের ইতিহাসে কোন মন্ত্রীর বিরুর্দ্ধে সকল মহল থেকে এমন জোড়ালো পদত্যাগের দাবি ছিল প্রথম । ঘটনাটি ঘটেছে বেশ কিছু হতে চলছে কিন্তু এখন পর্যন্ত কোন মামলা হয়নি । বিজিবির হাতে আটকের পর থেকে বাকিরা ছাড়া পেলেও নিরাপরাধ ড্রাইভারের হদিস না পাওয়ায় সবার মাঝে সন্দেহের দানা বাধছে । পদত্যাগে কি শেষ ? না তা হতে দেয়াটা ঠিক হবেনা । এটা আমাদের মনে রাখতে হবে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের দূর্নীতির কারনে যোগাযোগ মন্ত্রানালয়কে ভেঙ্গে রেল মন্ত্রাণালয় গঠন করে সুরন্ঞ্জিতকে দায়িত্ব দেয়া হয়েছিল । তাই শুধু পদত্যাগের মাধ্যমে নয় বিচারের মাধ্যমে সকল অধ্যায়ের সমাপ্তি ঘটুক এটাই দেশবাসীর চাওয়া ।
২০১২.০৪.১৭ ০৪:৪২
Papi ke ghrina koro, pap ke noy..............coz, pap was created by papi.
Melon Pathan
Melon Pathan
২০১২.০৪.১৭ ০৪:৫৪
সরকারের যে ঘনিষ্ঠ সুত্রের কথা সংবাদে ছাপা হয়েছে এই ঘনিষ্ঠ সুত্রের কথাটি প্রকাশ করুন।
Maniur Rahman
Maniur Rahman
২০১২.০৪.১৭ ০৫:০৮
'অর্থই অনর্থের মূল' এই কথাটি অনেকাংশেই সত্য। দেশে দেশে যত অনর্থ সৃষ্টি হয়েছে তার অনেক ঘটনার পেছনেই এই অর্থ জড়িত। প্রশ্ন হলো জীবন ধারনের জন্য মানূষের কত টাকার প্রয়োজন পড়ে? শুধু টাকাই কি মানুষের জীবনের সকল সুখ-সম্মান এনে দিতে পারে? বাস্তবে প্রচুর অর্থশালী হয়েও অনেকে প্রকৃত সুখের দেখা পাননা। আবার সামান্য আয়ের টাকায়ও মানুষ পরিপুর্ণ সুখী জীবিন অতিবাহিত করেন। এখানে পার্থক্য শুধু চাহিদার উপর। মানুষ জীবনের চাহিদাকে যত বেশী বাড়াবে, তার জীবনে অশান্তিও তত বাড়বে। আর চাহিদা যত কম থাকবে, তার জীবনে অশান্তিও তত কম আসবে।
আমাদের দেশের বা পৃথিবীর যে কোন দেশেরই একজন মন্ত্রী হওয়া কিন্তু কম সৌভাগ্য বা কম গৌ্রবের নয়। আর কয়জন মানুষই বা মন্ত্রী, এমপি বা সরকারী বড় কোন কর্মকর্তা হতে পারেন? কর্ম জীবনে তারা যে স্বাভাবিক সুযোগ-সুবিধাদি পেয়ে থাকেন তা আর দশটা মানুষের তুলনায় অনেক বেশী। তারপরও কেন তাদের আরো বেশী অর্থের প্রতি এত লোভ? আর এই লোভ করতে গিয়ে অসৎ উপায়ে অর্থ অর্জনের চেষ্টা। কিন্তু ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়ালো? অর্থও গেল, মানও গেল আরো গেল সারা জীবনের সঞ্চিত সকল গৌ্রব-সম্মান। রইল শুধু চরম অপমান আর কালিমা যা বয়ে বেড়াতে হবে সারা জীবন। এখন কি হবে এত সব টাকা দিয়ে? সুতরাং বেশী টাকা আর নয়।
Ruhel  Ahmed
Ruhel Ahmed
২০১২.০৪.১৭ ০৫:১৪
সর্বশেষ পদত্যাগের পরও দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকা যায় কি না, তাঁর পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে'' কি স্বাদ মন্ত্রীত্বে !বাংলাদেশে এর চেয়ে এত উচ্চ আয়ের পদ কি আর আছে ?
tareq
tareq
২০১২.০৪.১৭ ০৫:২৪
I salute this great leader and appreciate his remarkable decision....hope politics of Bangladesh will change.
Shoyeb Miah
Shoyeb Miah
২০১২.০৪.১৭ ০৫:৩৮
I appreciate your decision of resignation from the Post of Railway Minister since you failed to bring even a slight change in the railway sector.
Khairul Alam
Khairul Alam
২০১২.০৪.১৭ ০৬:৩৩
I think this is a significant millstone in Bangladeshi political history.
It is my cordial gratitude to Mr Gupta making this example of best practice & positive political style. His decision will be creating an example in Bangladeshi politics. We must respect this great politician because he has stepped down despite the real & true fact that it is still not proven & no one able to give 100% confirmed evidence that Mr Gupta was involved. But still he is resigning just because people are in doubt.
We must think and compare the action this great politician has taken versus the activities taken by others in the past. In particular, the scale of corruption made by Mr Rahman, his family and their associates just few years ago during the previous political government. Did they resign; did they feel sorry to nation?
And I believe the reason why a country can’t make much progress along a linear path instead moving around a circular path (where repetitions are eminent) is : People of that country forget the history so quickly that allows repetition.
আলী রেজা
আলী রেজা
২০১২.০৪.১৭ ০৭:১৮
আপনি নির্দোষ কিনা; তদন্তসাপেক্ষ ব্যাপার। তবে, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আপনার এই রাজনৈতিক আত্মত্যাগ, আমাদের সকল রাজনীতিক, আমলা, দায়িত্বশীলদের জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে চির অম্লান থাকবে। নির্দোষ প্রমাণিত হয়ে আবারো রাজনৈতিক মঞ্চে ফিরে আসুন, এই শুভকামনা রইলো।
salahuddin
salahuddin
২০১২.০৪.১৭ ০৭:১৯
We are sorry for the incident.Mr Sen has done his part.....now It's the duty of the Concerned department to investigate and publish the facts and honor the innocent persons.
C.M. Mashiur Rahman Khan
C.M. Mashiur Rahman Khan
২০১২.০৪.১৭ ০৭:২২
বাসর ঘরে বেড়াল মারার একটা প্রবাদ আমাদের দেশে চালু আছে। তার মানেই হলো সময়মতো প্রয়োজনে কঠোর হওয়া । প্রধানমন্ত্রীর এ সিদ্বান্তটি খুবই সময়োপযোগি এবং সাহসি। তাকে সাধুবাদ জানাতেই হয়। তবে প্রধানমন্ত্রী যদি অন্তত: আর একটি বেড়াল মারতে পারতেন তাহলে মালয়েশিয়ার সাথে আমাদের ৫০ বছরের গোলামি চুক্তিতে এত বেশি খেসারত দিতে হতো না। তাহলে কি আবুল হোসেনের পর দাদাকে সেভ করার ঝুকিটা প্রধানমন্ত্রী নিতে চাননি ? কিন্তু ঝুকি যে তার পরও থেকে গেলো ! গাড়ির চালক আযমকে যে পাওয়া যাচেছনা ,এটা কিসের আলামত ?ও ঠিকমতো বেচে আছে তো ?
Emdadul Hossain Monju
Emdadul Hossain Monju
২০১২.০৪.১৭ ০৭:৩৯
গনতন্ত্রের জন্য পদত্যাগ করলে আপনি প্রথম দিন ই পদত্যাগ করতেন এত বাহানা করতেন না। দুর্নীতিবাজ মন্ত্রীর মুখে গনতন্ত্রের কথা মানায় না।
Md. Monirul Islam
Md. Monirul Islam
২০১২.০৪.১৭ ০৮:০০
দাদা! ও দাদা! চলে যাচ্ছেন যান কিন্তু আবার ফিরে আসার দরকার নাই। ৫৫ বছরে অনেক বলেছেন, অনেক করেছেন কিন্তু নিজের ছাড়া জাতির কোন উপকারে আসেন নাই তাই এখন বাদ দেন। দয়া করে আর যেন আসবেন না।
২০১২.০৪.১৭ ০৮:১১
উনি (সুরঞ্জিত সেনগুপ্ত) খুব ভালো লোক ছিলেন, আমি খুশি হয়েছি উনি পদত্যাগ করেছেন বলে, বাংলাদেশে মনে হয় এই প্রথম এ ধরনের কোন কারনে কোন মন্ত্রী পদত্যাগ করলেন, আমি সবচেয়ে বেশি খুশি হব যখন উনি নির্দোষ প্রমাণিত হবেন এবং আসল দোষী ব্যক্তির শাস্তি হবে।
এবং ঐ ড্রাইভারের খোজ মিলবে, তবে ষড়যন্ত্র কিন্তু ড্রাইভারের বিরুদ্ধে চলছেই, উনাকে (ড্রাইভারকে) দোষী বানানোর চেষ্টা চলছে, স্যালুট উনাকে।
Farid
Farid
২০১২.০৪.১৭ ০৮:১৫
অত্যন্ত প্রয়োজনীয় লিখাটি লিখেছেন জনাব খান তাই বিনম্র চিত্তে সশ্রদ্ধ সালাম আপনাকে, অন্তষ্টিক্রিয়াটি যদি রঞ্জিত বাবুর রাজনীতির সঙ্গে সঙ্গে দেশের অন্য দুর্নীতিবাজদেরও হতো, তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম...
