২১ আগস্ট নৃশংসতা-বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হোক

বাংলাদেশে আগস্ট মাসটি শোকাবহ বিশেষণেই বিশেষায়িত। শোকাবহ আগস্ট এখানে বহু হত্যা, অপমৃত্যু ও হত্যা প্রচেষ্টার সাক্ষী। শুধু যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার রক্তাক্ত ঘটনাবলির সাক্ষ্য বহন করে চলেছে এ আগস্ট, তা নয়।

ইতিহাসের অতিসাম্প্রতিক কালেও এ আগস্ট দেখেছে রক্তপাত ও হত্যার আরেক বীভৎস অধ্যায়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যাও এক হত্যা প্রচেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যান। সেদিন আততায়ীর গ্রেনেডের হন্তারক খণ্ডাংশগুলো তাকে প্রায় স্পর্শ করে ফেলেছিল। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও, বাঁচতে পারেননি সমাবেশে তার কথা শুনতে আসা অনেক নেতাকর্মী। বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানসহ অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্বের ললাট লিখন বয়ে বেড়াচ্ছেন সেদিনের আহত বহু মানুষ। তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর সমাবেশে এমন ন্যক্কারজনক হামলার পর বছর চলে গেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ ঘটনা নিয়ে অনেক কাণ্ড ঘটেছে। নানা নাটক সাজিয়ে ঘটনাটিকে বেপথে চালিয়ে দেওয়ার চেষ্টাও চলেছে। তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার চেষ্টাও হয়েছে। তৎকালীন সরকারের সঙ্গে আততায়ীদের সম্পর্ক নিয়ে প্রকাশিত সংবাদের কথা এখন সবাই জানেন। ফলে, বিএনপি-জামায়াত সরকারের আমলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সম্ভব ছিল না, সুষ্ঠু বিচার তো অনেক দূরের কথা। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মামলাটি সঠিক খাতে নিয়ে আসার উদ্যোগ আসে। তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হলে সবাই আশা প্রকাশ করেছিল, দ্রুত প্রয়োজনীয় তদন্ত শেষ হবে। এবং যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সন্ত্রাসীরা শাস্তি পাবে। কিন্তু মহাজোট সরকারের মেয়াদকাল তিন বছর ছুঁই ছুঁই করলেও এখনও আশার আলোর দেখা মিলছে না। সম্পূরক প্রতিবেদনের মধ্য দিয়ে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হয়েছে সত্য, কিন্তু বিচার প্রক্রিয়া এখনও গতি পায়নি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের ২১ আগস্টের আগেই বিচার প্রক্রিয়া সমাপ্ত হবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, বিচার প্রক্রিয়া কি এ সরকারের মেয়াদে শেষ হবে? তদন্তে স্পষ্ট, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীই সেদিন হত্যাকারীদের মূল লক্ষ্য ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই সেদিন আহত ও নিহত হয়েছিলেন। ফলে, তদন্ত ও বিচার প্রক্রিয়ার ব্যাপারে সরকারের আন্তরিকতা না থাকার কথা নয়। তারপরও অনেক সময় চলে যাচ্ছে। অনেকেই মনে করছেন, বিচার প্রক্রিয়া সরকারের এ মেয়াদে শেষ না হলে পরে আরও ধীরগতিতে চলার শঙ্কা অমূলক নয়। তা ঘটলে দেশের অন্য হত্যাকাণ্ডের মতোই দীর্ঘমেয়াদি বিচার প্রক্রিয়ার পুনরাবৃত্তি দেখতে হবে। সেটি কোনো অবস্থাতেই কাম্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধের বিচার ও শাস্তি প্রদান প্রক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন হওয়া উচিত। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়ী ব্যক্তিদের বিচার ও প্রাপ্য সাজা নিশ্চিত করাও দরকার। বাংলাদেশের ইতিহাস রক্তপাত দেখেছে, হত্যাকাণ্ডের পর অবিচার দেখেছে, বিচারহীনতাও দেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, অবিচার ও বিচারহীনতার ধারাই এদেশে নতুন অঘটনকে ডেকে এনেছে। এ অবস্থায়, ২১ আগস্টের গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধীদের বিচারসহ সব অপেক্ষমাণ বিচারকার্য দ্রুত শেষ হওয়া বাঞ্ছনীয়।
 

No comments

Powered by Blogger.