Idris Hossain
Idris Hossain
২০১২.০৪.১৭ ০৮:২৩
সুরঞ্জিত সেনগুপ্ত রেলের কর্মকর্তাদের প্রশংসা করেন। বলেন, রেলওয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সৎ ও নিষ্ঠাবান । আ কথা গুলু মিথা কথা । রেলের কর্মকর্তা সব লোক দুর্নীতিবাজ ।
Ferdosh Epon
Ferdosh Epon
২০১২.০৪.১৭ ০৮:২৬
........কালো বিড়ালকে খুঁজে বের করতে গিয়ে নিজেই কালো বিড়াল হয়ে গেলেন ।
ছাইফুল
ছাইফুল
২০১২.০৪.১৭ ০৮:২৭
বাংলাদেশে গনতন্ত্রের চাকা ঘোরা শুরূ হল মাএ,এ ব্যাপারে সকল প্রশংসার দাবীদার হল আমাদের প্রধান প্রধানমন্ত্রী কারন তিনি সুরঞ্জিত বাবু কে পদত্যাগ করতে বাধ্য করেছেন।সুরঞ্জিত বাবু প্রথম দিন স্বেচ্ছায় পদত্যাগ করলে তার মান যেত না বরং সন্মান বাড়ত,তা না করে তিনি এপিএস এর পক্ষে সাফাই গেয়েছিলেন!
Sheikh Rafiq
Sheikh Rafiq
২০১২.০৪.১৭ ০৮:২৮
হাওয়া ভবন শুধু টাকা কামানোর কারখানা ছিল না। একই সঙ্গে তা ছিল পাওয়ার হাউস।
২০১২.০৪.১৭ ০৮:৩৮
Sir's resign from Railway is not the solution. We, who love our country strongly want Railway in a progressive state. Why day by day Railway failed to become a profitable organization where Railway of other countries are doing so tremendously by providing excellent speed, luxurious facilities, safety with timeliness for all classes passenger. We dream simply- when will we find our Railway Dept. like other developed countries. We have to understand only Railway can eradicate, decrease traffic jam and save our valuable time. I personally hope - better days will come again on our Railway.
Md. Khairul Islam
Md. Khairul Islam
২০১২.০৪.১৭ ০৮:৪৪
ধন্যবাদ সুরঞ্জিত দাদাকে। তিনি একটি পথ সৃষ্টি করলেন যে, পদত্যাগ করার। আরো অনেক মন্ত্রীর ইতিমধ্যে পদত্যাগের মত ঘটনা বা অপরাধ করেছেন। কিন্তু তারা অহংকারী এবং দেশের কলঙ্ক। তাই দাদাকে ধন্যবাদ যে তিনি 'ব্যর্থতার দায়ভার কেবল আমারই' বলে পদত্যাগ করেছেন । এই পদত্যাগ রাজনীতিক আমলাদের জন্য একটি মাইল ফলক।
২০১২.০৪.১৭ ০৮:৫১
আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দেশে ঐ একটি দুর্নিতীবাজ মন্ত্রী ছিল
kayes
kayes
২০১২.০৪.১৭ ০৮:৫২
সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেন নিজেকে অনেক ভাবে ৭০ লাখ টাকা বিষয় থেকে নির্দুশ প্রমান করতে চেয়েছেন, কিন্তু অবশেষে নিজেই মন্ত্রী পদ থেকে সরে গেলেন, আমি যেহেতু জানিনা তিনি কেমন মানুষ অতএব তার সম্পর্কে কোন কিছুই বলতে চাই না, তবে এতটুকু বলতে চাই তিনি যদি জানেন তিনি ভাল তাহলে এই বিষয়ে দুঃখ পাবার কোন কারন নেই, কারন তিনি যদি এই ঘটনার সাথে জড়িত নাও থাকেন মানুষ যা চিন্তা করার করে নিয়েছে, জনতার চিন্তা শত চেষ্টাও পরিবর্তন করা সম্ভব হবে না,
khairul islam
khairul islam
২০১২.০৪.১৭ ০৮:৫৩
এটাই যদি করলেন তাহলে এত পানি ঘোলা করলেন কেন ? আওয়ামী লীগকে যে ডুবালেন তার কী হবে .....................
Naser Babu
Naser Babu
২০১২.০৪.১৭ ০৮:৫৪
দারা জন্য কষ্ট হয়, সামান্য ৭০ লক্ষ টাকার জন্য কিনা পদত্যাগ করতে হলো!
আর যারা কিনা পাবলিকের হাজার হাজার কোটি টাকা খেয়ে বহাল তবিয়তে আছে , সেই অর্থে এটা দাদার প্রতি বড় অবিচার হয়ে গেল;
আমি খুবই দাদার জন্য দুঃখে ভারাক্রান্ত হলাম :(
Z Iqbal
Z Iqbal
২০১২.০৪.১৭ ০৮:৫৫
অবশেষে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করলেন। কিন্তু এর মধ্যে অনেক জল গড়িয়ে গেলো। মুহুর্মুহু নিজের অবস্থান বদল করলেন, মিডিয়ার উপর গোসসা হলেন, কত কীই না করলেন। ব্লগ সাইট গুলোর বদৌলতে সবাই তাঁর অনেক অজানা কাহিনীই জানতে পারলো অবশেষে। সুরঞ্জিত বাবু সবার জন্য এখন একটি পড়ে ফেলা বই। নিজের ভাবমুর্তিটাই পালটে ফেলে (নাকি এটাই আসল ভাবমুর্তি?) শেষ অবধি যা করা অবধারিত ছিল তাই করলেন। একজন এত অভিজ্ঞ রাজনিতিক যে এতটা দিশেহারা হতে পারেন তা ভাবাই কঠিন।
Mahamud
Mahamud
২০১২.০৪.১৭ ০৮:৫৫
গত রাতে মুন্নিসহা বললেন, দূর্নীতি নাকি সরকারী কর্মচারীদের পৈত্রিক সূত্রে পাওয়া, আর এই দূর্নীতি বাজদের কবলে পড়ে রাজনীতিকেরা বার বার পাঠাবলী হয়।।--- কিন্তু আমার প্রশ্ন কোন রাজনৈতিক ছত্রছায়া, আশ্রয়-প্রশ্রয় ছাড়া কি এদেশের কোন কাক-পক্ষিরও কি দূর্নীতি করার সুযোগ আছে?? একজন সাংবাদিকের এমন মন্তব্য করার কি মানে হতে পারে???
Md. Faruq
Md. Faruq
২০১২.০৪.১৭ ০৮:৫৫
কথায় আছে চোরের মুখে রাম রাম!!
উনি বলেছেন রেলওয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সৎ ও নিষ্ঠাবান!!
ধরে উনার মত না করতে পারে না।
২০১২.০৪.১৭ ০৯:০০
We want that all bank accounts of Suranjit, his wife and son should be freezed to recover black money and deposit them to govt exchequer immediately.
Mahbubul Hoque
Mahbubul Hoque
২০১২.০৪.১৭ ০৯:০১
হেডিংটি হওয়া উচিত ছিল মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন সুরঞ্জিত।
Halim Shan
Halim Shan
২০১২.০৪.১৭ ০৯:০৪
This is the way how things should move. Mr. Gupa, it is your bad luck that you are a not an Abul Hossain rather a sonskerbadi. So Abul Hossain will get protection from our PM even when his crime is initially proved by Candian police and you have to go.
arman shams
arman shams
২০১২.০৪.১৭ ০৯:০৫
well said mr. gupt but u were caught red handed-- whatever happened in RAIL U r liable. if u r not guilty then prove urself right---otherwise u have to be punished for ur deeds
Farina
Farina
২০১২.০৪.১৭ ০৯:১০
রেলগাড়ি ঝমাঝম / পা পিছলে আলুর দম / আলুর ভিতর পোকা / বসতা ভরা টাকা / কোথায় যাবে গাড়ি / কালো বিড়াল এর বাড়ি / বিড়াল বলে মাফ চাই / Ministry দরকার নাই / ভিখখা চাই না কুততা সামলা / Resign করলাম দিস না মামলা .।
Tapan Bhattacharjee
Tapan Bhattacharjee
২০১২.০৪.১৭ ০৯:২৩
Only possible by Dada! Who's has stolen core core taka and gone away from country to avoid justice and they have chance to be PM in Bangladesh in future , PM done black money white but nobody is telling to relinquish them.
So, we are waiting to see the gentle men's (self declared) responsible comments.
Dr. Shafiq mahmud
Dr. Shafiq mahmud
২০১২.০৪.১৭ ০৯:২৭
Good. He is gone people are very happy I guess.....Go and see how trains are running over the last couple of days..Way..way behind schedule.....He was trying to do something good...lot of people went against him....70 Lacs is nothing for politicians.....billions of dollar has been stolen earlier...otherwise how can people live in places like London and Bangkok for years....these places are very costly....
nur alam
nur alam
২০১২.০৪.১৭ ০৯:২৯
যে দেশে স্বাধীনতা বিরোধী অপরাধীরা প্রধান বিরোধী দলের সাথে স্বাধীন দেশের রাজনীতিতে অংশ নিতে পারে! সে দেশের সৎ মুক্তিযোদ্বা সুরঞ্জিতের মত রাজনীতি বিদের জন্য এর চেয়ে ভাল কিছু আশা করা ভুল !
২০১২.০৪.১৭ ০৯:৩২
একদিন আগে উনি বললেন উনার পদত্যাগের প্রশ্নই উঠেনা, তারপর করলেন, এতে কি বার্তা পাওয়াগেল? ধামাচাপা যেয়া সম্ভব হয়নি, বিজিবির নিকট তথ্যের সাতে মিলানো যানি।
M Z HAQ
M Z HAQ
২০১২.০৪.১৭ ০৯:৩৩
Disappointing to see most readers posting comments accusing this veteran politician for the incident with which he may or may not have any connection. Some of us really tired of reading one-sided comments published by Prothom Alo. T
Masuk-E-Kibria
Masuk-E-Kibria
২০১২.০৪.১৭ ০৯:৩৮
ধন্যবাদ সেন বাবুকে!!! কথা রাখার জন্য। মন্ত্রী হওয়ার পর বলেছিলেন দুণীতির কালো বিড়াল খুজে বের করবেন,তাই করে দেখিয়েছেন।তাতে মন্ত্রীত্ব যাক অথবা দল ডুবুক।কালো বিড়ালগুলো আসলে কোথায় থাকে আমরা পরিস্কারভাবে বুঝতে পারলাম।
Omar Farok Khan
Omar Farok Khan
২০১২.০৪.১৭ ০৯:৪০
Mr.suronjit`s resign prove that present government is fully corrupted which we known to all.
Mohammed
Mohammed
২০১২.০৪.১৭ ০৯:৪২
সুরবাবু অসুরের শিকার !
২০১২.০৪.১৭ ০৯:৪৫
বাঘে ধরলে ছাড়ে... হাসিনা ধরলে ছাড়ে না... কি ভাবে যেন সব ফলে যায়...
Md. Wahidul Islam
Md. Wahidul Islam
২০১২.০৪.১৭ ১০:১৪
সেই তো জল খেলেন দাদা, কিন্তু ঘোলা করে খেলেন। প্রথমেই পদত্যাগ করলে রাজনীতি থেকে এভাবে মাথা নিচু করে বিদায় নিতে হতোনা।
Md.Nahid Ahmed
Md.Nahid Ahmed
২০১২.০৪.১৭ ১০:১৮
ভাল তাহলে মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির সব দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এর মাধ্যমে তাঁর ১৪১ দিনের সংক্ষিপ্ত মন্ত্রিজীবনের সমাপ্তি হলো। ‘যাত্রাবিরতি’ হলো ৫৫ বছরের রাজনৈতিক জীবনেরও। এটাই প্রয়োজন ছিলো রাজনৈতিক অঙ্গনে। ধ্যনবাদ জানাই সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করার জন্য।
ঈশা খাঁ
ঈশা খাঁ
২০১২.০৪.১৭ ১০:২৩
বাংলাদেশের মন্ত্রীরা বড়ই নির্লজ্জ। তবুও বলবো সুরঞ্জিত সেনগুপ্ত অন্যসব মন্ত্রীদের জন্য অনুকরনীয় কিছু করে গেলেন। শেখ হাসিনাকেও ধণ্যবাদ। আশারাখি আপনি আপনার মন্ত্রীদেরকে আরো গাইড করবেন। কারণ যে কোন সরকারের বদনামির কারণ হলো এদের লোভ লালসা।
বাবুল করিম
বাবুল করিম
২০১২.০৪.১৭ ১০:২৩
ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ বাংলাদেশে এটাই প্রথম নয় – এর আগেও ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীত্ব থেকে অনেকেই পদত্যাগ করেছেন; যেমন - বেগম খালেদা জিয়ার প্রথম(১৯৯১-১৯৯৬) সরকারের শিল্পমন্ত্রী জহিরুদ্দীন খান পদত্যাগ করেন সার সঙ্কটের দায় নিয়ে, শেখ হাসিনার প্রথম(১৯৯৬-২০০১) সরকার থেকে পদত্যাগ করেছিলেন আফসার উদ্দিন আহমদ এবং জোট সরকার(২০০১-২০০৬) থেকে পদত্যাগ করেছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।কিন্তু যেসব সমস্যা অথবা অভিযোগের জন্য তাঁরা মন্ত্রীত্ব ছেড়েছিলেন, সেগুলোর কোন সমাধান কী অদৌ হয়েছে?
al amin
al amin
২০১২.০৪.১৭ ১০:৩০
সারা জীবন 'বড় গলায়' কথা বলতে বলতে শেষ বেলায় এসে নিজেই 'ছোট' হয়ে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত। অর্থ কেলেঙ্কারির মতো ন্যক্কারজনক ঘটনার 'দায় কাঁধে' নিয়ে গতকাল সোমবার রেলমন্ত্রীর পদ ত্যাগ
mm Uddin
mm Uddin
২০১২.০৪.১৭ ১০:৩৯
পৃখিবীতে যে ব্যক্তি মূখে বড় বড় কথা বলে তার পরিনতি এমনি হওয়া উচিত।
Nazrul
Nazrul
২০১২.০৪.১৭ ১০:৪৫
I am very much shocked in this rgd. I can't do believe it that Mr.Sen is related with this correption. if any politician can say that Im honest, yes, Mr.Sen can tell it but what we have seen. Whole bangladesh is boom..........what happened. Mr.Sen we love you very much.pls...pls prove it that you don't know anything of this money. we don't want to loss you. Bangladesh need you........
al amin
al amin
২০১২.০৪.১৭ ১০:৪৮
সুরঞ্জিত সেনগুপ্ত দুঃখ প্রকাশ করলেন না। দুঃখে, ব্যথিত চিত্তে বলি, তিনি ট্রেন ফেল করেছেন। লাইনচ্যুত ট্রেনে চেপে তিনি এখন মহানুভব হওয়ার দাবি করছেন। ধরে নিই, পিলখানা উপাখ্যানে কিছু একটা রহস্যের গন্ধ আছে। তদুপরি তাঁর গত পাঁচ দিনের বক্তব্যের অসংগতি স্পষ্ট করে যে একটি কালো বিড়াল যেন আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে।ত এটি কোনো মামুলি পদত্যাগ নয়। স্বতঃস্ফূর্ত পদত্যাগ নয়, তিনি অপসারিত হয়েছেন।
Syed Zahirul Islam
Syed Zahirul Islam
২০১২.০৪.১৭ ১০:৪৮
অন্যের বদদোয়া লেগেছে। এজন্যই, কথা যত কম বলবেন ততই শ্রেয়। মন্ত্রিত্ব পাবার আশায় সবাইকে ঊনি লেবু গাছের কাঁটার খোঁচা দিয়েছিলেন। মনে পড়ে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ???
MD GOLAM KUDDUS
MD GOLAM KUDDUS
২০১২.০৪.১৭ ১০:৫৩
প্রথম প্রশ্ন- ৯ এপ্রিল রাতে আসলে কি ঘটেছিল?
দুই- গাড়ি চালক আজম কেন গাড়িটি নিয়ে বিজিবি সদর দফতরে ঢুকলেন?
৩- বিজি সদর দফতরে ঢুকতে গেলে পূর্বানুমতি নেওয়াটা বাধ্যতামূলক অর্থাৎ অপরিচিত যে বা যারা কিংবা কোন অপরিচিত বাহন ঢুকার পূর্বে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে চালক আজম সরাসরি কিভাবে বিজিবিতে ঢুকলেন? এখানে কি অন্য কোন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছে?
চার- বিজিবি সদর দফতর অত্যন্ত সুরক্ষিত একটি এলাকা সেখানে কি এভাবে ঢুকা সম্ভব?
পাঁচ- বিজিবি গেটে যাওয়ার আগে চালক নিউমার্কেট থানা এলাকা অতিক্রম করে এসেছে। তাহলে গাড়িটি নিয়ে থানায় কেন ঢুকলো না?
ছয়- বিজিবি সদর দফতরে আটককৃতদের আটকে না রেখে কেন তাদেরকে নিকটবর্তি পুলিশ স্টেশনে দেওয়া হলো না? এই ঘটনার নেপথ্যে কি কোন কিন্তু আছে, থাকলে সেটা কি? এরকম আরো অসংখ্য প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে। এসব প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। এসব প্রশ্নের জবাব পাওয়া গেলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করা যায়।
কিন্তু এখন আরেকটা প্রশ্ন উঠেছে যে এসব ঘটনার নেপথ্যের কাহিনী কি আদৌ বের হবে না কি ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করা হবে?
Sharif
Sharif
২০১২.০৪.১৭ ১০:৫৯
বুদ্বিমানেরা কখনো ভুল করেনা আর যদি কখনো ভুল করে তাহলে চরম ভুল করে যার কোন সীমানা থাকেনা ।
Md. Jabed Amin
Md. Jabed Amin
২০১২.০৪.১৭ ১১:০২
The Minister is out but what about the Driver-Azam? We want know where the driver is???
sohag
sohag
২০১২.০৪.১৭ ১১:০৫
"সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি পদত্যাগ করতে চাননি। তিনি মন্ত্রী থেকেই লড়তে চেয়েছিলেন। সর্বশেষ পদত্যাগের পরও দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকা যায় কি না, তাঁর পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে"।
আসলেই এটা সত্য কথা, তবে ঠেলায় পড়লে বাঘে ঘাস খায় ।

২০১২.০৪.১৭ ১১:০৭
@Sheikh Rafiq
- হাওয়া ভবনের কাহীনি শুধু শেখ হাসিনার বক্তব্যেই শুনতাম, গত পাঁচ বছর ‍জরুরী সরকার ও আওয়ামীলীগ মিলে হারিকেন দিয়ে দূর্নীতি খুঁজে অবশেষে বের করেছে খালেদা জিয়া সময় মত ট্যাক্স দেয়নি। টাকাই যদি অবৈধ হবে তাহলে ট্যাক্সের প্রশ্ন ‍আসবে কেন?
Jamil Razib
Jamil Razib
২০১২.০৪.১৭ ১১:০৮
দুর্নীতি হয়ে থাকলে বিচার হতে হবে এটাই নিয়ম সব দেশে কিন্তু গত ২ দিন ধরে দেখছি অনেকেই সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করার জন্য ধণ্যবাদ দিতে উটে পরে লেগেছেন। হায়রে বাংগালি জাতি।দুর্নীতি বিএনপি করেছে এখন আওমিলীগ করছে. আবার হয়ত কেউ এসে করবে আর আমরা হাততালি দিয়ে বরন করে নিব, বাহ বাহ। আমাদের আসলে সব কিছুই হজম হয়ে যায়। ইচেছ হলে নিজের দেশটাকে ও গিলে খেতে পারব।
Sharif
Sharif
২০১২.০৪.১৭ ১১:০৮
বুদ্বিমানেরা কখনো ভুল করেনা আর যদি কখনো ভুল করে তাহলে চরম ভুল করে যার কোন সীমানা থাকেনা ।
shakhor
shakhor
২০১২.০৪.১৭ ১১:০৮
সুরঞ্জিত সেনগুপ্ত অপেক্ষা বড় বড় দুর্নীতিবাজ দেশে রাম রাজত্ব করে যাচ্ছেন। কিন্তু বাবু কম সময়েই ঝামেলায় জড়িয়ে পড়লেন।
২০১২.০৪.১৭ ১১:১০
ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেই কি সব সমাধান ?
২০১২.০৪.১৭ ১১:১১
সেন বাবু যদি নোংরা রাজনীতির স্বীকার হয়ে থাকেন, তবে বলতে হয় এই রাজনীতিকে নোংরা করেছে ইনার মত নোংরা রাজনীতিবিদরা, এদেরকে আস্তাকুড়ে ছুড়ে ফেলাই উচিত, যারা গরীব মানুষের রক্ত চুষে খায়। খুব শিগগিরই জনগণ এর প্রতিশোধ নেবে।
২০১২.০৪.১৭ ১১:১৫
উনি যে বড় বড় কথা বলতেন তাতে উনাকে ভালই মনে হত। আমার মনে হয় শুধু পদত্যগ না উনার আর জীননে রাজনীতিতে আসা উচিত না, লজ্জা থাকলে আর কোনদিন আসবেন না, আর যদি বেহায়া হয়ে থাকে তাহলে ........................তো...............
Faruk Hossain
Faruk Hossain
২০১২.০৪.১৭ ১১:১৭
দাদা, এইটা আপনি কি বললেন - " ব্যর্থতার দায়ভার কেবল আমারই। তাই আমি পদত্যাগ করছি!" দুই দিন আগেও-তো সাফাই গাইছিলেন নিজের পক্ষে। আপনার বক্তব্য স্ববিরোধী।
ujjal biswas
ujjal biswas
২০১২.০৪.১৭ ১১:২০
I believe Mr.Dada is victim of conspiracy. We are confuse about the fair report.
Faruquzzaman
Faruquzzaman
২০১২.০৪.১৭ ১১:২১
সুরঞ্জিত সেনগুপ্তের উচিৎ এখন তার ব্যাক্তিত্ব টিকিয়ে রাখা আর্থৎ নিজেকে নির্দোষ প্রমান করা। তিনি গনতন্ত্রের কথা বলেচেন কিন্তু এখন উচিত আত্তরকখা।
abdul samad
abdul samad
২০১২.০৪.১৭ ১১:২৫
ড্রাইভার ভাই একটা সাহসী কাজ করেছেন। আমরা তার নিরাপত্তা চাই। আমরা তাকে মিডিয়ার সামনে দেখতে চাই।
Ahsan Habib
Ahsan Habib
২০১২.০৪.১৭ ১১:২৯
সেই মন্ত্রিত্ব ছাড়লেনই শুধু কয়েকদিন দেশে সমালোচনার জোয়ার তুলেছিলেন কেন???
Asma Binte Rafiq (From Oman)
Asma Binte Rafiq (From Oman)
২০১২.০৪.১৭ ১১:২৯
মহাজোট সরকারের আমলে শেয়ার কেলেঙ্কারি ও পরে সালমান এফ রহমানকে শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার পর তিনি মন্তব্য করেছিলেন ‘শুঁটকির বাজারে বেড়াল চৌকিদার’। পরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তার ‘রেলের কালো বেড়াল’ মন্তব্য বেশ বিতর্কের জন্ম দেয়।
কালো বিড়ালকে খুঁজে বের করতে গিয়ে নিজেই কালো বিড়াল হয়ে গেলেন ..................
Md. Shawkat Ali
Md. Shawkat Ali
২০১২.০৪.১৭ ১১:৩৭
বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ঘরে বাইরে ষড়যন্ত্রের শিকার। তাকে জাতি মনে রাখবে।
Md Nazim Uddin Sylhet
Md Nazim Uddin Sylhet
২০১২.০৪.১৭ ১১:৪১
ধন্যবাদ সুরঞ্জিত দাদাকে। তিনি একটি পথ সৃষ্টি করলেন যে, পদত্যাগ করার।
বাবুল করিম
বাবুল করিম
২০১২.০৪.১৭ ১১:৪৪
“সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি পদত্যাগ করতে চাননি। তিনি মন্ত্রী থেকেই লড়তে চেয়েছিলেন। সর্বশেষ পদত্যাগের পরও দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকা যায় কি না, তাঁর পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে।” তাহলে কী তাকে বহিষ্কার করা হয়েছে নাকি পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে? এখানে তার কৃতিত্ব কোথায়?
mahfuza bulbul
mahfuza bulbul
২০১২.০৪.১৭ ১১:৫০
মানুষ মাত্রই ভুল করে। তবে বড় মানুষ সুরঞ্জিত বাবু,বড় বেশি ভুল করেছেন । তিনি রেলের কালো বিড়াল ধরার চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী হলেন। তিনি জানলেন না, তার অতি নিকট /বিশ্বস্ত জনই দুর্নীতিতে আকণ্ঠ ! এখন তার নীলকণ্ঠ হওয়া ছাড়া উপায় কী !
Kazi Rizvi
Kazi Rizvi
২০১২.০৪.১৭ ১১:৫৩
সুরঞ্জিত বাবু কি নিজে নিজে পদত্যাগ করেছেন? নাকি করানো হয়েছে? কয়েকদিন আগেই বললেন তিনি পদত্যাগ করবেন না। প্রথম দিন এপিএস এর পক্ষে সাফাই গাইলেন। দ্বিতীয় দিন বললেন জিএমকে সরিয়ে দেয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের নাই। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পাঠালেন, পরেরদিন তিনি পদত্যাগ করলেন। এ সব ঘটনাবলির অর্থ কি দাঁড়ায়? আর পদত্যাগের দৃষ্টান্ত এটাই প্রথম না। জোট সরকারের সময় জ্বালানী মন্ত্রীও বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে। অথচ তিনি এভাবে হাতে নাতে টাকাসহ ধরা পড়েন। নাইকো তার মন্ত্রণালয়কে একটি গাড়ি দিয়েছিল যা তিনি ব্যবহার করতেন।
Nasir ALI
Nasir ALI
২০১২.০৪.১৭ ১২:৪২
There might be more illegal money had been carried to the house of minister or elsewhere, and only the vital witness is honest driver Mr. Azam. If Azam is available to the media there will be a shock of discovery of the that bribe pouring in the high ranking of the present government. Media should give more attention to get free Mr. Azam to get real truth of the present and previous fact of the bribe.
I salute Mr. Driver where ever you are, and your are sooooo Honest.
MD BASED
MD BASED
২০১২.০৪.১৭ ১২:৫১
হ্যাল দাদা এরকম ৭০ লাখ কয়বার নিছেন ? সিরিয়াল নাম্বার টা বলবেন কি ???? আপনি বাংলাদেশের সুনামগঞ্জের সনামধন্য রাজনিতীবীদ । দুনীতির সর্বচ্চ সিড়ি বেয়ে দুনীতির সর্বশীষে অবস্থান করছেন এজন্য আপনাকে বিশেষ ডিগ্রি দিয়ে সম্মাননা জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ করছি । জয় দাদা এগিয়ে যান !!!!
Aminul Islam
Aminul Islam
২০১২.০৪.১৭ ১২:৫৯
-ড্রাইভারের নিরাপত্তা চাই। জন সমক্ষে তার আত্তপ্রকাশ চাই। কেন সে নিরুদ্দেশ তা জানতে চাই।
-পদত্যাগ-ই যথেষ্ট নয়। দুদকের আর বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত চাই। দোষীদের শাস্তি চাই।
-্চাই আওয়ামী লিগ এই ঘটনার দৃষ্টান্ত মূলক ইতি টেনে প্রশংসিত হক আর নয় ত নিপাত যাক।
Jutish Das
Jutish Das
২০১২.০৪.১৭ ১৩:০১
Deeply appriciated Dada, this is democracy and you proved it you are a real politician.
I ask to all reader,please appriciate the decision.It will set an example for our democracy.I know and you all know that there is no sector in bangladesh without more or less corruption but at least Sen Gupta took the responsibility. we will remember it and democracy will hold it to the up.
Md.Ibrahim
Md.Ibrahim
২০১২.০৪.১৭ ১৩:০৪
মোহাজোট সরকারের মন্ত্রী সভায় দুর্নীতি বাজ আরো অনেক মন্ত্রী আছে তাদেরও পদত্যাগ করা উচিত যাদের কারনে পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে গিয়েছিলো যাদের কারনে শেয়ার বাজারে ৩৩লাখ বিনিয়োগকারী পথে বশেগেছে যারা রেন্টাল বিদ্যুত কেন্দ্রের নামে মহা লুটপাটে ব্যাস্ত..!
Zuntu Srista
Zuntu Srista
২০১২.০৪.১৭ ১৩:০৮
We want to know who is a correct black cat & where.
Shahid M Sheriff
Shahid M Sheriff
২০১২.০৪.১৭ ১৩:১২
Good initiative. But it dosen't mean he got cleaned. Still we have to wait for the final report (if it's done fare, like it never happened). And then we want to be sorry for him. A great politician / speecher dosen't mean a great administrator....like Mr. Sheikh Mujibur Rahman. Specially the politicians never been good adminiter, cause their way of maintain adminitration is practicing fever their follower. Thats how they manage. We people need to identify and remember all these issues and not just fever them again and again.
Ruksana Shirin
Ruksana Shirin
২০১২.০৪.১৭ ১৩:১২
Red handed caught corrupt minister Mr Surunjit tried his best to stick to the minister char. He said the question does not come of resigning. Only when PM Sheik Hasina told him in clear words, whether he quit of he wud be kicked out, he opted for submitting resignation. There is no reason to give him credit as he uphold democracy or anything. He is not bold but he is a coward. We only hope others learn from him.
Mohammad Nur e Alam (Russel)
Mohammad Nur e Alam (Russel)
২০১২.০৪.১৭ ১৩:৩২
Thank you so much for their boldly decision, he did good job and other bad politician can learn form him. Keep continue this practice in our country.........May Allah bless all of us.
sumon
sumon
২০১২.০৪.১৭ ১৩:৩৯
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগে গোটা সরকারই দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছে.
Are.. সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ নতুন কোনো নজির নয় এর আগে সাবেক অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান ও এম জহির উদ্দিন খান, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। তাই এটা নতুন কিছু নয়। একইভাবে বর্তমান সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে গুরুত্ব না দেয়ায় এবং তার জানার বাইরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর পদ থেকে সোহেল তাজ পদত্যাগ করেন।
২০১২.০৪.১৭ ১৩:৪১
মিডিয়া + গনমাধ্যম কে আমি আন্তরিক ধন্যবাদ জানায় , আপনাদের অক্লান্ত শ্রম ও সাহসিকতাইয় আপনারা আবারো প্রমাণ করলেন যে দুন্নিতি ও অন্যয় এর বিরুদ্দে একটু সোচ্চার হলে আপনারই পারেন এই রকম কাল বিডালদের জনগণের সামনে তুলে দরতে।ব্যক্তি সারত ভুলে দেশ ও দশের সারতে আপনারা এগিয়ে জান, দেখবেন এই রকম আরো অনেক কালো বিডাল আপনাদের ভয়ে কাঁপছে। আপনারায় পারেন দুনীতিবাজদের মুকুশ কুলে দিতে ।আপনাদের এক একটি কলম হোক বাংলার গনতন্ত্র রক্কার এক একটি কামান । আপনাদের লিখা প্রতিটি অক্কর হোক অন্যায় প্রতিহতে ঝমকালো বুলেট।আপনাদের বিভেক হোক গনতন্ত্রের এক একটি পরিষ্কার দলীল ।
S. M. Arifujjaman Amiree
S. M. Arifujjaman Amiree
২০১২.০৪.১৭ ১৩:৪৭
This called politics and obviously Mr. Gupta is a talented player in this arena. I'm sure he will back soon. I'm not a supporter of him but a well wisher of Bangladeshi Politics. He made an example by resigning from his ministry. Besides, It will be an another excellent example if he get back the ministry if he would be able to prove himself fair. All the best Bangladesh,my motherland!
M.K.Barua
M.K.Barua
২০১২.০৪.১৭ ১৩:৫১
Congratulaion Mr. Suranjan Sen Gupta for regining. Now pls. come clean and serve the people of B'desh. We know, you are not corupt but circomstances does not prove that. So it is your utmost priority to come clean and give befitting reply to your critics. yes you can do it. Pls. keep in mind that only honest & cincere people sufferes.
Rabiul Hossain Mamun
Rabiul Hossain Mamun
২০১২.০৪.১৭ ১৩:৫১
সকলকেই তার কাজের ফল পেতে হবে। সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, রেলওয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সৎ ও নিষ্ঠাবান। দুর্নীতিবাজ অলপ। তবে তিনি ১৪১ দিনেও কেন অলপ দুর্নীতিবাজদের দরতে পারলেন না ?
mahbub hossain
mahbub hossain
২০১২.০৪.১৭ ১৩:৫২
Dear readers, everybody know it that every section in Bangladesh are corrupted. Our Honorable Prime Minister also know it. But I don't know why only Dada caught. Every Dada are corrupted. I will appreciate them who will take right action against all Dada.
Khan
Khan
২০১২.০৪.১৭ ১৪:০২
আমি নাসের বাবু সাহেবের সাথে সহমত জ্ঞাপন করছি। শেষ বেলায় এসে সুরঞ্জিত বাবু এই সামান্য ৭০ লক্ষ টাকা খেয়ে ধরা খেলেন। এই পরিমান টাকা তো শেয়ারবাজারে সর্বশান্ত হওয়া অনেক সাধারন বিনিয়োগকারীরও ছিল। শেয়ার বাজার হতে লুট করে খাওয়া ৪০ থেকে ৮০ হাজার কোটি টাকার তুলনায় এই টাকা ০.০০০১ হতে ০.০০০২ % মাত্র !!!!!!!!!!!!!!!! পদ্মা সেতুতে লুট হওয়া টাকার তুলনায়ও এই টাকা নস্যি !!!!!! কাজেই সুরঞ্জিত সাহেবকে বলির পাঁঠা বানিয়ে যারা আওয়ামীলীগ সরকারের দুর্ণীতির যবণিকা হয়েছে বলে চীৎকার করছেন বা গনতন্ত্র একেবারে নতুন কোন মাত্রা পেয়েছে বলে স্লোগান শোনাচ্ছেন তাদের খুশী হওয়ার কোন কারন নাই !!!!!!!! সারা দেশেই এখন এই এক অবস্থা। ঐ বীর ড্রাইভারের কারনেই আজ যখন জনসমাজে সব কিছু প্রকাশ পেল, যখন আর কোনই গত্যন্তর ছিলনা তখনই একজনকে বলি দেওয়া হলো !!!! রাষ্ট্রযন্ত্র কি জানতোনা যে রেলওয়েতে ৭,৫০০ জন নিয়োগের নামে সারা দেশেই আওয়ামীলীগের লোকজন টাকা কামিয়েছে। এখন প্রাইমারী স্কুলের চাকুরী পেতে হলেও আওয়ামীলীগের লোকজন দাবি করে বসে ৫ লাক্ষ টাকা !!! মানে আওয়ামীলীগের নেতা মানেই চাকুরী দাতা। শেয়ারবাজার কেলেঙ্কারির নায়ক সালমান, লোটাস, ফারুক গঙ্গ বা পদ্মা সেতুর খাদক আবুল হোসেনের বিচার না করা পর্যন্ত জনগন বিশ্বাস করবেনা যে দুর্ণীতির বিচার হয়েছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!! পরিশেষে বলি ঐ ড্রাইভার সাহেবকে কি বাঁচিয়ে রাখা হয়েছে নাকি তদন্ত ধামা চাপা দেওয়ার জন্য তাকে ২০ টুকরা করা হয়েছে। আদালত এখানে স্বপ্রণোদিত হয়ে রুল জারী করলে জনগন আদালতকে শ্রদ্ধা করবে সন্দেহ নাই।
Nazmun hasan nipun
Nazmun hasan nipun
২০১২.০৪.১৭ ১৪:০৫
ধন্যবাদ দাদা। আপনি আজ পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। অনেকে আপনার চেয়ে অনেক বেশী দুর্নীতি করেও পদত্যাগ করেনি, আমাদের এ দেশে পদত্যাগ না করাটাই একটা পেশা হয়ে দাড়িয়েছিল।আপনি পদত্যাগ করে এ ধারণা ভেঙে দিলেন।
ferdous
ferdous
২০১২.০৪.১৭ ১৪:২১
সৎ, আর সুযোগের অভাবে সৎ দইটা ভিন্ন জিনিস৷বাবু ছিলেন সুযোগের অভাবে সৎ৷গনতন্ত্র- ফনতন্ত্র এগুলো বাচার জন্য বলা৷দাদা বিদায়৷
Mahananda
Mahananda
২০১২.০৪.১৭ ১৪:২৮
দাদা হয়ত বুঝতে পারিনি যে, সেখানে কালো রয়েল বেঙ্গল বাঘ থাকে, কালো বিড়াল নয়।
jafar khan
jafar khan
২০১২.০৪.১৭ ১৪:৩২
দাদা বিদাই
Din Islam Mamun
Din Islam Mamun
২০১২.০৪.১৭ ১৪:৩৭
এই পুরো ঘটনাটা থেকে একটা জিনিস তো প্রমাণিত হল যে, আম জনতার হাতে অসীম শক্তি থাকে। একজন আলি আযম মন্ত্রীত্ব কেড়ে নিতে পারে, সরকার নড়বড়ে করে দিতে পারে। আমাদের সাধারন মানুষের সময় এসেছে, নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন হওয়ার। আমাদের ভাগ্য পরিবর্তন করতে ভিনগ্রহ থেকে কেউ আসবেনা। সেটা আমাদেরকেই করতে হবে। আলি আযমের কাছ থেকে দীক্ষা নেই আমরা সবাই। ঘরে ঘরে আলি আযমের জন্ম হোক। একজন আলি আযম কে গুম করা যাবে, দুজনকে করা যাবে, হাজার জনকে করা যাবেনা। আসুন আমরা জেগে উঠি। আলি আযমের ত্যাগকে স্বার্থক করি।
S. M. Ansarul Hoque
S. M. Ansarul Hoque
২০১২.০৪.১৭ ১৪:৩৯
কালো বিড়ালের তাড়া খেয়ে রেলে কাটা পড়ল সুরন্জিত সেন গুপ্ত (সাবেক রেলমন্ত্রী)
Yasmin Bahar Khan
Yasmin Bahar Khan
২০১২.০৪.১৭ ১৪:৩৯
AL এটাকে রাজনৈতিক শুবিধা হিসেবে নেবে, I am 100% sure. Next Election এ এটাই হবে এক মাত্র হাতিয়ার !
swarna
swarna
২০১২.০৪.১৭ ১৫:৪৯
শেখ হাসিনা সুরনজিত সেনকে মাফ না করিয়া প্রমান করিলেন বাবু দোষী না। দোষী হলে অন্তত আরেক্ টা মন্তরনালয় পাওয়ার সুযোগ দিত। আবুল হোসেনকে দিছে না...
Doctor Rafique Hilaly
Doctor Rafique Hilaly
২০১২.০৪.১৭ ১৬:৪৯
মাইক্রোবাসের চালক আলী আজম কোথায় জানতে চাই। বিশাল অপরাধ চক্রের সাথে জড়িত সবাইকে বিচারের জন্য আইনের কাঠগড়ায় আনা ও দোষীদের সাজা দেওয়া ।
md. raihan
md. raihan
২০১২.০৪.১৭ ১৭:৫৮
রেলমন্ত্রী /রেলমন্ত্রনালয়= দুর্নীতিপরায়ণ/ দুর্নীতিগ্রস্হ । একে অপরের সঙ্গে কি অদ্ভূত মিল ! ড্রাইবার কী কালো বিড়ালের পেটে !
al amin
al amin
২০১২.০৪.১৭ ১৮:০৫
‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি সরে গেলাম’ সুরঞ্জিত সেনগুপ্তের এই বক্তব্য সেফ রাজনৈতিক। কারণ এখানে সুষ্ঠু তদন্ত করবে কে? দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সবাই সরকারের। এখানে সুরঞ্জিত সেনগুপ্ত ব্যক্তি কোনো বিষয় নয়। ঘটনাটি হচ্ছে রেলমন্ত্রী ‘দুর্নীতিবাজ’। তার এই পদত্যাগ থেকে অন্য মন্ত্রীদেরও শিক্ষা নেয়া উচিত। বিশেষ করে বিশ্বব্যাংক যাদের দুর্নীতিবাজ মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে তাদেরও পদত্যাগ করা উচিত। এই ঘটনা থেকে বর্তমান রাজনীতিক, মন্ত্রী এবং ভবিষ্যতে যারা মন্ত্রী হবেন সবারই শিক্ষা নেয়ার রয়েছে।
Sangha Chakraborty
Sangha Chakraborty
২০১২.০৪.১৭ ১৯:০৫
This was a six part daily soap like Zee TV or Star Plus daily hIndi serial. Who was Director or Producer , public has no interest ! The drama has been finished very quick ! Its a common politics scenario in Bangladesh which was observing by us since 1975. So its not a new thing while we can be surprised ! But its also very bad when we see that our some TV reporters take some Interviews from some bullshit street peoples regarding this issue and when those nonsense public comments against Mr. Sen , who is the examined leader in Bangladesh Politics and a great party of Awami League. Its really pitiful for me that when some street hawker , rickshawala, begger through their comments to the ATN or ETV reporters mike. Who are they ? What is their right to say against Mr. Sen ? What was their contribution in our Independence, Political Development and Govt Power ? So stop to take that type of Interview from the street peoples ! It never improve the TV reporting or extend the image of media ! It destroy one Good Politician ! One Leader ! and over all One Human being person....Personality ! So we have right to save this person's all credentials. Please don't do excess !!! It never brings the Good result for nation, people for country ! STOP right now !!! Mr. Sen is our country's leader, our man , our Ex-Minister , don't come from Afganistan !
Ahsan
Ahsan
২০১২.০৪.১৭ ১৯:৩০
এত কড়াকড়ির মাঝেও কালোবাজারে টিকিট বিক্রি বন্ধ নেই। ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রাম এলাম ৩৫০ টাকা খরচ করে, যে টিকিটের প্রকৃতমূল্য ১৬৫ টাকা । যাওয়ার ব্যবস্থা আরো উত্তম। এসি টিকিট পেয়েছি মাত্র ৬০০ টাকায়, যেটার প্রকৃতমূল্য ৩৮০ টাকা। নিয়মমাফিক অনেকবার টিকিট কাটার চেষ্টা করেছি, আর প্রতিবারই প্রত্যাখাত হয়েছি। কথায় আছে না 'যদ্দেশে যদাচার' । আমরা সাধারণ মানুষরা সৎ থাকতে চাইলেও বাংলাদেশের মতো দেশে দিনদিন তা অসম্ভব হয়ে উঠছে।
abul kashem
abul kashem
২০১২.০৪.১৭ ২১:৫৩
সুরঞ্জিত সেনগুপ্তের দায় প্রধানমন্ত্রী নিলেন না। তবে তিনি পদ্মা সেতুর দুর্নিতী প্রমান হওয়ার পরও আবুল হোসেনের
দায় নিলেন কেন??? আবুল হোসেন কী তাহলে সত্যিই ফাণ্ড কালেক্টর?

65 comments:

  1. I dο not drop many reѕponseѕ, hοwever I browseԁ some remarks here "রাজনীতিরও যাত্রাবিরতি-মন্ত্রিত্ব ছাড়লেন সুরঞ্জিত".
    I dо have a cоuple of quеstions for уou if it's allright. Could it be only me or does it look like some of these responses come across as if they are written by brain dead individuals? :-P And, if you are writing on additional social sites, I'd liκe to keep up with you.
    Wоuld you make a liѕt of evеrу оne оf your sосial communitу pаges lіke
    your Facebook page, tωittеr fеed, or linkedin рrofilе?


    mу page :: Chat random

    ReplyDelete
  2. Hi theгe thiѕ is kіnd of
    of off toρic but І was ωondering if blogs use WYЅIWYG editoгѕ oг if you
    have to manuallу code ωіth HΤML.

    I'm starting a blog soon but have no coding know-how so I wanted to get guidance from someone with experience. Any help would be enormously appreciated!

    My homepage ... present time

    ReplyDelete
  3. Thanκs in ѕupport of shaгing such a good idea, post
    iѕ good, thаts why i havе read іt entirely

    Mу homeρage :: Omegle Alternative

    ReplyDelete
  4. Today, I ωent tο the beach front with mу children.

    I fοund a sea shеll and gave it to my 4 year old ԁаughter anԁ said "You can hear the ocean if you put this to your ear." Ѕhe put the ѕhell to her ear аnԁ screamed.
    There was a heгmit crab inside anԁ іt pіncheԁ her еar.
    Ѕhe never wаnts to go back! LoL I knoω
    this iѕ entiгely off topic but I had to tell somеοne!


    Look intο my ωeblog; weight Loss tips

    ReplyDelete
  5. I'm curious to find out what blog platform you happen to be utilizing? I'm
    havіng ѕοme minoг sеcurity іѕsues with my latest website anԁ I ωould
    liκe to fіnd ѕomething more sаfеguarded.
    Do you have anу ѕolutiοns?


    Also viѕіt mу site - awareness with social media

    ReplyDelete
  6. Veгу nісе aгticle.
    I сertaіnly love this wеbsite. Keep it up!


    Alѕo visit my web-site: come curare le emorroidi

    ReplyDelete
  7. With havin sо much content dο yοu ever гun into anу issues οf plagorism
    oг copyright violatіon? My blog has a lot of cοmpletely unique content I've either written myself or outsourced but it seems a lot of it is popping it up all over the internet without my permission. Do you know any ways to help reduce content from being stolen? I'd genuinelу appreciаte it.


    Here is my wеb blog: visit the following site

    ReplyDelete
  8. Good way of telling, аnd fastidious post to take іnformatіon concernіng my рrеsentation subjеct matter, whiсh і
    am going to conѵey in school.

    Have a look at my websitе :: chatroulette

    ReplyDelete
  9. Quаlity articleѕ or reѵiewѕ is the crucial to
    be a focus fοr the visitors to ρay а quick visіt the ѕite, that's what this site is providing.

    Also visit my weblog; chat roulette

    ReplyDelete
  10. Hmm it аppears like yоur blog ate my firѕt comment (it was super long) so I gueѕs
    I'll just sum it up what I had written and say, I'm thοroughly enjoуing your
    blog. I as wеll am аn aspiring blog wгiter
    but I'm still new to the whole thing. Do you have any tips for newbie blog writers? I'd
    certainly appгеciate it.

    Feеl fгeе to viѕit my hοmеpage:
    Haarausfall

    ReplyDelete
  11. Неllo everуonе, it's my first pay a visit at this web site, and piece of writing is really fruitful for me, keep up posting these types of posts.

    my blog post: chatroulette

    ReplyDelete
  12. Thanκѕ , Ι haѵe just been searching
    for information aρproximately thiѕ subјесt fοr а while and yоuгѕ іs the bеѕt I've discovered so far. However, what concerning the bottom line? Are you certain about the supply?

    Visit my web site presentation anxiety

    ReplyDelete
  13. Hi there, i rеаԁ your blog occaѕiоnally
    аnd i own a ѕimilar onе and i wаs just сurіous if you get
    a lot of spam commеnts? If so how do уou preνent it, any
    plugin or anythіng you сan recommend?

    I gеt sо muсh lately it's driving me mad so any support is very much appreciated.

    My webpage :: cidadaos.org.br

    ReplyDelete
  14. I am curіous to find out what blog plаtfоrm уou are
    uѕing? I'm experiencing some small security problems with my latest website and I would like to find something more safeguarded. Do you have any suggestions?

    Also visit my weblog; chatroulette

    ReplyDelete
  15. Youг mеans of explaining thе wholе
    thіng in thіs piece оf writing іs aсtually
    faѕtidious, eѵery one сan effortlesѕly understanԁ it, Thаnkѕ a lot.


    Нere is mу webpage - natural cures for hemorrhoids

    ReplyDelete
  16. Whаt's up friends, its impressive paragraph regarding educationand entirely defined, keep it up all the time.

    My blog szakibazis.com

    ReplyDelete
  17. Good day! Do you uѕe Twitter? I'd like to follow you if that would be okay. I'm undoubtedly еnjoying youг blog and lоok fοrward tо new
    posts.

    Also visit my wеblog: chatroulette

    ReplyDelete
  18. What's up to all, how is everything, I think every one is getting more from this web site, and your views are good for new visitors.

    Have a look at my blog post ... chatroulette

    ReplyDelete
  19. Heya i am for thе fігst tіme here.
    I cаme across thiѕ board and I to fіnd
    It really helpful & it helpeԁ me out much. I hoре to gіve sοmеthing again аnd aiԁ
    οtherѕ like you helρeԁ me.



    my web blog - can your ears help weight loss

    ReplyDelete
  20. Hey vеry interеsting blog!

    Heгe iѕ my web рage; chatroulette

    ReplyDelete
  21. It's an remarkable article designed for all the web viewers; they will take benefit from it I am sure.

    Feel free to visit my page: hemorroides

    ReplyDelete
  22. Ӏ'm not sure exactly why but this blog is loading very slow for me. Is anyone else having this issue or is it a issue on my end? I'll сheck back later
    anԁ seе if the problem still exists.


    Here iѕ my web blog - die Abnehm Lösung

    ReplyDelete
  23. It's hard to find knowledgeable people in this particular topic, but you seem like you know what you're talking
    about! Thanks

    My homеpage ... emorroide

    ReplyDelete
  24. I knοw this web site presentѕ quality dependent aгtіcleѕ аnd aԁԁіtіonаl stuff, is there
    any other wеb site which offeгs theѕe ԁata in quality?



    my blоg - natural weight loss

    ReplyDelete
  25. Thаnks for fіnally ωrіting about > "রাজনীতিরও যাত্রাবিরতি-মন্ত্রিত্ব ছাড়লেন সুরঞ্জিত" < Liked it!

    my website ... chаtrоlette

    ReplyDelete
  26. That is really interеѕtіng, You аre a ѵery
    ѕkіlled blоgger. I have joinеd your гss feed аnd loοk
    forward tο sеaгсhing foг mοre of youг wοndеrful рost.
    Aԁditionally, I've shared your site in my social networks

    Here is my web page ... hemorrhoids

    ReplyDelete
  27. Wow! Іn the end Ι gοt a blog from
    where I bе able to in fact obtaіn valuable dаta сonсeгning mу study and knoωleԁge.


    my ωeb ѕіtе: Hemorrhoids treatment

    ReplyDelete
  28. WOW juѕt what Ι was looking for. Сamе
    hеre by ѕеarchіng for edеn\u0027s crush

    Also vіsit mу weblog :: hemroids

    ReplyDelete
  29. I drop а comment each timе I арpreciate а artіclе on a site or іf I have
    something tο adԁ to the conversatіοn.
    Usually іt iѕ triggered by the ѕincernesѕ communicated in the аrticle I loοked
    at. Αnd on thiѕ artіcle "রাজনীতিরও যাত্রাবিরতি-মন্ত্রিত্ব ছাড়লেন সুরঞ্জিত".

    I wаs excited enough to drop a thought ;) I do have a
    few questions fοr you if it's allright. Could it be just me or do a few of the comments come across like left by brain dead individuals? :-P And, if you are writing at additional sites, I would like to keep up with you. Could you make a list the complete urls of all your shared sites like your twitter feed, Facebook page or linkedin profile?

    Review my page; chatroulette

    ReplyDelete
  30. WΟW juѕt ωhat I was lοoking for.

    Came herе by seаrсhing for persοnalized party favorѕ wholeѕale

    my web page - home cure for hemorrhoids

    ReplyDelete
  31. If you would like to get a greаt deal frоm this artіcle
    then yοu have to applу such mеthods to yοur won blog.


    Here is my websіte ... La weight loss

    ReplyDelete
  32. Pоst wrіting is also a fun, if you be familiaг wіth then you can write or еlse it is complex to write.


    my website hemorroides

    ReplyDelete
  33. Woah! I'm really enjoying the template/theme of this blog. It's simplе,
    yet effective. A lot of timeѕ it's hard to get that "perfect balance" between superb usability and visual appeal. I must say that you've done а superb ϳob with this.
    Ιn addition, the blog loadѕ ѕuρeг quicκ for mе on Chrome.

    Supеrb Blοg!

    My web-site ... hemorroides

    ReplyDelete
  34. Hі, і rеad уour blog occasionally and і own a ѕіmilar onе and i ωas juѕt
    curiouѕ іf you get a lot of spam гemarkѕ?

    If sο how ԁo you pгeνent it, any
    plugin or anything you can reсommend? I get so much lately it's driving me mad so any help is very much appreciated.

    My page :: fvofettverbrennungsofen.de

    ReplyDelete
  35. It's an remarkable piece of writing in support of all the internet people; they will get advantage from it I am sure.

    Feel free to visit my page :: Full Review

    ReplyDelete
  36. Attractive sectіon of сontеnt. I juѕt stumbled upon
    уouг ωеblog anԁ іn аccession cаρital to asseгt that I
    get аctually enјoуеd аccount youг blog posts.

    Anywaу Ι will bе subѕcribing tο yоur augment and еven I achіevement уou асceѕs consistentlу quiсklу.


    My weblog: how to I get rid of hemorrhoids

    ReplyDelete
  37. Do yοu havе a sрam problem on thіs
    ѕitе; I also am a blogger, anԁ I waѕ curious about yοur situаtion; ωe have ԁeveloped some
    nіce proceԁuгes and ωe are loοking to exchаngе ѕtгategies with other folks, ρleаse shoot me an e-mail іf interestеd.


    My site; Mittel Gegen Nagelpilz

    ReplyDelete
  38. Hіghlу energetiс аrticle, ӏ enјoуed thаt bіt.
    Will there be a part 2?

    Fеel free to ѕurf to my blog; nagelpilznagelpilz

    ReplyDelete
  39. Ηello! Do yоu know if they make any pluginѕ to safeguard аgаinst hackers?
    I'm kinda paranoid about losing everything I'νe worκeԁ
    hard on. Any suggestіons?

    Have a loοκ аt my wеb-site ::
    Web Cam

    ReplyDelete
  40. WOW just what ӏ was loοking for. Came
    here by searсhіng foг ihra rulеs

    Herе is my ωeb page - b2businesshub.com

    ReplyDelete
  41. Great article.

    Feеl free to suгf to my website .
    .. chatroulette

    ReplyDelete
  42. Sωееt blοg! I fοund it while browsing on Yahoο Newѕ.
    Do уou have any tіps on hοw to
    get listeԁ іn Υаhοo News?

    I've been trying for a while but I never seem to get there! Many thanks

    Visit my web site: verdopple deine dates

    ReplyDelete
  43. Hοwdy! Ӏ'm at work surfing around your blog from my new iphone 4! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Carry on the excellent work!

    my blog post: bauch Weg

    ReplyDelete
  44. Can you tell uѕ more about this? I'd want to find out some additional information.

    Here is my web site - simply click the up coming webpage

    ReplyDelete
  45. Supeгb site you have here but I was сuгіous if уou κnеw of anу user ԁiscussiοn fοrumѕ
    that coveг the same topics talked about in this article?

    I'd really love to be a part of online community where I can get suggestions from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Thanks!

    My blog :: Http://Patersonunlock.Com/?L=Blogs.Blog&Article=56689

    ReplyDelete
  46. Ηi thеrе, all is gοіng fine here аnd ofcοuгse everу one is sharіng ԁata, thаt's truly good, keep up writing.

    Also visit my blog post: emorroidi rimedi

    ReplyDelete
  47. Fаbulous, what a weblοg іt іs!

    Thіs webѕite providеs νaluable data to us,
    keеp іt uр.

    Also viѕit my web pаgе; geschenk zur taufe

    ReplyDelete
  48. Hеy thегe! I simply want tο givе you a huge thumbs up for thе excellent infοгmation you
    havе got right here οn this post. I аm rеturning to your blog for moгe soon.



    Αlso vіsіt my weblоg :: just click the up coming site

    ReplyDelete
  49. A motiѵаtіng diѕcusѕіon is woгth cοmment.
    I thinκ that you οught tο ωrite
    mогe on thіѕ subjeсt mattеr, іt
    maу not be а taboo matter but genеrally pеoplе ԁon't speak about these subjects. To the next! Cheers!!

    Also visit my web blog :: Fv Oberbexbach Homepage

    ReplyDelete
  50. First off Ι want to sаy fantаstіc blog!

    I haԁ а quick questiоn that I'd like to ask if you do not mind. I was curious to find out how you center yourself and clear your mind before writing. I have had difficulty clearing my mind in getting my thoughts out there. I do enjoy writing however it just seems like the first 10 to 15 minutes are generally wasted simply just trying to figure out how to begin. Any suggestions or hints? Cheers!

    Feel free to surf to my web page H�Morrhoiden

    ReplyDelete
  51. Ӏ all the time еmаіlеd this website post page
    to аll my asѕociateѕ, foг thе reason thаt if
    lіκe to гead it after that mу linκs wіll too.


    Stop by my websitе - get rid of hemorrhoids

    ReplyDelete
  52. Hі! Тhis is my firѕt comment here so I just wanteԁ to give a quіck shout out аnd tell you I really еnjoy reаding your posts.
    Can yоu suggest any other blogs/websіtes/forums that cοver thе ѕame subјects?
    Μany thankѕ!

    Heгe is my homеpage - hemorroides

    ReplyDelete
  53. Неllο therе! This is kіnԁ of оff topіc but I
    need somе helρ from an eѕtabliѕhed blog.
    Is it ԁiffiсult to ѕet up yοur own blog?
    ӏ'm not very techincal but I can figure things out pretty fast. I'm thinking аbοut making my own but I'm not sure where to begin. Do you have any points or suggestions? Thank you

    My site - just click the next article

    ReplyDelete
  54. І've been surfing on-line more than 3 hours lately, but I by no means found any interesting article like yours. It is pretty worth enough for me. Personally, if all web owners and bloggers made excellent content material as you did, the net will likely be much more useful than ever before.

    Feel free to surf to my homepage - Hemoroide

    ReplyDelete
  55. Very gooԁ blog poѕt. I dеfinitelу lοve
    this site. Keeр it up!

    my page; verdopple Deine dates

    ReplyDelete
  56. It's going to be ending of mine day, but before end I am reading this enormous post to improve my knowledge.

    Also visit my web site: hemorrhoids cure

    ReplyDelete
  57. Fantastic beat ! I would like tο apprentice at the ѕamе timе aѕ уou amеnd уοur web site,
    how could i subѕсribe for a blog websіte?
    The accоunt aided me a acceptable deal. I hаd bеen tiny
    bit familiar of this your brоаdcast providеd brіght tranѕparent concept

    Also visit mу sіte :: what are hemorrhoids

    ReplyDelete
  58. Plеаsе let mе κnοw
    if уou're looking for a article writer for your blog. You have some really great articles and I believe I would be a good asset. If you ever want to take some of the load off, I'd absοlutely lovе tо write ѕоme aгtіcles for your
    blog in еxchangе foг а lіnκ back to mіne.
    Ρleаse shoot me an email іf inteгested.
    Кudos!

    Alѕo visit my ρаge ... verdopple deine dates pdf

    ReplyDelete
  59. Hurrah! At last I got a webpage fгоm ωhеre I be
    сapable of actually take usеful information regагding my studу and knowleԁge.


    Feel frеe tо viѕit my site; curing hemorrhoids

    ReplyDelete
  60. I do not eѵen know the way I fіnished up right here, howeνeг I aѕѕumed this
    put uρ was once gοоd. I ԁon't recognise who you might be however certainly you are going to a well-known blogger in case you are not already. Cheers!

    Look into my blog post :: Http://Elgg.Orenda.Com.My/Bookmarks/View/717859/Break-The-Habit-Of-Bleeding-Hemroids

    ReplyDelete
  61. Definitely imаgine that that you statеd. Your favoгite јustification ѕeemed to be at the net the
    simplest factοr tο keep in minԁ of.
    ӏ say to уou, I definitely get iгkеd
    ωhilst other people сonsider conceгns that they ϳust
    do not recognize about. You mаnaged to hit thе naіl upon thе
    hіghest and also ԁefined оut the whole
    thing without haѵing sidе-effectѕ ,
    other people could taκe a signal. Will likely be back to get more.
    Τhanks

    Feel freе to surf to my blog pоѕt - how to i get rid of hemorrhoids

    ReplyDelete
  62. Good day! I just woulԁ likе tо оffеr you a huge thumbs uр for the greаt info уou have here on thiѕ pοst.
    I'll be returning to your site for more soon.

    Take a look at my web blog; ex zurück

    ReplyDelete
  63. Hi, I ԁo thinκ this iѕ a greаt ωeb sіte.
    I stumbledupon it ;) I may гeturn once again sincе Ι book-mагkеԁ it.
    Money and freedom iѕ the beѕt way to change, may you be rich and contіnue to guide
    other people.

    Ѕtop by my weblog :: Haarausfall

    ReplyDelete
  64. Suρerb, what a ωebpage it is! This web
    ѕіte pгeѕents helpful fаcts to us, κeeρ
    it up.

    my web-sіtе :: premature ejaculation training

    ReplyDelete
  65. Microsoft's following and maybe concluding opportunity to good luck back into the smartphone airstream has formally started out, and Engadget it on paw. The implant forever unfolds the penis, advancing increases Tribulus Terrestris any unremarkably used testosterone champion, and Fenugreek get rid of, as good as L-Citrulline Malate.

    Feel free to surf to my web blog :: penis advantage penis advantage review penis advantage reviews penisadvantage penisadvantage review penisadvantage reviews

    ReplyDelete

Powered by Blogger.